রিয়েলমি নারজো ৩০ বাংলাদেশ প্রাইজ | Realme Narzo 30 5G - মডেলটিতে আকর্ষণীয় কি পাওয়া যাবে ?

রিয়েলমি কোম্পানিটি Narzo সিরিজের মাধ্যমে তাদের গ্রাহকদের হাতে হাতে পৌঁছে দিচ্ছে নিত্যনতুন প্রযুক্তির ছোঁয়া । আলাদা এবং ডিফারেন্ট কিছু ফিচারের আভাস পাওয়া যায় Narzo সিরিজগুলোতে । রিয়েলমি ব্র্যান্ডটি Narzo সিরিজ গুলোর মধ্য দিয়ে একাধিক ডিভাইস মার্কেটে রিলিজ করেছে । Realme Narzo 30 মডেলটি তার একটি অন্যতম প্রমাণ স্বরূপ । খুবই স্বল্প মূল্যের এই মডেলটি পারফরমেন্সে অনেকটাই ভালো বলা যায় । এই মোবাইলটিতে আমরা পেয়ে যাব 5 জি নেটওয়ার্ক কানেকশন । তার পরেও আমাদের মনে কিছু প্রশ্ন থেকেই যায় । এই মোবাইলটি দিয়ে ভালো মানের গ্রাফিক্সের সাথে গেম খেলা যাবে কিনা ? মডেলটিকে কি ফাস্টেস্ট স্পিডে ব্যবহার করা যাবে ? মেমোরি পারফরমেন্সের জন্য এই স্মার্টফোনটি কতটা পারফেক্ট ? ব্যাটারি পাওয়ার কেমন ব্যবহার করা হয়েছে ? বিস্তারিত আলোচনা করা হলো ।


Realme Narzo 30 5G - মডেলটিতে আকর্ষণীয় কি পাওয়া যাবে ?


ব্যাটারি পারফরমেন্স এবং সিকিউরিটি


রিয়েলমি তার মডেলগুলোতে সচরাচর ভালো মানের ব্যাটারি পাওয়ার ব্যবহার করে থাকে । ব্যাটারি পারফরমেন্সের দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে non-removable লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে । ব্যাটারি ক্যাপাসিটিতে থাকছে 5000mAh মোটামুটি মিডিয়াম কোয়ালিটির পাওয়ার । মোবাইলটির সাথে যে চার্জার পাওয়া যাবে সেটি দিয়ে 30 ওয়াট দ্রুতগতিতে চার্জ হবে । তারবিহীন চার্জিং সিস্টেম এর কোন তথ্য পাওয়া যায়নি । ব্যাটারি ফুল চার্জ হতে 65 মিনিট সময় লাগবে । 15 ওয়াট দ্রুতগতিতে মোবাইলটি থেকে পাওয়ার ডেলিভারি করা যাবে । স্মার্টফোন অথবা ডিভাইসগুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করার কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল কিছুই ডিভাইসটিতে সংগ্রহ করে রাখি । যেখানে মোবাইলগুলোকে আমাদের পার্সোনাল ভাবে ব্যবহার করা হয় সেহেতু এখানে প্রাইভেসির একটা ব্যাপার রয়েছে । যার কারণে তথ্যগুলোকে সুরক্ষা রাখার জন্য সিকিউরিটি সিস্টেম রাখা হয়েছে । আমাদের মধ্যে প্রায় অনেকেই আমাদের মোবাইল ফোন গুলোকে সুরক্ষা রাখার জন্য সিকিউরিটি ব্যবস্থা প্রয়োগ করে থাকি । এই মডেলটির সাইড মাউন্টেডে সেট করা হয়েছে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দ্রুত গতিতে কাজ করতে সক্ষম । প্রক্সিমিটি , কম্পাস , এক্সিলারোমিটার , প্যাটার্ন , গায়রো ছাড়াও আরো অনেক সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয়েছে এই মডেলটিতে । যাদের কার্যকারী দক্ষতা নির্ভুল এবং সঠিক ।


ডিসপ্লে টাইপ এবং অপারেটিং প্ল্যাটফর্ম


স্মার্টফোনটির ডিসপ্লে কোয়ালিটি এবং অপারেটিং সিস্টেমের ব্যবহার আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকটাই ভালো লেগেছে । আইপিএস ক্যাপাসিটিভ টাইপের এলসিডি প্যানেল রয়েছে । 90 হার্জের টাচস্ক্রিন পাওয়া যাবে । ফুল এইচডি রেজুলেশন 1080×2400 পিক্সেল এর পাশাপাশি রয়েছে 405 পিপিআই ডিসপ্লের ঘনত্ব ।  6.5 ইঞ্চি সাইজের ডিসপ্লেতে থাকছে 83.9% স্ক্রীন টু বডির রেটিও রেট । অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর উপস্থিতি দেখা যায় । মিডিয়াটেক চিপসেটের সাথে প্রসেসরে দেখা যাবে অক্টাকোর এর ব্যবহার । গেমিং গ্রাফিক্স এর জন্য জিপিইউতে থাকছে Mali-G57 MC2 । সিপিইউতে রয়েছে অক্টাকোর মডেল Octa-Core ( 2×2.2 GHz cortex-A76 & 6×2.0 GHz cortex-A55 ) । আমরা প্রায় সকলেই octa-core মডেলের সাথে সুপরিচিত কেননা ভালো পারফরর্মেন্স এর মোবাইল গুলোতে অক্টাকোর মডেলের প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে । ফুল এইচডি ডিসপ্লে রেজুলেশনের উপস্থিতি রয়েছে যার ফলে যেকোন ভিডিও ফুল এইচডি মুডে রেকর্ডিং এর পাশাপাশি দেখা যাবে । 



প্রাইমারি এবং সেলফি ক্যামেরা সেটআপ


আন্ডার ডিসপ্লেতে দেওয়া হয়েছে ত্রিপল রেয়ার ক্যামেরা লুক । প্রাইমারি ক্যামেরা ফাংশনে তিনটি ক্যামেরা পারফরম্যান্স চোখে পড়ার মতো । ওয়াইড সেন্সরে রয়েছে 48 মেগাপিক্সেল যার সাথে পাওয়া যাবে পিডিএফ ফিচার ‌। ইমেজ সুস্পষ্ট এবং পরিষ্কার ফোকাস দেওয়ার জন্য ম্যাক্রো ক্যামেরায় রয়েছে 2 মেগাপিক্সেল , এছাড়াও ডেপ্ট সেন্সরে রয়েছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা । 2160 পিক্সেলে ইমেজ তোলা যাবে । সেলফি তোলার সুবিধার জন্য ফ্রন্ট ক্যামেরায় 16 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেট করা হয়েছে । এলইডি ফ্ল্যাশ লাইট এর সুবিধা খুব সহজেই পাওয়া যাবে প্রাইমারি ক্যামেরার সাথে । ডিজিটাল জুম , অটোফোকাস , এইচডিআর , পানোরামা ছাড়াও আরো অন্যান্য মোডে ছবি অথবা ইমেজ ক্লিক করা সম্ভব । যেকোন ভিডিও 1080 পিক্সেলে রেকর্ডিং এবং দেখা যাবে । ‌‌ 


বডি ডিজাইন ও লুক


আকর্ষণীয় লুক এবং চোখ ধাঁধানো ডিজাইনে মডেলটিকে আবদ্ধ করা হয়েছে । গ্লাস ফ্রন্টের সাথে সাথে ফুল বডিকে প্লাস্টিক ফ্রেমে বেঁধে দেওয়া হয়েছে । ওজনের মডেলটি 185 গ্রাম যা তুলনামূলকভাবে অনেকটাই হালকা মনে হবে । নীল এবং সিলভার ভিন্ন দুটি কালারে মোবাইলটিকে পাওয়া যাবে । বডির নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে । লাউড স্পিকার এর অবস্থান ডিসপ্লের নিচের দিকে হওয়ায় সাউন্ড সিস্টেম তুলনামূলকভাবে একটু বেশি । ভাইব্রেশন , mp3 , রিংটোনের মত এলার্ট টাইপ রয়েছে সাউন্ড কোয়ালিটিতে । ডান দিকে ভলিউম এবং পাওয়ার বাটন রয়েছে বামদিকে পাওয়া যাবে সিম কার্ড স্লট । মোবাইলটি আকারে 6.40 ইঞ্চি দৈর্ঘ্য , 2.94 ইঞ্চি প্রস্থ এবং 0.33 ইঞ্চি পুরুত্ব । বডি বিল্ডারে শক্তপোক্ত গ্লাস ব্যবহার করার কারণে বডি ডিজাইন অনেকটা টেকসই , যা হাত থেকে পড়ে গিয়েও সুরক্ষিত থাকবে বলে ধারণা করা যায় ।



মেমোরি অথবা স্টোরেজ 


স্মার্টফোন ডিভাইসগুলো হাতে নেওয়ার পরপর আমাদের মনে সর্বপ্রথম যে প্রশ্নটি জাগে সেটি হচ্ছে , এই ডিভাইসটিতে মেমোরি পারফরম্যান্স কেমন ব্যবহার করা হয়েছে ? রিয়েলমি কোম্পানির নারজো সিরিজের এই ডিভাইসটিকে যারা ক্রয় করতে ইচ্ছুক মেমোরি পারফরমেন্সের ধারণাটি জেনে নেওয়া তাদের জন্য জরুরী । বাজেটের সাথে সামঞ্জস্য রেখে মোবাইলটিতে দেওয়া হয়েছে মেমোরি পারফরম্যান্স । এই বাজেটের মধ্যে মেমোরি অথবা স্টোরেজ ঠিকঠাক ব্যবহার করা হয়েছে বলে মনে হয়েছে আমার কাছে । ইন্টার্নাল মেমোরিতে 6/8 জিবি রেম রয়েছে এর পাশাপাশি থাকছে 64/128 জিবি রোম । মেমোরি কার্ড স্লটে পাওয়া যাবে MicroSDXC এর সুবিধা । এছাড়াও আমরা ব্যবহার করা যাবে ওটিজি ক্যাবল । বিশাল পরিমাণের স্টোরেজ ব্যবহার করার কারণে এখানে প্রয়োজনীয় সব কিছুই সংগ্রহ করে রাখা যাবে । খুব সহজেই ফোনটি দিয়ে ফাস্টেস্ট স্পিড উপভোগ করা যাবে ।



নেটওয়ার্ক কানেকশন


স্মার্টফোন দিয়ে আমরা অনলাইন ভিত্তিক কাজের পাশাপাশি আরও বিভিন্ন রকম কাজ করে থাকি । যে কাজগুলো করার জন্য আমাদের ফাস্টেস্ট নেটওয়ার্ক স্পিড প্রয়োজন । যদি স্মার্টফোনগুলো দিয়ে আমরা ফাস্টেস্ট নেটওয়ার্ক উপভোগ করতে না পারি তাহলে আমাদেরকে লোডিং নামক বিরক্তিকর ঝামেলা পোহাতে হবে । রিয়েলমি সিরিজের এই নতুন মডেলটিতে সর্বোচ্চ ফাইভ জেনারেশন নেটওয়ার্ক স্পিড ব্যবহার করা যাবে ।মডেলটি দিয়ে nano-sim এর পাশাপাশি হাইব্রিড ডুয়েল সিম চালানো যাবে । এই ফোনটিতে থাকছে 4 জি নেটওয়ার্ক এর পাশাপাশি ফাইভ-জি নেটওয়ার্ক উপভোগ করার সুবিধা । ফোরজি নেটওয়ার্ক এর ভার্সনগুলো হল 1,3,5,8,38,40,41 । ফোরজি নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 42.2 এমবিপিএস স্পিড পাওয়া যাবে । 5.0 মডেলের ব্লুটুথ এর পাশাপাশি ইউএসবি type-c ক্যাবল এবং অন্যান্য তারবিহীন নেটওয়ার্কগুলো উপভোগ করা গেলেও চালানো যাবে না এনএফসি এবং এফএম রেডিও ।



গেমিং এর জন্য এ মডেলটি কেমন পারফরম্যান্স দিবে ?


রিয়েলমি কোম্পানির কিছু মডেল রয়েছে যেগুলোর মধ্যে আলাদা ভাবে ব্যবহার করা হয়েছে গেমিং প্রসেসর । অনলাইন ভিত্তিক গেমগুলোর মার্কেটপ্লেস অনেকটা বড় এবং জনপ্রিয় হওয়ার কারণে নরমাল ডিভাইস দিয়ে গেম প্লে করা দিন দিন মুশকিল হয়ে পড়ছে । আমরা যারা গেম খেলার জন্য এই মডেলটিকে পছন্দ করেছি ইতিমধ্যে তারা কিছুটা হলেও বুঝতে পেরেছি উন্নত এবং ভালো মানের গ্রাফিক্সের সাথে গেম প্লে করার জন্য এই মোবাইলটি যোগ্যতা রাখে । বড় মাপের ডিসপ্লে গেম খেলার জন্য পারফেক্ট যা এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে । অনলাইন গেম গুলোর মধ্যে প্রথম সারির গেমগুলো ফ্রী ফায়ার এবং পাবজি এই গেম গুলো স্মার্ট ফোন দিয়ে খেলা যাবে । ভালো মানের স্টোরেজ এর সাথে গেমিং এর জন্য আলাদা জিপিইউ রয়েছে । তাছাড়া তো আছেই গেমিং প্রসেসর । সব মিলিয়ে এ মডেলটি গেম খেলার জন্য যোগ্য বলে মনে হয়েছে । পরিশেষে বলা যায় ভালো মানের গ্রাফিক্সের সাথেই স্বাচ্ছন্দ্যে গেম খেলা যাবে ।


অনলাইন থেকে অর্ডার করা যাবে কিনা ?


বর্তমান এই সময়ে আমাদের মধ্যে প্রায় অনেকেই আছে যারা কিনা  অনলাইন থেকে কেনাকাটা করতে পছন্দ করে । ই-কমার্স সেবা গ্রহণ করে আমরা অনলাইন থেকে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারি । এ মোবাইলটিকেও আমরা চাইলে অনলাইন থেকে ক্রয় করতে পারব । তবে লক্ষ্য রাখতে হবে যে ওয়েবসাইট থেকে ফোনটি কিনতে চাচ্ছি সেটি যেন বিশ্বাসযোগ্য ওয়েবসাইট হয় । আমরা প্রায় সময় টিভির হেডলাইনে অথবা পত্রিকায় দেখতে পাই ই-কমার্স ব্যবসায়ীরা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে ক্রেতাদের ফাঁকি দিয়ে চলে যায় । এসব কারণে অনেকেই অনলাইন কেনাকাটার জন্য ভরসা পায় না । তবে কিছু রিয়েল সাইট রয়েছে যেগুলো বিশ্বাস এবং সততা রেখে ব্যবসা চালিয়ে যায় । যেমনটা বলতে গেলে আমরা অ্যামাজন এবং আলি এক্সপ্রেস এর ভেতর দেখতে পাই । রিয়েলমি কোম্পানিটির অফিশিয়াল পেজ থেকে Realme Narzo 30 মডেলটিকে খুব সহজে অর্ডার করতে পারব ।



রিলিজের সময় এবং প্রাইস


জুন 11 , 2021 মার্কেটপ্লেসগুলোতে মডেলটিকে অফিশিয়াল ভাবে রিলিজ করা হয় । রিয়েলমি শোরুম ছাড়াও যে মোবাইলটিকে এখন বিভিন্ন মার্কেটে এভেলেবেল ভাবে পাওয়া যাচ্ছে । পারফরম্যান্স অনুযায়ী মোবাইলটির দাম ততটা হাইলেবেলের নয় । কোম্পানিটির তথ্য অনুযায়ী মোবাইলটির প্রাইজ দেওয়া হয়েছে 22,000 টাকা । স্মার্টফোনটির দাম এবং পারফরমেন্সের উপর বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হয় যে , ফিচার অনুযায়ী ডিভাইসটির মূল্যে জোর দেওয়া হয়নি । 

3 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন