বাজারে A51 মডেলের স্মার্টফোন নিয়ে আসলো স্যামসাং

স্যামসাং এর ধারাবাহিকতায় দুর্দান্ত পারফরম্যান্স  নিয়ে বাজারে চলে আসলো স্যামসাং A51। স্যামসাং রীতিমতোই আপডেট করে যাচ্ছে তাদের মডেল। A51মডেলটি ও তাদের দখলে। উন্নত মানের এই মডেলটি বাজারে পাওয়া যাচ্ছে স্বল্পমূল্যে । মডেলটি স্যামসাং শোরুম ছাড়াও বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের নেটওয়ার্ক।

 

বাজারে A51 মডেলের স্মার্টফোন নিয়ে আসলো স্যামসাং


ফোনটিতে কত পিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে? 

মোবাইল ফোনটিতে ব্যাক ক্যামেরা 48 মেগাপিক্সেলএবং ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলে ব্যবহার করা হয়েছে।  এর সাথে ফোনটিতে ন্যানো ও ডুয়েল সিম ব্যবহার করা হয়েছে। 


কয় ধরনের রঙে পাওয়া যাবে ফোনটি? 


A51  মডেলের ফোনটি কালো সাদা নীল এবং গোলাপি রঙে পাওয়া যাবে । 



কত ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে? 


ফোনটির ডিসপ্লে  সাইজ 6.5 ইঞ্চি ।  ডিসপ্লে প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস ব্যবহৃত হয়েছে ।  বড় ডিসপ্লে যাদের  পছন্দ তাদের জন্য মডেলটি অত্যন্ত জনপ্রিয় । ফোনটি ওজনে 172 গ্রাম । মোবাইল ফোনটিতে সিপিইউ ব্যবহার করা হয়েছে 1.7GHz  Octa - Core । এছাড়াও ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেইসলক এর সুবিধা দেওয়া হয়েছে ।


ফোনটিতে কত Gb  RAM  এবং ROM ব্যবহৃত হয়েছে ?


মোবাইল ফোনটিতে 6 Gb RAM  এবং 128 Gb ROM ব্যবহার করা হয়েছে। মডেলটির ব্যাটারি পাওয়ার 4000 mAh। উন্নতমানের নেটওয়ার্ক 4G এর সাথে ব্যবহার করা যাবে দুর্দান্ত  স্পিডে WiFi ও Hotspot। ফোনটি দিয়ে ভিডিও রেকডিং করা যাবে  Full HD 1080 পিক্সেলএ।


অ্যান্ড্রয়েড কত ভার্সন ব্যবহার করা হয়েছে ফোনটিতে ? 


গুগোল রীতিমতোই  ভার্সন উদ্ভাবন করে যাচ্ছে।  আকর্ষণীয় ব্যাপার এই যে, মোবাইল ফোনটিতে অ্যান্ড্রয়েড টেন ভার্সন ব্যবহার করা হয়েছ। 


ফোনটি কখন মার্কেটে রিলিজ করা হয় এবং প্রাইস  কত ?


A51 মডেলের মোবাইল ফোনটি  রিলিজ হয়েছে ডিসেম্বর, 2019।মডেলটি লাস্ট আপডেট করা হয়েছে 
 ৮ই জুন ২০২১।মোবাইল ফোনটি অত্যন্ত সুলভমূল্যে
শোরুম ও মার্কেটে পাওয়া যাচ্ছে। অফিসিয়াল মোবাইল
ফোনটির প্রাইস মাত্র ২৭,৪৯৯ টাকা। আনঅফিসিয়াল মডেলটি পাচ্ছেন ২৪০০০ টাকায়।


ফোনটি দিয়ে কি অনলাইন গেম খেলা যাবে ?


ফোনটি দিয়ে ফ্রী ফায়ার ও পাবজির মত  অনলাইন গেমগুলো স্বাচ্ছ্যন্দভাবেই খেলা যাবে । কেননাফোনটিতে
6Gb  রেম ব্যবহার করা হয়েছে । গেম খেলার জন্য ফোনটি ভালো পারফরম্যান্স করবে বলে আমি আশাবাদী। যারা সুলভমূল্যে উন্নত মানের মোবাইল ফোন পেতে চান এই মডেলটি তাদের জন্য ফাটাফাটি 
পারফরম্যান্স নিয়ে আসবে বলে মনে করি।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন