রিয়েলমি C25 এর দাম | Realme c25 price in Bangladesh - ১৫,০০০ টাকার ভিতরে এই স্মার্টফোনটি আপনার জন্য মার্কেটের সেরা হতে পারে

অন্যান্য কোম্পানি গুলোর সাথে টক্কর দিয়ে মার্কেটপ্লেসে একের পর এক নতুন মডেল যুক্ত করার মাধ্যমে রিয়েলমি এখন অনেক এগিয়ে । রিয়েলমি ব্র্যান্ড চাহিদার চাকা সচল রাখার জন্য উদ্ভাবন করছে একের পর এক মডেল । রিয়েলমি কোম্পানি গুলো খুবই স্বল্পমূল্যের ভিতরে ভালো মানের পারফরম্যান্স দিয়ে থাকে । ব্রান্ডটি নিত্য নতুন হাই কোয়ালিটির মোবাইল ফোন মার্কেটে রিলিজ করে থাকে যা মানে ভালো এবং দামে অনেকটা সাশ্রয়ী । 8 এপ্রিল 2021 মার্কেটে রিলিজ করা হয়  Realme c25 মডেল । রিয়েলমির দেওয়া তথ্য সূত্র থেকে জানা গেছে স্মার্টফোনের বডি ডিজাইন এবং অপারেটিং সিস্টেমে অন্যান্য মডেল গুলো থেকে এই ডিভাইসটিতে কিছুটা আপডেট আনা হয়েছে । ডিসপ্লে কোয়ালিটির পাশাপাশি পাওয়া যাবে মানসম্মত প্রসেসর । নির্ধারিত বাজার সিগমেন্টে স্মার্টফোনটিকে হাতের নাগালে পেয়ে যাবে রিয়েলমি লাভাররা । সম্পূর্ণ রিভিউতে মোবাইলটি সম্পর্কে আলোচনা করা হলো । 


Realme c25 price in Bangladesh


রেম এবং রোম


ফোন কিনার পূর্বে ফোনের রেম এবং রোম কতখানি আছে তা যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ । তার কারণ হলো আপনি ফোনটি কত স্পিডে চালাতে চান সেটা নির্ভর করবে আপনার রেমের উপর । যদি আপনার ফোনটিতে রেম কম ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনার ফোনটি স্লো কাজ করবে । এই ফোনটির স্টোরেজের দিকে লক্ষ্য করলে দেখা যায় ফোনটিতে 4 জিবি রেম এবং 64/128 জিবি রোম রয়েছে । যা দিয়ে একটি ফোনকে দ্রুত গতিতে চালানো সম্ভব । অতএব আমার মতে ফোনটি স্টোরেজের দিক দিয়ে পারফেক্ট । এই স্মার্টফোনটির মেমোরি পারফরম্যান্স দুইটি ভেরিয়েন্টের মাধ্যমে মার্কেটে লঞ্চ হয়েছে । দেশীয় মার্কেটপ্লেসগুলো সহ আন্তর্জাতিক মার্কেটপ্লেসগুলোতে এই মডেলটির মেমোরি পারফরম্যান্স দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে ।


নেটওয়ার্ক কানেকশন 


মোবাইলটি দিয়ে ন্যানো সিমের পাশাপাশি ব্যবহার করা যাবে ডুয়েল সিম কার্ড । থ্রিজি নেটওয়ার্কের পাশাপাশি ব্যবহার করা যাবে উন্নত মানের হাই কোয়ালিটির নেটওয়ার্ক ফোরজি । অনেক সময় উন্নতমানের মোবাইল ফোন দিয়েও ভালো নেট কানেকশন পাওয়া যায় না । ফলে একটা ভোগান্তির সৃষ্টি হয়। কিন্তু এই মোবাইলটি দিয়ে উপভোগ করা যাবে উন্নত মানের নেটওয়ার্ক দেশের সবখানেই । শুধু তাই নয় মোবাইলটি দিয়ে ওয়্যারলেস নেটওয়ার্ক গুলো যেমন ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট এগুলো ব্যবহার করা যাবে ফুল স্পিডে । স্মার্টফোনটিকে ডুয়েল সিমকার্ড নেটওয়ার্কের আওতায় রাখার কারণে দুইটি সিমে একত্রে ফোরজি ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে । অনলাইন ব্যবহারের জন্য পাওয়া যাবে ফুলস্পিডের ডাটা কালেকশন । কেবলমাত্র ডাটা কালেকশন নয় হ্যান্ডসেটটি দিয়ে ওয়াইফাই উপভোগ করার সুবিধা রয়েছে ফুলস্পিডে ।


মোবাইলটির বডি এবং কি কালারে পাওয়া যাবে? 


মোবাইলটির বডির দৈর্ঘ্য 164.5 মিমি এবং প্রস্থ 75.9 মিমি রয়েছে। ফুল বডির ওজন 209 গ্রাম । মোবাইলটির ওজন কম হওয়ায় মোবাইলটি  নিয়ে চলাচল করতে অসুবিধা হবে না ।  ফোনটির গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ফ্রেম দিয়ে আবদ্ধ । মোবাইলটিকে মূলত জল নীল এবং জল ধূসর কালারে পাওয়া যাবে । ডিভাইসটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে স্মার্টফোনটির ব্যাক সাইটে পাওয়া যাবে পলিকার্বনের আবরণ ‌‌‌। পলিকার্বনের আবরণ থাকার কারণে স্মার্টফোনটিকে অনেকটা প্রিমিয়াম দেখাবে এবং হাতে ব্যবহার করার ক্ষেত্রে আরামদায়ক অনুভব করা যাবে । এছাড়াও এই স্মার্টফোনটির বডির ফিনিশিং অসাধারণ রয়েছে এবং এখানে দাগ লাগার সম্ভাবনা নেই । স্মার্টফোনটির বডিবিল্ডারের ঠিক নিচের দিকে রয়েছে হেডফোন জ্যাক , প্রাইমারি মাইক্রোফোন এবং লাউডস্পিকার । মিডিয়াম বাজেটের মধ্যে এই মোবাইলটিতে ব্যবহার করা বডি ডিজাইন অথবা বডি ডেকোরেশন অন্যান্য মডেলগুলোতে খুব কম নজরে আসে ।


ডিসপ্লে সাইজ এবং এন্ড্রয়েড ভার্সন 


মোবাইলের ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি । ফোনটিতে আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন রয়েছে । 270 পিপিআই ডেনসিটি ব্যবহার করা হয়েছে । মোবাইলটির রিফ্রেশ রেট 60 Hz। নিটস ব্রাইটনেস 480 । অনেক সময় আমাদের হাত থেকে পিছলে গিয়ে মোবাইল ফোন গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে । এই ফোনটির ডিসপ্লে প্রটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে । যা আপনার ফোনটির ডিসপ্লেকে আঘাত থেকে রক্ষা করবে । মোবাইলটিতে এন্ড্রয়েড ভার্সন 11 ব্যবহার করা হয়েছে । স্মার্টফোনটির প্রসেসরে থাকছে অক্টাকোর , মিডিয়াটেক হেলিও G70 মডেলের চিপসেট এবং মালি G52 মডেলের গেমিং গ্রাফিক্স রয়েছে । ডিভাইসটিতে এইচডি রেজুলেশন থাকছে 720×1600 পিক্সেল । যে বিষয়টি না বললেই নয় ডিসপ্লে ফিচারে পাওয়া যাবে মাল্টিটাচ । ব্রাইটনেস এর পরিমাণ স্বল্প আলোতে ভালো পাওয়া গেলেও আউটডোরে কিছুটা হলেও অসুবিধা হতে পারে ।


সিকিউরিটি প্রটেকশন  


আপনার ফোনটিকে অন্যজনের কাছ থেকে সুরক্ষা করার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সিকিউরিটি প্রটেকশন । ফোনটির ব্যাক মাউন্টেডে ব্যবহার করা হয়েছে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । সাথেতো ফেইস আনলকিং সিস্টেম থাকছেই । যার কার্যকারিতা নির্ভুল এবং সঠিক । এই সকল সিকিউরিটি সুবিধার পাশাপাশি রয়েছে হাইটিং অ্যাপ্লিকেশন এবং লকিং সিস্টেম । অপটিমাইজেশন এর মত উন্নতশীল সিকিউরিটি পদক্ষেপ রয়েছে । স্মার্টফোনটির সিকিউরিটি সুরক্ষা নিরাপত্তার জন্য মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর অবদান অনেকটাই অতুলনীয় । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর কার্যকরী ক্ষমতা অনেক ফাস্ট এবং দ্রুত সম্পন্ন । নির্ভুল এবং অদ্বিতীয় ভাবে সনাক্ত করার জন্য এই স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট এর অবদান রয়েছে । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর পাশাপাশি এই স্মার্টফোনটির রয়েছে কম্পাস , প্রক্সিমিটি এবং এক্সিলেরোমিটার এর মতো দ্রুত সম্পন্ন কার্যকারী ক্ষমতা বিশিষ্ট সিকিউরিটি পদক্ষেপ ।


ক্যামেরা 


 ফোনটি দিয়ে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য ব্যাক ক্যামেরায় 13+2+2 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে এবং সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে । ব্যাক ক্যামেরার নিচে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট । ফোনটি দিয়ে 1080 পিক্সেলে এইচডি ভিডিও দেখা এবং রেকডিং করা যাবে । রিয়েলমি কোম্পানিগুলো ক্যামেরা পারফরম্যান্সের জন্য তাদের ব্র্যান্ডটিকে মিডিয়াম পারফরমেন্সের স্মার্টফোন গুলোর মধ্যে তালিকার শীর্ষে বলে দাবি জানিয়েছে । তাদের ধারণাটি কতটা যুক্তিসঙ্গত এটা আমরা সহজেই দেখতে পারবো এই স্মার্টফোনটির ক্যামেরা পারফরমেন্সের উপর
 তাকালেই । স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা ক্যাটাগরিতে রাখা হয়েছে 3 আইটেম এর আলাদা ক্যামেরা সেন্সর । প্রাইমারি ক্যামেরা সেন্সর গুলো দিয়ে বিভিন্ন মোডে বিভিন্ন আকর্ষণীয় ইমেজ অথবা ছবি ক্যাপচার করা যাবে । সামনে অবস্থান করা ফ্রন্ট ক্যামেরা দিয়ে পাওয়া যাবে এইচডিআর এবং পানোরামা এর মতো ফিচার । ‌‌

 ব্যাটারি


 মোবাইলটিতে 6000mAh পাওয়ারের ব্যাটারি রয়েছে ।  ফোনটি 18W দ্রুত চার্জ হবে । মোবাইলটির ব্যাটারি টাইপ লিথিয়াম পলিমার । হাই কোয়ালিটির ব্যাটারি পাওয়ার ব্যবহার করায় এটি সবার দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা যায় । মিডিয়াম প্রাইস এর মধ্যে থাকা অন্যান্য স্মার্টফোন গুলোর মধ্যে এই ডিভাইসটির ব্যাটারি পাওয়ার অনেকটাই শক্তিশালী এবং ব্যাটারিতে রাখা হয়েছে আপডেট এবং নতুন ফিচার । স্মার্টফোনের চার্জার বক্সে থাকা চার্জারটি দিয়ে দ্রুত গতিতে চার্জ দেওয়া সম্ভব এই স্মার্টফোনটিকে । গ্রাহকদের কাছে এই ডিভাইসটির ব্যাটারি পারফরম্যান্স খুবই ভালো লাগবে বলে ধারণা করা হচ্ছে । সম্পূর্ণ চার্জে ফোনটিকে দীর্ঘক্ষন ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে । হাই কোয়ালিটির ব্যাটারি পারফরম্যান্স থাকার কারণে ফোন থেকে দ্রুতগতিতে চার্জ দেওয়া যাবে এবং অপরদিকে ব্যবহার করাও যাবে অনেক সময় ।


ফোনটির বাংলাদেশি মূল্য 


ফোনটিকে রিয়েলমি শোরুম ছাড়াও দেশের বিভিন্ন মার্কেটে পাওয়া যাচ্ছে । যার অফিশিয়াল মূল্য বাংলাদেশের ৳14,990 টাকা ।  ভারতসহ বাংলাদেশেও এই স্মার্টফোনটিকে অফিশিয়াল ভাবে পাওয়া যাবে । দেশের মার্কেট এই স্মার্টফোনটিকে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইভাবেই কিন্তু পাওয়া যাবে । মানুষের মধ্যে অথবা গ্রাহকদের মধ্যে অফিশিয়াল স্মার্টফোন ব্যবহার করার আগ্রহ বেশি লক্ষ্য করা যায় । অফিশিয়ালি স্মার্টফোন ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায় বলে গ্রাহকদের কাছে অফিশিয়ালি স্মার্টফোনটির প্রাধান্য বেশি । রিয়েলমি কোম্পানির শোরুম ছাড়াও দেশের মার্কেটপ্লেসগুলোর বেশিরভাগ জায়গায় এই ডিভাইসটিকে পাওয়া যাবে । রিয়েলমি কোম্পানির দেওয়া তথ্যসূত্র হতে জানা গেছে মিডিয়াম প্রাইস এর মধ্যে এই স্মার্টফোনটির পারফরম্যান্স এবং ফিচার অনেকটা উন্নত-সমৃদ্ধ পাওয়া যাবে । দারুন ডিসপ্লে আকর্ষণ , অভ্যন্তরীণ মেমরি স্টোরেজ , বডি ডিজাইন এবং ব্যাটারি পারফরমেন্সের জন্য এই স্মার্টফোনটি তুলনা হয় না ।


ফোনটিকে অনলাইন থেকে ক্রয় করা যাবে কি? 


বর্তমান সময়ে প্রয়োজনীয় সবকিছুই অনলাইন থেকে ক্রয় করা সম্ভব । এই ফোনটিকে অনলাইন থেকে ক্রয় করা যাবে । তবে অনলাইন থেকে ক্রয় করার ক্ষেত্রে মূল্যটা একটু বাড়তে পারে । অনলাইন থেকে স্মার্ট ফোন অর্ডার করা অথবা ক্রয় করা সাধারণ মানুষের জন্য অস্বাভাবিক কিছু নয় ‌‌। পৃথিবীতে অবস্থানরত প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে অনলাইন থেকে সেবা গ্রহণ করে যাচ্ছে কেউ বা অনলাইনে পণ্য বিক্রি করে আবার কেউ অনলাইন থেকে পণ্য ক্রয় করে । স্মার্টফোন কেনার জন্য অথবা খোঁজার জন্য মার্কেটে অবস্থান করতে হয় না । এই স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন অনলাইন থেকে দেখে স্মার্টফোনটি সম্পর্কে জেনে এবং স্মার্টফোনটির গুণগত মান যাচাই করে অর্ডার করার সুযোগ রয়েছে ‌‌‌‌। আর এই সুযোগকে কাজে লাগিয়ে গ্রাহকরা তাদের পছন্দের মডেল গুলোকে হাতের কাছে পেয়ে যাচ্ছে অনলাইনে অর্ডারের মাধ্যমে । এই স্মার্টফোনটি অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে অনলাইন থেকে রিয়েলমির অফিশিয়াল ওয়েবপেজ বের করতে হবে । অনলাইন থেকে পণ্য কেনার জন্য আপনাকে অবলম্বন করতে হবে সাবধানতা ।



গেমিং পারফরম্যান্স


বর্তমান সময়ের মার্কেটে রিলিজ হওয়া স্মার্টফোন গুলোর মধ্যে গ্রাহকদের একটি অন্যতম প্রশ্ন হচ্ছে এই স্মার্টফোনটি গেমিং পারফরম্যান্স কেমন দিবে ? গেমিং লাভারদের ভিতরে এই প্রশ্নটি ইতিমধ্যেই জেগে উঠেছে । অনলাইন গেম গুলোতে প্রায় প্রতিটা মানুষই আসক্ত ‌‌। আবার এদের মধ্যে অনেকেই অনলাইন গেম গুলোকে গেম প্লে করার জন্য রিয়েলমি কোম্পানির নতুন এই মডেলটিকে বেছে নিয়েছে । এই ডিভাইসটির দিয়ে অনলাইন গেমগুলোকে দারুন গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে খেলা যেতে পারে । গেমিং পারফরম্যান্সের জন্য এই মোবাইলটি অনেক ভাল পারফরম্যান্স দিয়ে থাকবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ । তবে ইউটিউবিং গেম প্লে এবং লাইভ স্ট্রিম করার জন্য এই স্মার্টফোনটি  ভাল পারফরম্যান্স দিতে পারবে না । কিন্তু অনলাইন গেমগুলোকে এই স্মার্টফোনটির সাহায্যে খেলা যাবে ফুলস্পিডে এবং দারুণ মুভমেন্টের সাথে ।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন