স্যামসাং ব্রান্ডের আকর্ষণীয় মডেল M30

 M30 মডেলটি স্যামসাং ব্রান্ডের আওতাভুক্ত। একের পর এক মডেল উদ্ভাবনের জন্য স্যামসাং অতুলনীয়। আকর্ষণীয় কিছু মডেলের মধ্যে M30 মডেলটি অন্যতম।উন্নত মানের ডিসপ্লে, কানেকটিভিটি, ক্যামেরা এবং  ইন্টারনাল এবং এক্সটারনাল স্টোরেজ থাকায় এক কথায় মডেলটি দুর্দান্ত পারফরম্যান্স দিবে। 


স্যামসাং ব্রান্ডের আকর্ষণীয় মডেল M30


কানেকটিভিটি 


মোবাইল ফোনটি দিয়ে 2G, 3G নেটওয়ার্ক এর পাশাপাশি 4G নেটওয়ার্ক উপভোগ করা যাবে। ন্যানো ও ডুয়েল সিম ব্যবহারের ব্যবস্থা রয়েছে। ব্লুটুথ, রেডিও, ওয়াইফাই, হটস্পট, জিপিএস এর মত তারবিহীন যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা যাবে। 


ডিসপ্লে 


স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ 6.4 ইঞ্চি।  ডিসপ্লে প্রটেকশন হিসেবে রয়েছে গ্লাস পেপার। এন্ড্রয়েড ভার্সন 8 ব্যবহার করা  হয়েছে। ফোনটিতে রয়েছে Octa- Core প্রসেসর  1.8 GHz। 

ক্যামেরা  


মোবাইল ফোনটি দিয়ে সুন্দর সুন্দর ছবি তোলার ব্যবস্থা রয়েছে। মোবাইলটির মূল আকর্ষণ ফোনের ব্যাক ক্যামেরা। তিনটি ( 13+5+5) মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে ব্যাক ক্যামেরায়। সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল। ট্রিপল ক্যামেরার পাশাপাশি এলইডি ফ্ল্যাশ লাইট এর ব্যবস্থা রয়েছে। ফুল এইচডি ভিডিও দেখা যাবে 1080 পিক্সেল।


ব্যাটারি 


মোবাইলটির ব্যাটারি ক্যাপাসিটি পাওয়ার 5000 mAH।মোবাইলটির ব্যাটারি 15W  দ্রুত চার্জ হবে। ফুল চার্জে ফোনটিকে 2 দিন ব্যবহার করা যাবে। উন্নতমানের ব্যাটারি থাকার কারণে ফোনটিকে দ্রুত চার্জ এবং বেশিক্ষণ ব্যবহার করা যাবে। 


 মেমোরি 


স্যামসাং গ্যালাক্সি M30 মডেলটিতে 4 ও 6 Gb RAM এবং 64 ও 128 Gb ROM রয়েছে।  বেশি স্টোরেজ থাকার কারণে ফোনটি দিয়ে যে কোন অ্যাপ ব্যবহার করা যাবে। হ্যাং অথবা লেক করবে না। মডেলটির মেমোরি পারফরম্যান্স খুবই ভালো। 


 সিকিউরিটি এবং রিলিজের সময়


 মডেলটিতে প্যাটার্ন ও পিন সিকিউরিটির পাশাপাশি মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর সুবিধা রাখা হয়েছে।
ফোনটি মার্কেটে রিলিজ করা হয় মার্চ, 20


ওজন এবং কালার

 

মোবাইলটির বডির ওজন ১৭৪ গ্রাম। স্বল্প ওজনের ফোনটিকে হাতে এবং পকেটে খুব সহজে রাখা যাবে।
তাছাড়া কোনটির সাথে রয়েছে প্লাস্টিক ব্যাক কভার যা ওজনে হালকা।ফোনটিকে মার্কেটে পাওয়া যাচ্ছে কালো এবং নীল রঙে।


গেমিং পারফরম্যান্স


ফোনটি দিয়ে সাধারণ গেমের পাশাপাশি  অনলাইন গেম গুলো খেলা যাবে। কেননা, ফোনটিতে রয়েছে অফুরন্ত স্টোরেজ। তবে 6/128 স্টোরেজের ফোনটি বেশি যোগ্য গেম খেলার জন্য। 


প্রাইস 


স্মার্টফোনটি শোরুম ছাড়াও বিভিন্ন মার্কেটে পাওয়া যাচ্ছে। ফোনটির অফিশিয়াল প্রাইস 23,990। সবমিলিয়ে মডেলটি উন্নতমানের এবং ভালো পারফরম্যান্স  করবে বলে আশা করা যায়। মডেলটি স্বল্পমূল্যের হওয়ায় অনায়াসে বাজেটের মধ্যে রাখা সম্ভব। 





1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন