ইনফিনিক্স হট 10 স্পেসিফিকেশন | Infinix hot 10 price details

অসাধারণ পারফরম্যান্স ও দারুণ লুক নিয়ে আমাদের মাঝে ইনফিনিক্স । মানে ভালো এবং দামে কম হওয়ায় ব্র্যান্ডটির প্রতি আমাদের আকর্ষণ বর্তমানে একটু বেশি । মার্কেটপ্লেসগুলোতে আমরা নিত্যনতুন ইনফিনিক্স এর নতুন মডেল আপডেট করতে দেখতে পাই । তার মূল কারণ হলো জনগণের চাহিদা অনেক বেশি হওয়ার কারণে‌ কোম্পানিটি তাদের গ্রাহকদের জন্য একই সিরিজের ভিতরে ভিন্ন ভিন্ন মডেল রিলিজ করে থাকে । যেমনটা আমরা লক্ষ করতে পেরেছি ইনফিনিক্স এর হট 10 সিরিজগুলোতে । ইনফিনিক্স এর হট সিরিজ গুলোর মধ্যে হট 10 এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে কাস্টমারদের কাছে । যার কারণে হট সিরিজের আরো বিভিন্ন মডেল আপডেট করতে হয়েছে তাদের । যাইহোক কোম্পানির আপডেট করা হট 10 মডেলটি ব্যবহার করে কি কি সুবিধা এবং অসুবিধা ফিচার পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো ।


Infinix hot 10 BD price in 2021


নেটওয়ার্ক


বর্তমান ডিজিটাল যুগে একের পর এক পরিবর্তনের সাথে বদলে যাচ্ছে আমাদের চারপাশ । আর সেই পরিবর্তনের হাত ধরে এগিয়ে যাচ্ছে নেটওয়ার্কের ধরন । আমাদের দেশেও 3G নেটওয়ার্ককে উপেক্ষা করে অনেক আগেই চলে আসছে 4G এর মতো  উন্নত নেটওয়ার্ক । Infinix Hot 10 মোবাইলটি দিয়েও উন্নত মানের নেটওয়ার্কগুলো উপভোগ করা যাবে খুব সহজেই । মোবাইলটিতে ন্যানো সিম এর পাশাপাশি ব্যবহার করা যাবে ডুয়েল সিম । 4G ব্যবহার করা যাবে ফুল স্পিডেই । এছাড়াও ওয়্যারলেস অথবা তারবিহীন নেটওয়ার্কগুলো যেমন ওয়াইফাই , হটস্পট , ব্লুটুথ ইত্যাদি চালানো যাবে । তারবিহীন নেটওয়ার্কগুলোকে ভালো ভাবে চালানো গেলেও ইউএসবি পোর্ট এবং ওটিজি ক্যাবলের ব্যবহারের সুবিধা থাকছে না । স্মার্টফোনগুলো দিয়ে আমরা যদি ব্রাউজিং করতে যাই অথবা ইন্টারনেট কানেকশন রেখে অনলাইন ঘাটাঘাটি করতে চাই তাহলে কিন্তু এই স্মার্টফোনটি ভালো মানের স্পিড দিয়ে থাকবে । এই স্মার্টফোনটি নেটওয়ার্ক কানেকশন অনেকটাই ফাস্টেস্ট স্পিডের ।
 

ডিসপ্লে সাইজ এবং এন্ড্রয়েড ভার্সন 


মোবাইলের ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চি। বড় ধরনের ডিসপ্লে যাদের পছন্দ তাদের কাছে এই মডেলটি জনপ্রিয় মনে হবে আশা করা যায় । মোবাইলটির অপারেটিং সিস্টেম অথবা এন্ড্রয়েড ভার্সন 10 ব্যবহার করা হয়েছে । ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি রয়েছে 264 পিপিআই । ইনফিনিক্স হট 10 ডিভাইসটির স্ক্রিন ডিসপ্লে আকারে কিছুটা বড় । যার কারণে অধিকাংশ গ্রাহকদের কাছে মোবাইলটির ডিসপ্লে সাইজ ভিডিও প্লেব্যাক এবং গেমিং এর জন্য পারফেক্ট বলে মনে হতে পারে । স্মার্টফোনটিতছ থাকছে এইচডি রেজুলেশন 720×1600 পিক্সেল । এইচডি ডিসপ্লে থাকা সত্ত্বেও এখানে আমরা কিছুটা লো কোয়ালিটি দেখতে পাব ভিডিও প্লেব্যাক এর ক্ষেত্রে । তবে এই স্মার্টফোনটিতে যেহেতু বড় মাপের ডিসপ্লে দেওয়া হয়েছে সেহেতু এখানে ফুল এইচডি রেজুলেশন দেওয়ার প্রয়োজন ছিল । একটি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে 16 মিলি কালার সাপোর্ট করবে । মিডিয়াটেক হেলিও G70 মডেলের চিপসেটের পাশাপাশি গেমিং গ্রাফিক্স এর জন্য থাকছে মালি G52 । এছাড়াও অক্টাকোর এর মতো জনপ্রিয় প্রসেসর তো আছেই ।


মোবাইলটির বডি এবং কালার


মোবাইলটির দৈর্ঘ্য 171.1 মিমি এবং প্রস্থ 77.6 মিমি । মোবাইলটিকে বেঁধে দেওয়া হয়েছে প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ফ্রন্ট দিয়ে । মোবাইলটির ওজন 195 গ্রাম । মোবাইলটিকে কালো , লাল ছাড়াও বিভিন্ন কালারে পাওয়া যাচ্ছে । স্মার্টফোনটি বডি কোয়ালিটি অনেকটাই গর্জিয়াস এবং প্রিমিয়াম ডিজাইনের । তার কারণ হলো বিল্ড ম্যাটারিয়ালে রয়েছে গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক । ডিভাইসটির সম্পূর্ণ বডি প্লাস্টিকের ফ্রেম দ্বারা আবদ্ধ । স্মার্টফোনটির ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টি ভালো লেগেছে সেটি হলো ডিভাইসটির পিছনে দেওয়া হয়েছে প্যাটার্ন লুক । যা সকলের কাছেই ভালো লাগবে বলে আশা করা যায় । স্মার্টফোনটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করা যাবে । ভলিউম এবং পাওয়ার বাটনের অবস্থান ঠিক জায়গায় রয়েছে যেগুলো হাতের নাগালে থাকায় খুব সহজেই ব্যবহার করা যাবে । 

 

ব্যাটারি 


মোবাইলটিতে হাই মিডিয়াম কোয়ালিটির ব্যাটারি পাওয়ার বিদ্যমান । মোবাইলটির ব্যাটারি টাইপ লিথিয়াম পলিমার । মডেলটির ব্যাটারি ক্যাপাসিটিতে ব্যবহার করা হয়েছে  5200 mAh পাওয়ার। । মোবাইলটিতে ফাস্ট চার্জিং অপশনের সাথে সাথে রাখা হয়নি ওয়্যারলেস চার্জিং সিস্টেম । স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে রয়েছে মিডিয়াম কোয়ালিটির ভিতরে খুবই ভালো মানের শক্তিশালী একটি ব্যাটারি । স্মার্টফোনটির ব্যাটারির আকারে কিছুটা বড় হলেও পারফরমেন্সের ক্ষেত্র কিন্তু ঠিক তেমন বড় আকারের । যদিও এই স্মার্টফোনটিতে থাকছে না প্রিমিয়াম লেভেলের চার্জিং সিস্টেম । তবে ব্যাটারি পারফরমেন্সের জন্য অনেকটাই এগিয়ে 
রয়েছে । অপরদিকে এই ডিভাইসটি ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্টেড নয় । এই বিষয়টি গ্রাহকদেরকে কিছুটা হলেও ভাবনায় ফেলতে পারে । ফাস্ট চার্জিং সিস্টেম না থাকলেও এই স্মার্টফোনটিকে দীর্ঘক্ষন ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে । এদিক বিবেচনায় স্মার্টফোনটির ব্যাটারি বেশ মিডিয়াম কোয়ালিটির বলা যায় ।


 ক্যামেরা 


মোবাইলটি দিয়ে ছবি তোলার সুবিধার জন্য ব্যাক ক্যামেরায় রয়েছে 16+2+2 মেগাপিক্সেলের এবং সেলফি তোলার সুবিধার জন্য ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা । মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং এবং এইচডি ভিডিও দেখা যাবে 1080 পিক্সেলে । ব্যাক ক্যামেরার নিচে রয়েছে এলইডি ফ্ল্যাশ । ছবি তোলার জন্য এখন ক্যামেরার প্রচলন প্রায় বিলীন হওয়ার পথে । তার কারণ হলো স্মার্টফোনগুলো দিয়ে যদি ভাল ফিচার এর সাথে ছবি তোলার পাশাপাশি 4k ক্যাটাগরির ভিডিও ধারণ করা যায় তাহলে ক্যামেরা কেন প্রয়োজন হবে । তবে আপনি যদি একটি ভাল মানের এবং মানসম্মত স্মার্টফোন খুঁজে থাকেন যেটি দিয়ে ক্যামেরা পারফরম্যান্স খুবই ভালো পাওয়া যাবে । তাহলে আপনার জন্য এই মডেলটি মার্কেটের বেস্ট ডিভাইস হতে পারে । স্মার্টফোনটির প্রাইমারি ক্যাটাগরিতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ । যেগুলো দিয়ে উন্নত মানের ফিচারের সাথে ইমেজ তোলার পাশাপাশি আদান-প্রদান করা যাবে নিশ্চিন্তে ।


রেম এবং রোম


মোবাইল ক্রয় করার পূর্বে মোবাইলটিতে কতখানি রেম এবং রোম ব্যবহার করা হয়েছে তা জানা খুবই গুরুত্বপূর্ণ । কেননা কম রেম এবং রোম দিয়ে আপনি বেশি স্পীডে মোবাইল চালাতে পারবেন না এবং আপনার ফোনটি হ্যাং করবে । Infinix Hot 10 মডেলটিতে 3/4/6 GB রেম এর পাশাপাশি ব্যবহার করা হয়েছে 64/128 GB রোম । যদি আপনি একটি স্মার্টফোনকে দ্রুতগতিতে অথবা ফাস্টেস্ট স্পিডে ব্যবহার করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম ডিভাইসটির স্টোরেজে নজর রাখতে হবে । এই স্মার্টফোনটির মেমোরি পারফরম্যান্সের দিকে তাকিয়ে আপনি অবশ্যই বুঝতে পারছেন স্মার্টফোনটিকে অনেকটাই ফাস্টেস্ট গতিতে ব্যবহার করা যাবে । স্মার্টফোনটির মেমোরি স্টোরেজে রয়েছে তিনটি ভেরিয়েন্ট । মিডিয়াম প্রাইস গুলোর মধ্যে থাকা স্মার্টফোনগুলোর ভিতরে এই ডিভাইসটির মেমোরি পারফরম্যান্স আপনাদের কাছে অনেকটাই ভাল লাগবে বলে ধারণা করা যায় ‌‌।


গেমিং পারফরম্যান্স


গেমিং পারফরম্যান্সের কথা বলতে গেলে এই স্মার্টফোনটি দিয়ে মিডিয়াম গ্রাফিক্স ডিজাইনের সাথে মোটামুটি ভালো মানের মুভমেন্ট এর পাশাপাশি অনলাইন গেম গুলো খেলা যেতে পারে ‌‌। আপনি যদি মোটামুটি ফিচারের সাথে অনলাইন গেম গুলো খেলতে চান তাহলে এই মডেলটি ভালো পারফরম্যান্স দিবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ । তবে আপনি যদি প্রফেশনাল অথবা ইউটিউব গেমিং বা লাইভ স্ট্রিম করার জন্য এই মোবাইলটিকে বেছে নিয়ে থাকেন তাহলে কিন্তু ততটা ভালো গেমিং পারফরম্যান্স পাওয়া যাবে না ডিভাইসটি দিয়ে । অনলাইন গেম গুলো খেলার জন্য মোটামুটি কোয়ালিটির পারফরম্যান্স পাওয়া যাবে । টেম্পল রান , লুডু এবং ক্লাস অফ ক্লান এর মতো গেম গুলো খুব ভালোভাবে খেলা গেলেও মিডিয়াম কোয়ালিটিতে গেম প্লে করা যাবে পাবজি ও ফ্রি ফায়ার ।

কেমন পারফরম্যান্স পাওয়া যাবে ?


আমাদের অনেকের মনেই এখন একটি প্রশ্ন জাগতে পারে আর সেটা হল এটি যেহেতু একটি মিডিয়াম সিগমেন্টের ফোন তাহলে এখানে ভালো মানের পারফরম্যান্স পাওয়া যাবে না । এই ধারণাটি সম্পূর্ণ ভুল , তার কারণ হলো স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা জেনে আমরা বুঝতে পারি যে এই স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াম লেভেলের পারফরম্যান্স । স্বল্পমূল্যের ভিতরে এমন পারফরম্যান্স আমরা খুব কম মডেলের ভিতরে দেখতে পাই ।
 

মোবাইলটি অনলাইনে পাওয়া যাবে কিনা ?


অনলাইন মার্কেটিং এর উন্নতির সাথে সাথে অনলাইন থেকে অনেক পণ্য ক্রয় করা খুবই সহজ । এই মোবাইলটিকে  অনলাইন থেকে ক্রয় করতে পারবেন । তবে খেয়াল রাখতে হবে যে ওয়েবসাইট থেকে কিনবেন সে ওয়েবসাইট যেন বিশ্বাসযোগ্য হয় । এখন কথা হল আপনি স্মার্টফোনটিকে ঠিক কিভাবে সচেতন ভাবে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন । এজন্য আমাদেরকে অবশ্যই খুঁজে বের করে নিতে হবে ইনফিনিক্স এর অফিশিয়াল ওয়েবসাইট । সেখানে আমরা ইনফিনিক্স কোম্পানিটির সকল মডেল পেয়ে 
যাব । Infinix Hot 10 মডেলটিকে আমরা ঘরে বসেই অনলাইন থেকে অর্ডার করে নিতে পারব । মডেলটির ছবি দেখে এবং স্মার্টফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানার পর অনলাইন থেকে অর্ডার করার সুযোগ থাকছে । স্মার্টফোনটি ক্রয় করার জন্য আপনাকে এখন আর মার্কেটপ্লেসে যেতে হবে না । আপনি ঘরে বসেই স্মার্টফোন থেকে হাতের কাছে পেয়ে যাবেন অনলাইন অর্ডারের মাধ্যমে । 

বাংলাদেশে মোবাইলটির মূল্য 


বিভিন্ন দেশের পাশাপাশি ইনফিনিক্স এর নতুন এই মডেলটিকে বাংলাদেশের বাজারেও অফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে । ইনফিনিক্স হট সিরিজের মধ্য দিয়ে কোম্পানিটি তাদের গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে খুবই স্বল্পমূল্যের ভিতরে এক আভিজাত্য প্রযুক্তি । আর সেই প্রযুক্তিগুলো আমরা খুব সহজেই হাতে ব্যবহার করতে পারছি । Infinix Hot 10 সেগুলোর মধ্যে একটি অন্যতম এবং জনপ্রিয় মডেল । 4/128 জিবি ভেরি ভেরি স্মার্ট ফোনটির অফিশিয়াল মূল্য ৳ 12,990 টাকা । পারফরমেন্সের তুলনায় স্মার্টফোনের মূল্য কিন্তু বেশি নয় । এমন পারফরমেন্সে একটি স্মার্টফোন আমরা হাতে পেয়ে যাব তাও আবার স্বল্প খরচে , বিষয়টি অনেকটাই অবাক করার মত । কম খরচে একটি ভালো মানের স্মার্টফোন ব্যবহার করার তীব্র আগ্রহ যাদের রয়েছে ইতিমধ্যে তারা কিন্তু অনেকেই এই স্মার্টফোনটি মার্কেটপ্লেস থেকে সংগ্রহ করে নিয়েছে এবং তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি সম্পর্কে ইতিবাচক তথ্য পাওয়া যায় । আপনিও যদি স্বল্পমূল্যের ভিতরে একটি ভালো স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে এই ডিভাইসটি আপনার জন্য মার্কেটের সেরা হতে পারে ।


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন