ওয়ালটন ব্র্যান্ডের ধারাবাহিকতায় দেশের বাজারে নিত্যনতুন স্মার্টফোনের দেখা মেলে । কম বাজেটের মধ্যে একটু ভালো মানের স্মার্টফোন মার্কেটে লঞ্চ করার জন্য ওয়ালটন কোম্পানিটির ব্যাপক ভূমিকা লক্ষ্য করা যায় । স্বল্প খরচে উন্নত মানের ফিচার থাকার কারণে সাধারণ মানুষ ওয়ালটন কোম্পানির রিলিজ করা স্মার্টফোন গুলোকে বেছে নিয়ে থাকে ব্যবহার করার জন্য । কোম্পানিটি দেশের মার্কেটে রিলিজ করলো তাদের নতুন মডেল Walton primo S8 । স্মার্ট ফোনটিতে দেওয়া হয়েছে নতুন লুক এবং আকর্ষণীয় মানের ফিচার । অবিশ্বাস্য বিষয় হচ্ছে এই স্মার্টফোনটির বডি গঠন দেখে আমাদের কাছে আইফোন মনে হবে । ক্যামেরা গুলোকে আইফোন এর মত সেট করা হয়েছে বলেই এই স্মার্টফোনটিকে দেশীয় আইফোন বলে অভিহিত করা যায় । কেবলমাত্র ক্যামেরার দিক দিয়ে নয় অন্যান্য ফাংশনগুলো পাওয়া যাবে এক অন্যরকম রূপে । স্মার্টফোনটি এর খুঁটিনাটি এবং সুবিধা ও অসুবিধাগুলো স্পেসিফিকেশন এর মাধ্যমে রিভিউতে আলোচনা করা হলো ।
বডি ডিজাইন এবং ডিসপ্লে
বডি ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে আলোচনা করলে সর্বপ্রথম চলে আসে আইপিএস এলসিডি ডিসপ্লে । ডিসপ্লে ফিচারে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট । 6.78 ইঞ্চি ডিসপ্লে সাইজ এর পাশাপাশি রয়েছে 393 পিপিআই পিক্সেল ডেন্সিটি । তবে এখানে পাওয়া যাবে না নোটিফিকেশন এলইডি লাইটের সুবিধা । পাঞ্চ হোল ডিসপ্লের সাথে থাকছে 1080 × 2400 পিক্সেলের ফুল এইচডি রেজুলেশন । পিক্সেল ডেন্সিটি এবং এইচডি রেজুলেশন থাকার কারণে যেকোনো কোয়ালিটিতে ভিডিও প্লেব্যাক দেখা যাবে অনায়াসে । 205 গ্রামের এই স্মার্টফোনটিকে কালো এবং সবুজ কালার ছাড়াও আরো কয়েকটি কালারে পাওয়া যাবে । মোবাইলটি প্লাস্টিকের ফ্রেমে আবদ্ধ থাকলেও তেমন কোনো প্রটেকশন ব্যবহার করা হয়নি । ওয়াটার রেসিস্টেন্টস সুবিধাটি না থাকার কারণে হ্যান্ডসেটটিকে পানি এবং ধুলোবালি থেকে দূরে রাখতে হবে । মোবাইলটির বডি গাঠনিক দিক দিয়ে চমৎকার এবং নজরকাড়া । যার কারণে এই মডেলটি অনেকের কাছেই দেশীয় আইফোন নামে খ্যাতি অর্জন করতে সফল হয়েছে ।
ক্যামেরা সেটআপ
ওয়ালটন কোম্পানির নতুন মডেলটিতে দেওয়া হয়েছে নজরকাড়া ক্যামেরা সেটআপ কালেকশন । কোয়াড ক্যামেরা কালেকশন চোখে পড়ার মতো । প্রাইমারি ক্যামেরার ওয়াইড স্যামসাং রয়েছে 48 মেগাপিক্সেল এর একটি চমৎকার ক্যামেরা । 48 মেগাপিক্সেল এর সাহায্যে ভালো মানের ছবি ক্যামেরাবন্দি করা যাবে । ওয়াইড সেন্সরে শার্পনেস এর ঘাটতি চোখে পড়েনি । তবে প্রোপার লাইটিংয়ে খুব ভালো পারফরর্মেন্স লক্ষ্য করা গেলেও স্বল্প আলোতে কিছুটা ঝাপসা মনে হতে পারে । আল্ট্রা ওয়াইড ফাংশনে রয়েছে 5 মেগাপিক্সেল এর আরো একটি ক্যামেরা সেন্সর । ডেপট ক্যামেরা সেন্সরে 2 মেগাপিক্সেল এর সাথে রয়েছে ম্যাক্রো ফাংশনে 2 মেগাপিক্সেল । প্রাইমারি ক্যামেরা গুলোর সাথে সেট করা হয়েছে সিঙ্গেল এলইডি ফ্ল্যাশ লাইট । সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা । প্রাইমারি ক্যামেরাগুলোর ফিচারে রয়েছে শুটিং মোড , নাইট মোড , ম্যাক্রো লেন্স , স্টিকার মোড , পানোরামা , কালার টিউন ইত্যাদি ইত্যাদি । ক্যামেরা গুলো দিয়ে এইচডি কোয়ালিটিতে ছবি তোলার পাশাপাশি ভিডিও প্লেব্যাক রেকর্ডিং করার সুবিধা রয়েছে । জোম করে মার্ক এর মাধ্যমে যেকোন সিচুয়েশনে ভিডিও করা যাবে এক্ষেত্রে ফেটে যাওয়ার কোন ঝুঁকি থাকছে না ।
ব্যাটারি পাওয়ার
Walton Primo S8 মডেলটিতে বেশি বড় আকৃতির ব্যাটারি ব্যবহার করা হয়নি যার কারণে এই স্মার্টফোনটির ওজন অনেকাংশে কম । non-removable লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই মডেলটিতে । স্মার্টফোনটির ব্যাটারিতে দুর্দান্ত পারফরম্যান্স এর সাথে রয়েছে দারুন ফিচার । ব্যাটারীতে ব্যবহার করা হয়েছে মোটামুটি মিডিয়াম কোয়ালিটি এর ভেতরে একটু ভালো মানের ব্যাটারি পাওয়ার 5000 mAh । যদিও ওয়ালটনের অন্যান্য স্মার্টফোনগুলোতে আমরা ওয়ারলেস চারজিং সিস্টেমের সুবিধা দেখতে পাই কিন্তু সেই সুবিধাটি কিন্তু এই স্মার্টফোনে পাওয়া যাবে না । ওয়্যারলেস চার্জিং সিস্টেম এর অনুপস্থিতি থাকা সত্ত্বেও স্মার্টফোনটি সাপোর্ট করবে ফাস্ট চার্জিং সিস্টেম । 18 ওয়াট দ্রুতগতিতে স্মার্টফোনটিকে চার্জ দেওয়া যাবে । সবচেয়ে আশ্চর্য করে বিষয়টি সেটি হলো এই স্মার্টফোনটিতে রয়েছে রিভার্স চার্জিং সিস্টেম । রিভার্স চার্জিং সিস্টেম বলতে বুঝায় আপনি একটি ওটিজি ক্যাবলের মাধ্যমে এই স্মার্টফোন থেকে অন্য একটি স্মার্টফোনে চার্জ ট্রানস্ফার করতে পারবেন । এই বিষয়টি আমরা অনেকেই হয়তো আগে জানতাম না ।
নেটওয়ার্ক সিস্টেম
ওয়ালটন প্রিমো এস এইট মডেলটিকে ফোর জেনারেশন এর আওতাভুক্ত রাখা হয়েছে । ফোরজি গতিসম্পন্ন নেটওয়ার্ক স্পিড উপভোগ করা যাবে দেশের যে কোন প্রান্ত থেকেই । কেবলমাত্র ফোরজি নেটওয়ার্ক নয় ওয়ারলেস নেটওয়ার্ক গুলো ফুল স্পিডে উপভোগ করা যাবে খুব সহজেই । ওয়ারলেস নেটওয়ার্ক গুলোর মধ্যে রয়েছে wifi-direct , হটস্পট , ব্লুটুথ , জিপিএস , নেভিগেশন ইত্যাদি । ওয়ারলেস নেটওয়ার্ক গুলোর মধ্যে তালিকায় পাওয়া যায়নি এনএফসি এর উপস্থিতি । এছাড়াও ইউএসবি ক্যাবল ব্যবহার করার সুযোগ তো থাকছেই । যোগাযোগ জগতের অন্যতম একটি মাধ্যম এফএম রেডিও এই স্মার্টফোনটির মাধ্যমে ব্যবহার করা যাবে । দুর্দান্ত নেটওয়ার্ক স্পিড এর সাথে পাওয়া যাবে হাই কোয়ালিটিতে wifi-direct ব্যবহারের সুবিধা । নেটওয়ার্কিং সিস্টেমের ক্ষেত্রে অন্যান্য মডেল গুলোর সাথে পাঙ্গা নেবার মতো এবিলিটি এই স্মার্টফোনটির ভিতরে আমরা দেখতে পাবো ।
অভ্যন্তরীণ স্টোরেজ
আমাদের মধ্যে থেকে যারা স্মার্ট ফোন ব্যাবহারে অভিজ্ঞ তাদের নজর সর্বপ্রথম স্মার্টফোনের স্টোরেজের উপর পড়াটাই স্বাভাবিক । স্মার্টফোনকে ভালোভাবে ব্যবহারের জন্য এবং দ্রুতগতি উপভোগ করার জন্য বেশি স্টোরেজের প্রয়োজন হয়ে থাকে । ওয়ালটন কোম্পানির রিলিজ করা নতুন এই স্মার্টফোনটিতে আমরা বাজেট সাপেক্ষে ভালো মানের অভ্যন্তরীণ স্টোরেজ দেখতে পাই । Walton Primo S8 স্মার্টফোনটির অভ্যন্তরীণ স্টোরেজ হিসেবে থাকছে 6 জিবি রেম এবং 128 জিবি রোম । অন্যান্য কোম্পানি গুলোর মত এখন ওয়ালটন কোম্পানিও স্বল্প বাজেটে ভালো মানের অভ্যন্তরীণ স্টোরেজের স্মার্টফোন মার্কেটে রিলিজ করে থাকে । ওয়ালটন প্রিমো এস এইট তার মধ্যে অন্যতম একটি মডেল উদাহরণ হিসেবে । যাইহোক বেশি স্টোরেজ ব্যবহার করার কারণে এই স্মার্টফোনটি ব্যবহারের ক্ষেত্রে লেক করার সম্ভাবনা থাকছে না । এছাড়াও থাকবে বেশি পরিমাণে ডকুমেন্ট বা তথ্য সংগ্রহ করে রাখার সুবিধা । আলাদাভাবে মেমোরি ব্যবহার করে আপনি সর্বোচ্চ 256 জিবি পর্যন্ত রোম বাড়িয়ে নিতে পারবেন ।
অপারেটিং সিস্টেম
নতুন এই মডেলটিকে চালিত করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্শন 11 এর মাধ্যমে । 12 ন্যানোমিটার টেকনোলজি বিশিষ্ট এই স্মার্টফোনটির চিপসেট দেওয়া হয়েছে mediatek Helio G88 । জনপ্রিয় প্রসেসর অক্টা কোর এর সাথে রয়েছে ARM Mali G52 MC2 মডেলের গেমিং গ্রাফিক্স । এর পাশাপাশি আপনি অপারেটিং সিস্টেমে কিছু সুবিধা পেয়ে যাবেন যেমন গুগোল তাদের এন্ড্রয়েড ভার্সন আপডেট করার সাথে সাথে আপনিও সেই আপডেট করা এন্ড্রয়েড ভার্সন ব্যবহার করতে পারবেন । এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাপ আপডেট এবং ইন্সটলের জন্য ব্যবহার করতে পারবেন প্লে স্টোর । ব্রাউজিং করার জন্য গুগোল , ক্রোম ইত্যাদি তো থাকছেই । অপারেটিং সিস্টেমের দিক দিয়ে বিবেচনা করলে এই স্মার্টফোনটির অবস্থা মোটামুটি মিডিয়াম পারফরমেন্সের ভিতরেই থাকে ।
সিকিউরিটি সেন্সর
আমরা আমাদের ব্যবহার করায় স্মার্টফোন গুলোতে বিভিন্ন ধরনের সিকিউরিটি সিস্টেম চালু করে রাখি । এখন কথা হল বিভিন্ন মডেল বিভিন্ন ক্যাটাগরির সিকিউরিটি সিস্টেম সাপোর্ট করে থাকে । বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সিকিউরিটি সিস্টেম মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড । স্মার্টফোনটির সাইড মাউন্টেডে অর্থাৎ গুগোল অ্যাসিস্ট্যান্ট বাটনের ঠিক নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অবস্থিত । ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সঠিকভাবে সক্ষম হলেও এক্ষেত্রে কিছুটা এনিমেশন চোখে পড়ে । ফেইস আনলকিং সিস্টেম , কম্পাস , গায়রো স্কোপ , অ্যাক্সিলারোমিটার সেন্সর ইত্যাদি । স্মার্টফোনটির প্রোটেকশনের কথা মাথায় রেখে কোম্পানি তাদের নতুন মডেলটিতে নতুন সিকিউরিটি সেন্সর আপডেট করেছে । ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেডে হওয়ায় খুব সহজেই ব্যবহারকারী এটিকে ব্যবহার করতে পারবে ।
গেমিং পারফরম্যান্স
বর্তমান বিশ্বের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী একটি বিষয় হচ্ছে গেমিং সাইড । গেমিং বিষয়ের মার্কেটপ্লেস এখন অনেক বড় । আমরা অনেকেই গেম খেলার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির স্মার্টফোন খুঁজছি । আমার পক্ষ থেকে তাদের জন্য সাজেস্ট রইল ওয়ালটন কোম্পানির নতুন এই স্মার্টফোনটি ব্যবহার করার জন্য বিশেষ করে গেম খেলার জন্য । তার কারণ হলো এই স্মার্টফোনটিতে আলাদাভাবে গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে । অনলাইন গেম গুলোকে গ্রাফিক্স এর মাধ্যমে গেম প্লে করা যাবে । মেমরি স্টোরেজ ভালো থাকার কারণে গেম খেলার সময় হ্যান্ডসেটটি হ্যাং করার সম্ভাবনা নেই । অন্যতম একটি টার্নিং পয়েন্ট হল এই স্মার্টফোনটিতে মিডিয়াম পাওয়ার এর ব্যাটারি থাকার কারণে দীর্ঘক্ষণ গেম প্লে করা যাবে । আমরা অনেকেই আছি যারা গেম প্লে করার মাধ্যমে ইউটিউবিং করে ইনকাম করতে চাই । সে ক্ষেত্রে এই ডিভাইসটি আমার কাছে পারফেক্ট বলেই মনে হয়েছে । গেম খেলার সময় আমাদেরকে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে সেটি হল এই স্মার্টফোনটি স্ক্রিনে অথবা ডিসপ্লেতে কোন প্রটেকশন গ্লাস ব্যবহার করা হয়নি , সেক্ষেত্রে গেম খেলার সময় বিভিন্ন ধরনের দাগ ডিসপ্লের গায়ে লাগতে পারে । এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গেম খেলার সময় ডিসপ্লে প্রটেকশন ব্যবহার করতে হবে ।
রিলিজ ডেট এবং প্রাইস
ওয়ালটন কম্পানি রিলিজ করে স্মার্টফোনগুলো আমাদের কাছে বাজেট কিং নামে পরিচিত । তার কারণ হলো খুবই সীমিত বাজেটের মধ্যে আমরা ভালো মানের মডেল পেয়ে থাকি ওয়ালটনের পক্ষ থেকে । আর যার কারণে সাধারণ মানুষ ওয়ালটনের মডেল গুলো ব্যবহার করতে অনেকটা আগ্রহী । ওয়ালটন তাদের নতুন মডেল Walton Primo S8 মার্কেটের যুক্ত করেছে খুবই স্বল্প বাজেটে । ওয়ালটনের হাত ধরে নতুন মডেলটি ডিসেম্বর 20 , 2021 মার্কেটে চলে আসে । স্মার্টফোনটিকে দেশের বাজার ছাড়াও অনলাইনে এভেলেবেল ভাবে পাওয়া যাবে । এখন আমাদের মনে একটি প্রশ্ন জাগতে শুরু হয়েছে আর সে প্রশ্নটি হল আকর্ষণীয় এই ডিভাইসটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে ? এই স্মার্টফোনটির মূল্য জানার পর আমাদের অনেকটা আশ্চর্যকর অনুভূতি হতে পারে ! বর্তমান মার্কেটে অফিশিয়াল এই স্মার্টফোনটির মূল্য 22,990 টাকা । অনেককেই খুঁজে বের করা যাবে যারা কম খরচে ভালো মানের স্মার্টফোন ব্যবহার করতে আগ্রহী । বিশেষ করে তাদের জন্য এই স্মার্টফোনটি অনেকটা সফলতার পথ বয়ে আনতে পারবে বলে আমার ধারণা ।