বর্তমান ব্র্যান্ডগুলোর মধ্যে শাওমি একটি জনপ্রিয় ব্র্যান্ড। মার্কেটে তাদের মডেলগুলোর জনপ্রিয়তা একটু বেশি। যার কারনে তাদেরকে নিত্যনতুন মডেল আপডেট করতে হয়। সেপ্টেম্বর , 2020 শাওমি একটি নতুন মডেল মার্কেটে লঞ্চ করে। মডেলটি হলো Xiaomi poco X3।
কত পিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে?
ফোনটি দিয়ে সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় 20 মেগাপিক্সেল এবং ছবি তোলার জন্য ব্যাক ক্যামেরায় রয়েছে কোয়াড 64+13+2+2 পিক্সেলের 4 টি ক্যামেরা।
ভিডিও রেকডিং করা যাবে Ultra HD 2160 পিক্সেলে।
ডুয়েল LED ফ্লাশ লাইট যুক্ত করা হয়েছে।
ব্যাটারি পারফরমেন্স কেমন?
মোবাইলটিতে 5160 mAh পাওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটি 33W দ্রুত চার্জ হবে। মাত্র 65 মিনিটে মোবাইলটি 100% চার্জ হয়ে যাবে। ফুল চার্জে ফোনটিকে নিঃসন্দেহে 2 দিন ব্যবহার করা যাবে।
ফোনের ডিসপ্লে সাইজ এবং এন্ড্রয়েড ভার্সন কত?
মোবাইল ফোনের ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চি। মোবাইলটির ডিসপ্লে প্রটেকশন হিসেবে গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক কভার। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 ব্যবহার করা হয়েছে। মডেলটিতে প্রসেসর দেওয়া হয়েছে Octa- Core 2.3 GHz। গ্রাফিক্স প্রসেসিং ইউনিট Andreno 618।
কানেক্টিভিটি ও Wireless নেটওয়ার্ক ?
মোবাইলটি দিয়ে 4G মতো উন্নত মানের নেটওয়ার্ক উপভোগ করা যাবে। ডুয়েল সিমকার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট এর মতো তারবিহীন নেটওয়ার্ক চালানো যাবে ফুল স্পিডে।
সিকিউরিটি এবং ব্রাউজিং
ফোনটিতে উন্নত মানের সিকিউরিটি সিস্টেম রাখা হয়েছে। মোবাইল রক্ষার সুবিধার্থে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর সাথে থাকছে ফেস আনলকিং এর সুবিধা। ব্রাউজিং সিস্টেমের জন্য রাখা হয়েছে HTML 5।
RAM এবং ROM
মোবাইলটিতে ইন্টারনাল স্টোরেজ 64 এবং 128 GB এক্সটার্নাল স্টোরেজ 6 GB রয়েছে। অসাধারণ স্টোরেজ থাকায় ফোনটিকে দ্রুতগতিতে ব্যবহার করা যাবে। যে কোন অ্যাপস অথবা সফটওয়্যার ডাউনলোড করার জন্য ফোনটি সফল ভূমিকা পালন করবে। অনলাইন গেম গুলো খেলা যাবে স্বাচ্ছন্দ্যে।স্টোরেজ বেশি থাকার কারণে HD মুভি, প্রয়োজনীয় ছবি, এবং গুরুত্বপূর্ণ ফাইল মোবাইলে রাখা যাবে।
মোবাইলটির ওজন এবং কালার
মডেলটির বডির ওজন 215 গ্রাম। মোবাইলটির ওজন কম হওয়ার কারণে মোবাইলটি পকেটে এবং হাতে যেখানে খুশি সেখানে রাখতে সুবিধা হবে। মোবাইলটি পাওয়া যাচ্ছে নীল এবং ছায়া ধূসর কালারে।
মোবালটির প্রাইস
উন্নত মানের মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে মার্কেটে এখন সুলভ মূল্যে। ফোনটিকে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ২ রুপেই পাওয়া যাচ্ছে।
- অফিসিয়াল 6/ 64 GB 25,999 এবং6/128 Gb 27,999 টাকা।
- অপরদিকে আনঅফিসিয়াল 6/64 GB 21,500 এবং 6/128 GB 23,000 টাকা।