পৃথিবীর অন্যতম খ্যাতিসম্পন্ন একটি স্মার্টফোন ব্রান্ড হলো স্যামসাং । প্রতিটি দেশেই রয়েছে এই কোম্পানিটির নাম দাম । স্যামসাংয়ের অন্যান্য সিরিজগুলোর মত এম সিরিজে আমরা বেশ কিছু আপডেট লক্ষ করতে পেরেছি । এম সিরিজ বলতে আমরা বুঝি খুবই অল্প বাজেটের মধ্যে ভালো স্পেসিফিকেশন অথবা ফিচার । আর এমনটা আমরা দেখতে পেয়ে যাই Samsung Galaxy M12 মডেলটিতে । স্যামসাং এর হাত ধরে মার্কেটে চলে আসলো নতুন অফিশিয়াল স্মার্টফোন Samsung Galaxy M12 । এম সিরিজের বেশকিছু স্মার্টফোন মার্কেট লঞ্চ করেছে স্যামসাং । আর সেগুলোর মধ্যে M12 আপডেট ভার্সন । কোম্পানির দেওয়ানি স্পেসিফিকেশনে আমরা দেখতে পেয়েছি খুবই ভালো মানের ফিচার । একনজরে আলোচনা করা যাক এই স্মার্টফোনটির স্পিসিফিকেশন নিয়ে । ফোনটিকে মার্কেটে রিলিজ করা হয় 18 মার্চ , 2021। ফোনটি সম্পর্কে জানতে হলে চোখ রাখুন সম্পূর্ণ রিভিউতে ।
এমন অনেক মডেল রয়েছে যে মডেলগুলোর ব্যাটারীতে সম্পূর্ণ ১ দিন চার্জ দিলে মোবাইলটিকে ১ দিন ব্যবহার করা যায় না এবং দেখা যায় ফোনটির ব্যাটারি কিছুদিন পরে ফুলে যায়। আবার দেখা যায় কিছুক্ষণ ব্যবহার করার পর মোবাইলে চার্জ ফুরিয়ে যায় এবং মোবাইলটি বন্ধ হয়ে যায়। কিন্ত, Samsung Galaxy M12 এই মোবাইলটির ব্যাটারি নিয়ে চিন্তা করার কোন প্রশ্ন আসে না। মোবাইলটিতে হাই কোয়ালিটি এবং শক্তিশালী ব্যাটারি যুক্ত করা হয়েছে। মোবাইলটিতে রয়েছে 6000mAh ব্যাটারি পাওয়ার। মোবাইলটি 15W ফাস্ট চার্জিং হবে। সম্পূর্ণ চার্জে মোবাইলটিকে 2 দিন ব্যবহার করা যাবে।
মোবাইলটিতে গ্লাস ফ্রন্ট এবং প্লাষ্টিক বডি ব্যবহার করা হয়েছে। মোবাইলটি দৈর্ঘ্য 164 মিমি এবং প্রস্থ 75.9 মিমি। মোবাইলটির ওজন 221 গ্রাম। মোবাইলটির ওজন কম হওয়ার কারণে মোবাইলটিকে হাতে বা পকেটে নিয়ে খুব স্বাভাবিকভাবে চলাচল করা যাবে। মোবাইলটিকে কালো, নীল, এবং সবুজ কালারে পাওয়া যাবে। এই মডেলটিতে এন্ড্রয়েড ভার্সন 11 ব্যবহার করা হয়েছে।
স্যামসাং কোম্পানির M12 মডেলটিতে 6.5 ইঞ্চি সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটি মূলত আইপিএস এলসিডি ওয়াটার ড্রপ নচ । এইচডি ডিসপ্লের পাশাপাশি 90 হার্জ রিফ্রেশ রেট তাও আবার স্বল্পমূল্যের ভিতরে স্যামসাং স্মার্টফোন বিষয়টি অবিশ্বাস্য মনে হতে পারে যে কারো কাছে । 81.9 অ্যাসপেক্ট রেটিও রেট এর সাথে 270 পিপিআই পাওয়া যাবে ডিসপ্লেতে । স্বল্পমূল্য থাকা সর্তেও স্মার্টফোনটির ডিসপ্লেতে খুব ভালো মানের ফিচার যুক্ত করা হয়েছে এটা কিন্তু বলা যায় । তাছাড়া এই স্মার্টফোনটির ডিসপ্লে অনেকটা কালারফুল । রিফ্রেশ রেট ভালো থাকার কারণে আমরা কিন্তু সানলাইটে খুব ভালো পরিমাণে ব্রাইটনেস খুজে পাব । সব মিলিয়ে এই স্মার্টফোনটির ডিসপ্লে ডেকারেশন আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে । আপনি চাইলে আলাদাভাবে ডিসপ্লে সুরক্ষার জন্য প্রটেকশন গ্লাস ব্যবহার করতে পারবেন । 720×1600 পিক্সেলের ডিসপ্লের রেজুলেশন রয়েছে ।
মোবাইলটিতে রয়েছে ভালো এবং উন্নত মানের সিকিউরিটি ব্যবস্থা। মোবাইলটিতে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট মাল্টিপল সেন্সর এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও ফেস আনলকিং সিস্টেম রয়েছে। যা নির্ভুলভাবে শনাক্তকারী কে সনাক্ত করতে সাহায্য করে।
মোবাইলটি দিয়ে খুব সহজেই উন্নতমানের নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। মোবাইলটি দিয়ে 3G নেটওয়ার্কের পাশাপাশি 4G নেটওয়ার্ক চালানো যাবে। মোবাইলটি দিয়ে ন্যানো সিম এর পাশাপাশি ব্যবহার করা যাবে ডুয়েল সিম। ওয়াইফাই এবং হটস্পট এর মত তারবিহীন নেটওয়ার্কগুলো চালানো যাবে ফুল স্পিডে।
মোবাইল থেকে ছবি তোলার জন্য ব্যাক ক্যামেরায় 48+5+2+2 পিক্সেলের ৪ টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যা দিয়ে সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা রয়েছে। যাদিয়ে 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করা যাবে । মোবাইল দিয়ে যেকোনো ভিডিও ফুল এইচডি দেখা যাবে 1080 পিক্সেলে।
Samsung Galaxy M12 মোবাইলটিতে 6 GBরেম এবং128 GB রোম রয়েছে। মোবাইলটিতে প্রসেসর রয়েছে Octa - Core 2.0 gHz।
অফিশিয়াল এই ফোনটি বাংলাদেশের যেকোনো স্থানে স্যামসাং শোরুমে পাওয়া যাচ্ছে। ফোনটির অফিশিয়াল প্রাইস ৳16,499 টাকা।
Tags:
স্যামসাং মোবাইল
Good news
উত্তরমুছুন