রিয়েলমি কোম্পানিটি Narzo সিরিজের মাধ্যমে তাদের গ্রাহকদের হাতে হাতে পৌঁছে দিচ্ছে নিত্যনতুন প্রযুক্তির ছোঁয়া । আলাদা এবং ডিফারেন্ট কিছু ফিচারের আভাস পাওয়া যায় Narzo সিরিজগুলোতে । রিয়েলমি ব্র্যান্ডটি Narzo সিরিজ গুলোর মধ্য দিয়ে একাধিক ডিভাইস মার্কেটে রিলিজ করেছে । Realme Narzo 30 মডেলটি তার একটি অন্যতম প্রমাণ স্বরূপ । খুবই স্বল্প মূল্যের এই মডেলটি পারফরমেন্সে অনেকটাই ভালো বলা যায় । এই মোবাইলটিতে আমরা পেয়ে যাব 5 জি নেটওয়ার্ক কানেকশন । তার পরেও আমাদের মনে কিছু প্রশ্ন থেকেই যায় । এই মোবাইলটি দিয়ে ভালো মানের গ্রাফিক্সের সাথে গেম খেলা যাবে কিনা ? মডেলটিকে কি ফাস্টেস্ট স্পিডে ব্যবহার করা যাবে ? মেমোরি পারফরমেন্সের জন্য এই স্মার্টফোনটি কতটা পারফেক্ট ? ব্যাটারি পাওয়ার কেমন ব্যবহার করা হয়েছে ? বিস্তারিত আলোচনা করা হলো ।
রিয়েলমি তার মডেলগুলোতে সচরাচর ভালো মানের ব্যাটারি পাওয়ার ব্যবহার করে থাকে । ব্যাটারি পারফরমেন্সের দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে non-removable লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে । ব্যাটারি ক্যাপাসিটিতে থাকছে 5000mAh মোটামুটি মিডিয়াম কোয়ালিটির পাওয়ার । মোবাইলটির সাথে যে চার্জার পাওয়া যাবে সেটি দিয়ে 30 ওয়াট দ্রুতগতিতে চার্জ হবে । তারবিহীন চার্জিং সিস্টেম এর কোন তথ্য পাওয়া যায়নি । ব্যাটারি ফুল চার্জ হতে 65 মিনিট সময় লাগবে । 15 ওয়াট দ্রুতগতিতে মোবাইলটি থেকে পাওয়ার ডেলিভারি করা যাবে । স্মার্টফোন অথবা ডিভাইসগুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করার কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল কিছুই ডিভাইসটিতে সংগ্রহ করে রাখি । যেখানে মোবাইলগুলোকে আমাদের পার্সোনাল ভাবে ব্যবহার করা হয় সেহেতু এখানে প্রাইভেসির একটা ব্যাপার রয়েছে । যার কারণে তথ্যগুলোকে সুরক্ষা রাখার জন্য সিকিউরিটি সিস্টেম রাখা হয়েছে । আমাদের মধ্যে প্রায় অনেকেই আমাদের মোবাইল ফোন গুলোকে সুরক্ষা রাখার জন্য সিকিউরিটি ব্যবস্থা প্রয়োগ করে থাকি । এই মডেলটির সাইড মাউন্টেডে সেট করা হয়েছে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দ্রুত গতিতে কাজ করতে সক্ষম । প্রক্সিমিটি , কম্পাস , এক্সিলারোমিটার , প্যাটার্ন , গায়রো ছাড়াও আরো অনেক সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয়েছে এই মডেলটিতে । যাদের কার্যকারী দক্ষতা নির্ভুল এবং সঠিক ।
স্মার্টফোনটির ডিসপ্লে কোয়ালিটি এবং অপারেটিং সিস্টেমের ব্যবহার আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকটাই ভালো লেগেছে । আইপিএস ক্যাপাসিটিভ টাইপের এলসিডি প্যানেল রয়েছে । 90 হার্জের টাচস্ক্রিন পাওয়া যাবে । ফুল এইচডি রেজুলেশন 1080×2400 পিক্সেল এর পাশাপাশি রয়েছে 405 পিপিআই ডিসপ্লের ঘনত্ব । 6.5 ইঞ্চি সাইজের ডিসপ্লেতে থাকছে 83.9% স্ক্রীন টু বডির রেটিও রেট । অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর উপস্থিতি দেখা যায় । মিডিয়াটেক চিপসেটের সাথে প্রসেসরে দেখা যাবে অক্টাকোর এর ব্যবহার । গেমিং গ্রাফিক্স এর জন্য জিপিইউতে থাকছে Mali-G57 MC2 । সিপিইউতে রয়েছে অক্টাকোর মডেল Octa-Core ( 2×2.2 GHz cortex-A76 & 6×2.0 GHz cortex-A55 ) । আমরা প্রায় সকলেই octa-core মডেলের সাথে সুপরিচিত কেননা ভালো পারফরর্মেন্স এর মোবাইল গুলোতে অক্টাকোর মডেলের প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে । ফুল এইচডি ডিসপ্লে রেজুলেশনের উপস্থিতি রয়েছে যার ফলে যেকোন ভিডিও ফুল এইচডি মুডে রেকর্ডিং এর পাশাপাশি দেখা যাবে ।
আন্ডার ডিসপ্লেতে দেওয়া হয়েছে ত্রিপল রেয়ার ক্যামেরা লুক । প্রাইমারি ক্যামেরা ফাংশনে তিনটি ক্যামেরা পারফরম্যান্স চোখে পড়ার মতো । ওয়াইড সেন্সরে রয়েছে 48 মেগাপিক্সেল যার সাথে পাওয়া যাবে পিডিএফ ফিচার । ইমেজ সুস্পষ্ট এবং পরিষ্কার ফোকাস দেওয়ার জন্য ম্যাক্রো ক্যামেরায় রয়েছে 2 মেগাপিক্সেল , এছাড়াও ডেপ্ট সেন্সরে রয়েছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা । 2160 পিক্সেলে ইমেজ তোলা যাবে । সেলফি তোলার সুবিধার জন্য ফ্রন্ট ক্যামেরায় 16 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেট করা হয়েছে । এলইডি ফ্ল্যাশ লাইট এর সুবিধা খুব সহজেই পাওয়া যাবে প্রাইমারি ক্যামেরার সাথে । ডিজিটাল জুম , অটোফোকাস , এইচডিআর , পানোরামা ছাড়াও আরো অন্যান্য মোডে ছবি অথবা ইমেজ ক্লিক করা সম্ভব । যেকোন ভিডিও 1080 পিক্সেলে রেকর্ডিং এবং দেখা যাবে ।
বডি ডিজাইন ও লুক
আকর্ষণীয় লুক এবং চোখ ধাঁধানো ডিজাইনে মডেলটিকে আবদ্ধ করা হয়েছে । গ্লাস ফ্রন্টের সাথে সাথে ফুল বডিকে প্লাস্টিক ফ্রেমে বেঁধে দেওয়া হয়েছে । ওজনের মডেলটি 185 গ্রাম যা তুলনামূলকভাবে অনেকটাই হালকা মনে হবে । নীল এবং সিলভার ভিন্ন দুটি কালারে মোবাইলটিকে পাওয়া যাবে । বডির নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে । লাউড স্পিকার এর অবস্থান ডিসপ্লের নিচের দিকে হওয়ায় সাউন্ড সিস্টেম তুলনামূলকভাবে একটু বেশি । ভাইব্রেশন , mp3 , রিংটোনের মত এলার্ট টাইপ রয়েছে সাউন্ড কোয়ালিটিতে । ডান দিকে ভলিউম এবং পাওয়ার বাটন রয়েছে বামদিকে পাওয়া যাবে সিম কার্ড স্লট । মোবাইলটি আকারে 6.40 ইঞ্চি দৈর্ঘ্য , 2.94 ইঞ্চি প্রস্থ এবং 0.33 ইঞ্চি পুরুত্ব । বডি বিল্ডারে শক্তপোক্ত গ্লাস ব্যবহার করার কারণে বডি ডিজাইন অনেকটা টেকসই , যা হাত থেকে পড়ে গিয়েও সুরক্ষিত থাকবে বলে ধারণা করা যায় ।
স্মার্টফোন ডিভাইসগুলো হাতে নেওয়ার পরপর আমাদের মনে সর্বপ্রথম যে প্রশ্নটি জাগে সেটি হচ্ছে , এই ডিভাইসটিতে মেমোরি পারফরম্যান্স কেমন ব্যবহার করা হয়েছে ? রিয়েলমি কোম্পানির নারজো সিরিজের এই ডিভাইসটিকে যারা ক্রয় করতে ইচ্ছুক মেমোরি পারফরমেন্সের ধারণাটি জেনে নেওয়া তাদের জন্য জরুরী । বাজেটের সাথে সামঞ্জস্য রেখে মোবাইলটিতে দেওয়া হয়েছে মেমোরি পারফরম্যান্স । এই বাজেটের মধ্যে মেমোরি অথবা স্টোরেজ ঠিকঠাক ব্যবহার করা হয়েছে বলে মনে হয়েছে আমার কাছে । ইন্টার্নাল মেমোরিতে 6/8 জিবি রেম রয়েছে এর পাশাপাশি থাকছে 64/128 জিবি রোম । মেমোরি কার্ড স্লটে পাওয়া যাবে MicroSDXC এর সুবিধা । এছাড়াও আমরা ব্যবহার করা যাবে ওটিজি ক্যাবল । বিশাল পরিমাণের স্টোরেজ ব্যবহার করার কারণে এখানে প্রয়োজনীয় সব কিছুই সংগ্রহ করে রাখা যাবে । খুব সহজেই ফোনটি দিয়ে ফাস্টেস্ট স্পিড উপভোগ করা যাবে ।
স্মার্টফোন দিয়ে আমরা অনলাইন ভিত্তিক কাজের পাশাপাশি আরও বিভিন্ন রকম কাজ করে থাকি । যে কাজগুলো করার জন্য আমাদের ফাস্টেস্ট নেটওয়ার্ক স্পিড প্রয়োজন । যদি স্মার্টফোনগুলো দিয়ে আমরা ফাস্টেস্ট নেটওয়ার্ক উপভোগ করতে না পারি তাহলে আমাদেরকে লোডিং নামক বিরক্তিকর ঝামেলা পোহাতে হবে । রিয়েলমি সিরিজের এই নতুন মডেলটিতে সর্বোচ্চ ফাইভ জেনারেশন নেটওয়ার্ক স্পিড ব্যবহার করা যাবে ।মডেলটি দিয়ে nano-sim এর পাশাপাশি হাইব্রিড ডুয়েল সিম চালানো যাবে । এই ফোনটিতে থাকছে 4 জি নেটওয়ার্ক এর পাশাপাশি ফাইভ-জি নেটওয়ার্ক উপভোগ করার সুবিধা । ফোরজি নেটওয়ার্ক এর ভার্সনগুলো হল 1,3,5,8,38,40,41 । ফোরজি নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 42.2 এমবিপিএস স্পিড পাওয়া যাবে । 5.0 মডেলের ব্লুটুথ এর পাশাপাশি ইউএসবি type-c ক্যাবল এবং অন্যান্য তারবিহীন নেটওয়ার্কগুলো উপভোগ করা গেলেও চালানো যাবে না এনএফসি এবং এফএম রেডিও ।
রিয়েলমি কোম্পানির কিছু মডেল রয়েছে যেগুলোর মধ্যে আলাদা ভাবে ব্যবহার করা হয়েছে গেমিং প্রসেসর । অনলাইন ভিত্তিক গেমগুলোর মার্কেটপ্লেস অনেকটা বড় এবং জনপ্রিয় হওয়ার কারণে নরমাল ডিভাইস দিয়ে গেম প্লে করা দিন দিন মুশকিল হয়ে পড়ছে । আমরা যারা গেম খেলার জন্য এই মডেলটিকে পছন্দ করেছি ইতিমধ্যে তারা কিছুটা হলেও বুঝতে পেরেছি উন্নত এবং ভালো মানের গ্রাফিক্সের সাথে গেম প্লে করার জন্য এই মোবাইলটি যোগ্যতা রাখে । বড় মাপের ডিসপ্লে গেম খেলার জন্য পারফেক্ট যা এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে । অনলাইন গেম গুলোর মধ্যে প্রথম সারির গেমগুলো ফ্রী ফায়ার এবং পাবজি এই গেম গুলো স্মার্ট ফোন দিয়ে খেলা যাবে । ভালো মানের স্টোরেজ এর সাথে গেমিং এর জন্য আলাদা জিপিইউ রয়েছে । তাছাড়া তো আছেই গেমিং প্রসেসর । সব মিলিয়ে এ মডেলটি গেম খেলার জন্য যোগ্য বলে মনে হয়েছে । পরিশেষে বলা যায় ভালো মানের গ্রাফিক্সের সাথেই স্বাচ্ছন্দ্যে গেম খেলা যাবে ।
বর্তমান এই সময়ে আমাদের মধ্যে প্রায় অনেকেই আছে যারা কিনা অনলাইন থেকে কেনাকাটা করতে পছন্দ করে । ই-কমার্স সেবা গ্রহণ করে আমরা অনলাইন থেকে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারি । এ মোবাইলটিকেও আমরা চাইলে অনলাইন থেকে ক্রয় করতে পারব । তবে লক্ষ্য রাখতে হবে যে ওয়েবসাইট থেকে ফোনটি কিনতে চাচ্ছি সেটি যেন বিশ্বাসযোগ্য ওয়েবসাইট হয় । আমরা প্রায় সময় টিভির হেডলাইনে অথবা পত্রিকায় দেখতে পাই ই-কমার্স ব্যবসায়ীরা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে ক্রেতাদের ফাঁকি দিয়ে চলে যায় । এসব কারণে অনেকেই অনলাইন কেনাকাটার জন্য ভরসা পায় না । তবে কিছু রিয়েল সাইট রয়েছে যেগুলো বিশ্বাস এবং সততা রেখে ব্যবসা চালিয়ে যায় । যেমনটা বলতে গেলে আমরা অ্যামাজন এবং আলি এক্সপ্রেস এর ভেতর দেখতে পাই । রিয়েলমি কোম্পানিটির অফিশিয়াল পেজ থেকে Realme Narzo 30 মডেলটিকে খুব সহজে অর্ডার করতে পারব ।
জুন 11 , 2021 মার্কেটপ্লেসগুলোতে মডেলটিকে অফিশিয়াল ভাবে রিলিজ করা হয় । রিয়েলমি শোরুম ছাড়াও যে মোবাইলটিকে এখন বিভিন্ন মার্কেটে এভেলেবেল ভাবে পাওয়া যাচ্ছে । পারফরম্যান্স অনুযায়ী মোবাইলটির দাম ততটা হাইলেবেলের নয় । কোম্পানিটির তথ্য অনুযায়ী মোবাইলটির প্রাইজ দেওয়া হয়েছে 22,000 টাকা । স্মার্টফোনটির দাম এবং পারফরমেন্সের উপর বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হয় যে , ফিচার অনুযায়ী ডিভাইসটির মূল্যে জোর দেওয়া হয়নি ।
Tags:
রিয়েলমি মোবাইল
good news
উত্তরমুছুনGreat
উত্তরমুছুনHow to play Blackjack | casino.com - Dr. Maryland
উত্তরমুছুনBlackjack is the simplest casino game to 고양 출장마사지 play. Blackjack is 의왕 출장안마 easy to play and easy to learn. But it's easy to 의정부 출장샵 beat 안동 출장안마 and 아산 출장안마