বর্তমান সময়ের অন্যতম একটি ব্র্যান্ড রিয়েলমি । রিয়েলমি কোম্পানির বেশকিছু ভালো মানের স্মার্টফোন ইতিমধ্যে মার্কেটে লঞ্চ করেছে । বিশ্বজুড়ে অনেক রিয়েলমি লাভার রয়েছে যারা কিনা কোম্পানিটির নতুন ভার্সন রিলিজের অপেক্ষায় থাকে । জনপ্রিয় চাহিদার কারণে ব্র্যান্ডগুলোকে নিত্য নতুন মডেল আপডেট করতে হয় । অনেক গ্রাহক রয়েছে যারা কিনা মানসম্মত একটি বডি ডিজাইনের স্মার্টফোন ব্যবহার করতে চায় । তাদের কথা মাথা রেখেই কিন্তু রিয়েলমি অত্যাধুনিক নিত্যনতুন বডি ডিজাইনের স্মার্টফোন আপডেট করেছে । তারই প্রেক্ষিতে জুন, 2021 মার্কেটে রিলিজ করা হয় Realme C25 S মডেল । কোম্পানির দেওয়া স্পেসিফিকেশন দেখে আমরা এটা বলতে পারি যে এই স্মার্টফোনটিকে খুবই ভালো মানের একটি বডি ডিজাইন দেওয়া হয়েছে এবং যেটি কিনা অনেক শক্তিশালী । চোখ জুড়ানো একটি লুক দেওয়া হয়েছে মোবাইলটিতে । মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে চোখ রাখার অনুরোধ রইলো রিভিউতে ।
কত পিক্সেলের ক্যামেরা রয়েছে?
বর্তমানে মোবাইল দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায় খুব সহজেই । আর তাই আমরা সবার আগে দৃষ্টি আকর্ষণ করি মোবাইলের ক্যামেরা কত পিক্সেল ব্যবহার করা হয়েছে এবং কতটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই মডেলটির ক্যামেরার প্রতি দৃষ্টি আকর্ষণ করলে দেখা যায় মোবাইলটিতে ট্রিপল 48+2+2 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা রয়েছে । সেলফি তোলার সুবিধার জন্য মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেল । মোবাইল দিয়ে 720 × 1600 পিক্সেলে ভিডিও দেখা এবং ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাক ক্যামেরা সাথে থাকছে ফ্লাসলাইট । ক্যামেরা কালেকশনের জন্য এই স্মার্টফোনটি মোটামুটি ভালো মানের বলা যায় কিন্তু মিড রেঞ্জের মধ্যে থাকায় আল্ট্রা ওয়াইড সেন্সরে 2 মেগাপিক্সেল এর জায়গায় 8 মেগাপিক্সেল দিলে আরো ভালো হতো বলে আমার কাছে মনে হয়েছে । মেন ক্যামেরা 48 মেগাপিক্সেলের ব্যবহার করা হয়েছে যেটি প্রপার লাইটিংয়ে খুব ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম এবং শার্পনেস ধরে রেখে পিকচারকে ফুটিয়ে তুলতে পারবে । সবমিলিয়ে ক্যামেরা পারফরম্যান্সের কথা বলতে গেলে ইনডোরে অনেকটা ভালো পারফরমেন্স চোখে পড়বে এবং সানলাইটে এর পারফরর্মেন্স মোটামুটি বলা যায় । তবে ভিডিও কোয়ালিটি এভারেজ পর্যায়ে থাকবে বলে ধারণা করা যায় ।
মোবাইলটির বডি ডিজাইন
মোবাইলটির দৈর্ঘ্যে 164.5 মিমি এবং প্রস্থ 75.9 মিমি । মোবাইলটির ফুল বডির ওজন 209 গ্রাম । ওজনে হালকা হওয়ায় মোবাইলটিকে হাতে এবং পকেটে অথবা যেকোন স্থানে বহন করা যাবে সহজেই । মোবাইলটি পাওয়া যাবে নীল এবং জল ধূসর কালারে । মোবাইলটিতে গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক কভার ও প্লাস্টিক ফ্রেম দিয়ে বেঁধে দেওয়া হয়েছে । তবে স্মার্টফোনটির ডিজাইনের ক্ষেত্রে আমার পার্সোনালি কিছু বলার রয়েছে যেটি হল , রিয়েলমি কোম্পানি সি সিরিজের বেশ কিছু মডেল মার্কেটে রিলিজ করেছে । কিন্তু বডি ডিজাইনের ক্ষেত্রে সেগুলো প্রায় অনেকটা একই রকম । এই ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনা প্রয়োজন তা না হলে গ্রহণযোগ্যতা হারানোর অনেকটা আশঙ্কা রয়েছে । স্মার্টফোনটির যে বিষয়টি গ্রাহকদের কাছে ভালো লাগবে বলে আমি ধারণা করি সেটা হলো মূলত স্বল্প আঘাত মোকাবেলা করার মতো যথেষ্ট পরিমান এবিলিটি রয়েছে এর বডি ডিজাইনে ।
ডিসপ্লে সাইজ এবং এন্ড্রয়েড ভার্সন কত ?
Realme C25S মডেলটিতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে । আইপিএস এলসিডি টাইপের ডিসপ্লে রয়েছে । 270 পিপিআই ডেনসিটির পাশাপাশি অ্যাসপেক্ট রেটিওর পরিমাণ 20:9 । স্মার্টফোনটির ডিসপ্লের কথা যদি বলি তাহলে এখানে নতুনত্ব কিছু নেই । একই ডিসপ্লে আমরা কিন্তু Realme C25 মডেলটিতে দেখতে পেয়েছি । যেহেতু মডেলটি একটি আপডেট ভার্সন সেহেতু এখানে কিছুটা আপডেট রাখার প্রয়োজন ছিল । 14 হাজার অথবা 15 হাজার টাকা বাজেটে Full Hd + রেজুলেশনের ডিসপ্লে চালু করার ব্যবস্থা অত্যাবশ্যকীয় প্রয়োজন কোম্পানিটির । অন্যান্য কোম্পানির স্মার্টফোন গুলোতে আমরা কিন্তু সেইম বাজেটে ফুল এইচডি ডিসপ্লে দেখতে পেয়েছি । এমনিতে স্মার্টফোনটি ডিসপ্লে অনেকটা কালারফুল । ব্রাইটনেস এর পরিমাণও যথেষ্ট ভালো । অ্যান্ড্রয়েড 11 ভার্সনের সাথে অক্টা কোর প্রসেসর এর ব্যবহার মেনে নেওয়া যায় । মিডিয়াটেক হেলিও G85 চিপসেট এর ব্যবহার চলনসই ।
ব্যাটারি পারফরম্যান্স এবং সিকিউরিটি সুরক্ষা
স্মার্টফোনটি অন্য একটি আকর্ষণ হচ্ছে ব্যাটারি পাওয়ার । মোবাইলটিতে রয়েছে লিথিয়াম পলিমার 6000mAh হাই কোয়ালিটি ব্যাটারি পাওয়ার । 18W দ্রুত চার্জিং ব্যবস্থা রয়েছে । এই বিষয়টি আমার কাছে অনেকটা ভালো লেগেছে তার কারণ হলো ছয় হাজার এম্পিয়ার ব্যাটারি থেকে 18 ওয়াট চার্জার এর মাধ্যমে খুব দ্রুত চার্জ করে নেওয়া যাবে । আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে সে ক্ষেত্রে কোন টেনশন নেই কারণ হাই কোয়ালিটির ব্যাটারির মাধ্যমে আপনি ইজিলি দেড় দিন ব্যবহার করতে পারবেন মডেলটিকে । দীর্ঘক্ষন ব্যবহার করার জন্য যারা স্মার্টফোনের তাগিদে রয়েছেন তাদের জন্য এটি একটি অনন্য অন্যতম স্মার্টফোন । মোবাইলটির সুরক্ষার জন্য মোবাইলটিতে সিকিউরিটি হিসেবে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর ব্যবস্থা রাখা হয়েছে । যা নির্ভুলভাবে শনাক্ত করতে কার্যকারী ।
মোবাইলটিকে অনলাইনে ক্রয় করতে পারা যাবে কিনা?
ডিজিটাল মার্কেটিং এর উন্নয়নের কারণে বর্তমানে প্রায় যেকোনো জিনিস অনলাইন থেকে ক্রয় করা যায় । আপনি চাইলে এই ফোনটিকে অনলাইন থেকে ক্রয় করতে পারবেন । তবে লক্ষ রাখবেন আপনি যে ওয়েবসাইট থেকে ফোনটি কিনতে চাচ্ছেন সে ওয়েবসাইটটি যেন বিশ্বাসযোগ্য হয় । আমরা আমাদের আশেপাশে বিভিন্ন সময় দেখতে পেয়েছি স্মার্টফোন অর্ডারের মাধ্যমে অনেকেই ধোকা খেয়েছে । তবে সব ওয়েবসাইট যে এমনটা করে এটা কিন্তু নয় । রিয়েলমি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এছাড়াও বিভিন্ন শপ রয়েছে যেখান থেকে আপনি ঘরে বসেই আপনার মডেলটিকে নিয়ে নিতে পারবেন হাতের
মুঠোয় । যদি আপনি অনলাইনে এর মাধ্যমে অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনাকে ডেলিভারি ফি বাবদ কিছু বাড়তি খরচ করতে হবে । বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে কিন্তু স্মার্টফোনের সঠিক দাম দেওয়া থাকে না তো সে ক্ষেত্রে আপনাকে স্মার্টফোনটির সঠিক বা অফিশিয়াল প্রাইস জেনে নিতে হবে ।
স্টোরেজ /রেম / রোম
স্মার্টফোনে ফাস্টেস্ট গতি উপভোগ করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন অভ্যন্তরীণ স্টোরেজ । এই বিষয়টি অনেকেই জানি আবার অনেকেই জানিনা । Realme C25S মডেলটিতে 4 জিবি রেম এর সাথে 128 জিবি রোম উপভোগ করা যাবে এছাড়াও micro-sdxc কার্ড স্লট থাকছে যেটির মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুবিধা পাওয়া যাবে । স্টোরেজের বিষয়ে আমার পাশাপাশি গ্রাহকদের তেমন কোন মতবাদ প্রকাশ করার সিচুয়েশন নেই । তার কারণ হলো এই বাজেটের অন্যান্য মডেল গুলো ঠিক সেম একই অফার করে থাকে যেগুলো আমরা এখানে দেখতে পেয়েছি । এখানে বাড়তি একটি সুবিধা রয়েছে সেটি হল আপনি ওটিজি ক্যাবল ব্যবহার করে রেম বাড়িয়ে নিতে পারবেন । এই বিষয়টি অনেকেরই সুবিধায় আসবে । মেমোরি পারফরম্যান্সের ক্ষেত্রে এই স্মার্টফোনটি তুলনামূলকভাবে ভালো বলা যায় । আর এটাও আশা করা যায় এই বিষয়টি গ্রাহকদের অনেক ভালো লাগবে ।
নেটওয়ার্ক
মোবাইলটি দিয়ে ব্যবহার করা যাবে উন্নত মানের নেটওয়ার্ক । ন্যানো সিম এর পাশাপাশি ব্যবহার করা যাবে ডুয়েল সিম । যা দিয়ে অনায়াসে ফোরজির মতো উন্নত মানের ইন্টারনেট চালানো যাবে । তারবিহীন নেটওয়ার্কগুলো চালানো যাবে ফুল স্পিডে । স্মার্টফোনটির মাধ্যমে সর্বোচ্চ ফোরজি নেটওয়ার্ক স্পিড পাওয়া যাবে । যে বিষয়টি আমরা আগেই বলেছি তারবিহীন নেটওয়ার্কগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারবো । ওয়াইফাই , হটস্পট , ব্লুটুথ ছাড়াও অন্যান্য নেটওয়ার্কগুলো উপভোগ করা যাবে । ওটিজি ক্যাবল এবং ইউএসবি ক্যাবল ব্যবহারে থাকছে দারুন সুযোগ । ন্যানো সিম কার্ড এর পাশাপাশি ডুয়েল সিম কার্ড ব্যবহার করা যাবে । আমাদের অনেকেরই 2টি সিম ব্যবহারের প্রয়োজন পড়ে যায় সে ক্ষেত্রে কিন্তু আমরা দুটি সিম ব্যবহার করতে পারব এই স্মার্টফোনটিতে । দ্রুত নেটওয়ার্ক স্পিড ব্যবহার করার জন্য এবং ইন্টার্নেট ব্রাউজিং করার জন্য মডেলটি আমার কাছে পারফেক্ট বলেই মনে হয়েছে ।
মোবাইলটির বাংলাদেশি মূল্য
উপরের আলোচনায় আমরা হয়তো কেউ কেউ আভাস পেয়েছে এই স্মার্টফোনটির মূল্যও 14 হাজার থেকে 20 হাজার টাকার মধ্যেই রয়েছে । স্মার্টফোনটিকে দুইটি ভেরিয়েন্ট মার্কেটে লঞ্চ করা হয়েছে । 4 / 64 ভেরিয়েন্টে যে মডেলটি রয়েছে সেটির মূল্য 14,500 টাকা । অপরদিকে 4 / 128 যে ভেরিয়েন্ট রয়েছে সেটি ব্যবহার করার জন্য আপনাকে গুনতে হবে 15,500 টাকা । এখন একটি প্রশ্ন কিন্তু থেকেই গেল ? দুইটি কোয়ালিটির মধ্যে কোন কোয়ালিটি গ্রাহকদের জন্য বেশি ভালো হতে
পারে ? আমার কাছে মনে হয়েছে পরবর্তী কোয়ালিটির মডেলটি গ্রাহকদের জন্য বেশি ভালো হবে তার কারণ হলো সামান্য কিছু টাকার পার্থক্যে আপনি ব্যবহার করতে পারবেন 128 জিবি রোম । তবে অনেকে রয়েছে যাদের বেশি স্টোরেজের প্রয়োজন হয় না তারা প্রথম কোয়ালিটি ব্যবহার করতে পারেন । আপনি আপনার সুবিধামতো ভেরিয়েন্ট পছন্দ করে ব্যবহার করতে পারেন ।
গেমিং পারফরম্যান্স
স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও G85 ব্যবহার করা হয়েছে এখন আমরা অনেকেই হয়তো বুঝে গেছি যে এই স্মার্টফোনের মাধ্যমে অনলাইন গেমিং পারফরম্যান্স কেমন পাওয়া যাবে । একশন মোড এর পাশাপাশি বিভিন্ন সময়ে লেক করার ঝুঁকি অনেকাংশে কম । এছাড়াও থাকছে দারুন মুভমেন্ট এর পাশাপাশি আল্ট্রা মোডের অনলাইন গ্রাফিক্স ডিজাইন । যেসকল স্মার্টফোনগুলোতে মিডিয়াটেক হেলিও ব্যবহার করা হয়েছে সেগুলোতে আমরা মোটামুটি ভালো মানের অনলাইন গেমিং পারফরম্যান্স দেখতে পেয়েছি । এখন এটাও আশা করা যায় এই স্মার্টফোনটির মাধ্যমে আমরা খুব ভালোভাবেই অনলাইন গেমগুলো খেলতে পারব । তবে দীর্ঘক্ষন গেম খেলার পর সামান্য আটকে যাওয়া চোখে পড়তে পারে । হাই পারফরম্যান্সের ব্যাটারি রয়েছে যার মাধ্যমে দীর্ঘক্ষন গেম খেলা যাবে অনায়াসে । গেম খেলার জন্য আমরা রিয়েলমি কোম্পানির এই মডেলেটিকে টার্গেট করতে পারি ।