গ্রাহকদের কাছে শাওমি অত্যন্ত সুপরিচিত একটি ব্র্যান্ড বিশেষ করে তার পোকো সিরিজের জন্য । শাওমি কোম্পানিটিকে আমরা বিভিন্ন সময় মিড রেঞ্জের ভিতরে একটু ভালো মানের স্মার্টফোন লঞ্চ করতে দেখেছি । একের পর এক মডেল মার্কেটে আপডেট করার কারণে তারা খুব অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের কাছে পরিচিতি লাভ করে নিয়েছে । এবার কথা বলা যাক কোম্পানিটির পোকো সিরিজ নিয়ে । পোকো সিরিজের মাধ্যমে শাওমি ব্যাপক পরিমাণে পরিচিতি লাভ করতে পেরেছে । শাওমি নতুন করে মার্কেটে নিয়ে আসলো Xiaomi Poco X4 Pro । পারফরম্যান্স এবং ফিচারের উপর বিবেচনা করে এই স্মার্টফোনটিকে মার্কেটের অলরাউন্ডার বলা যেতে পারে । পোকা সিরিজ মানেই এক ভিন্ন ধরনের কালেকশন । এখন জেনে নেওয়া যাক শাওমি কোম্পানিটি এই সিরিজের মধ্যে কি কি কালেকশন রেখেছে । রিভিউতে স্মার্টফোনটির খুঁটিনাটি বিষয়গুলো উপস্থাপন করা হলো ।
ডিসপ্লে ডিটেইলস
Xiaomi Poco X4 pro মডেলটির ডিসপ্লেতে সুপার এমোলেড টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । সুপার এমোলেড কোয়ালিটির ডিসপ্লের চাহিদা মার্কেটে অনেকাংশেই বেশি যেমনটা আমরা এই স্মার্টফোনটিতে দেখতে পাবো । ডিসপ্লে সাইজের কথা যদি বলি তাহলে এখানে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি সাইজের বড়োসড়ো একটি ডিসপ্লে । প্রিভিয়াস মডেলগুলোতেও কিন্তু আমরা পোকো সিরিজকে বড় মাপের ডিসপ্লে সাপোর্ট করতে দেখেছি । এই মডেলটির ক্ষেত্রেও ঠিক তেমনটাই লক্ষ্য করা যাবে । পিক্সেল দেন্সিটি সম্পর্কে আমাদের সকলেরই হয়তো কমবেশি ধারণা রয়েছে আবার অনেকেরই নেই । স্মার্টফোনের ডিসপ্লের একেবারে ক্ষুদ্রতম অংশকে পিক্সেল বলা হয়ে থাকে । অনেকগুলো পিক্সেল এর সমন্বয়ে আমরা ডিসপ্লেতে লেখা লক্ষ করতে পারি । এই মোবাইলটিতে পাওয়া যাবে 395 পিপিআই পিক্সেল দেন্সিটি যার পরিমাণ তুলনামূলকভাবে ভালো বলা যায় । এছাড়াও ডিসপ্লে প্রটেকশনে কর্নিং গরিল্লা গ্লাস আওতাভুক্ত রাখা হয়েছে । 120 হার্জের রিফ্রেশ রেট পাওয়া যাবে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে । এগুলো ছাড়াও থাকছে টাচ স্ক্রিন যেখানে সাপোর্ট করবে 16M কালার । সবমিলিয়ে স্মার্টফোনটির ডিসপ্লে আমার কাছে ভালই লেগেছে এবং গ্রাহকদের কাছেও ভালো লাগবে বলে ধারণা করা যায় ।
প্রাইমারি এবং সেলফি ক্যামেরা
অন্যান্য মডেল এবং সিরিজগুলো থেকে এই মডেলটিতে ভিন্নতা লক্ষ্য করা গেছে বিশেষ করে প্রাইমারি ক্যামেরা সেটআপে । পোকোর প্রিভিয়াস ভার্সনগুলোতে আমরা কিন্তু লম্বালম্বিভাবে ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছিলাম কিন্তু এক্ষেত্রে আমরা একটি নতুন লুক দেখতে পাবো । প্রাইমারি ক্যামেরাগুলোকে Poco X4 Pro সারিবদ্ধ ভাবে সাজিয়েছে । যেটি কিনা দেখতেও অনেকটা নজরকাড়া । প্রাইমারি ক্যামেরা কালেকশনে আমরা এই মডেলটিতে পেয়ে যাব তিনটি আইটেমের ক্যামেরা । ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল এর অনেকটা ভালো মানের ক্যামেরা সেন্সর যেটির মাধ্যমে নিঃসন্দেহে ভালো মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা যাবে । ব্লার ফিচার থাকার কারণে মনমুগ্ধকর ছবি ক্যাপচার করা যাবে । স্বল্প আলোতে কিংবা রোদে ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরার তেমন কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ । এর পাশাপাশি আরও দুটি ক্যামেরা সেন্সর রয়েছে যেটির প্রথমটি 8 মেগাপিক্সেল এবং পরবর্তী সেন্সরে রয়েছে 2 মেগাপিক্সেল । স্মার্টফোন ক্যামেরা অ্যাডভার্টাইজমেন্ট আমরা ভালো রেটিং দেখতে পেয়েছি । সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় পাওয়া যাবে একটি ক্যামেরা সেন্সর যেটিতে থাকছে 16 মেগাপিক্সেল ।
ব্যাটারি ক্যাপাসিটি
5000 mAh এককথায় মোটামুটি ভালো মানের একটি ব্যাটারি পাওয়ার দেওয়া হয়েছে Xiaomi Poco X4 pro মডেলটিতে । স্মার্টফোনটির বক্সের সাথে রয়েছে 67 ওয়াটের একটি চার্জার । আর এই 67 ওয়াটের চার্জার এর মাধ্যমে এই স্মার্টফোনটিকে ফুল চার্জ করতে 41 মিনিটের মত সময় লাগতে পারে । চার্জিং স্পিড অনেক দ্রুত বলা যায় । lithium-polymer টাইপের non-removable ব্যাটারি ব্যবহার করা হয়েছে । ব্যাটারি থেকে চার্জার ডেলিভারি করা যাবে এবং এর পাশাপাশি দ্রুত চার্জিং সিস্টেম দেখা যাবে । ব্যাটারির বিরুদ্ধে গ্রাহক অথবা কাস্টমারদের তেমন কোনো মতামত লক্ষ করা যাবে না বলে আমার মনে হয় । তার কারণ হলো মোটামুটি ভালো অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এর পাশাপাশি থাকছে কুইক চার্জিং সিস্টেম যা মূলত ভালো লাগারই কথা ।
বডি ডিজাইন
শাওমি ব্র্যান্ড বলে কথা অতঃপর আবার পোকো সিরিজ স্মার্টফোনের বডির ডিজাইন কেমন হবে সেটা হয়তো অনেকেরই জানা বিশেষ করে যারা শাওমি লাভার রয়েছে । পিছনে পলিকার্বনের সাথে কিছু ডিজাইন লক্ষ করা যাবে । বডির নিচের দিকে সাউন্ড সিস্টেম অথবা স্পিকার রয়েছে এবং ডান পাশে থাকছে গুগোল অ্যাসিস্ট্যান্ট বাটন । 205 গ্রামের এই স্মার্টফোনটি ওজনের ততটা বেশি না হলেও আকারে কিছুটা বড় বলে মনে হতে পারে গ্রাহকদের কাছে । কালো , নীল এবং হলুদ কালারে মার্কেটে এভেলেবল এই ডিভাইসটি । স্মার্টফোনের বডি অনেকটাই স্লিম যার কারণে হাতে ব্যবহার করার সময় অনেকটা কমফরটেবল অনুভব করা যাবে । ডিভাইসটির বডি তুলনামূলকভাবে অনেকটাই শক্তপোক্ত তবুও আমার পক্ষ থেকে সাজেস্ট থাকবে একটি ব্যাক কভার ব্যবহার করা । তাহলে বিভিন্ন ধরনের আঘাত এবং দাগ লাগা থেকে আপনার ফোনটি সুরক্ষিত থাকবে ।
স্টোরেজ
স্মার্টফোন ব্যবহার করার পূর্বে একজন গ্রাহক অথবা কাস্টমার যে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করে সেই বিষয়টি হলো স্টোরেজ । স্টোরেজের দুটি বিষয় রয়েছে যেগুলো মূলত রেম এবং রোম নামে পরিচিত । রেম বলতে বুঝায় ইন্টারনাল অর্থাৎ যেটি ভিতরে থাকে অপরদিকে রোম বলতে বুঝায় এক্সটার্নাল যেটিকে আমরা মেমোরি কার্ডের সাহায্যে বাড়িয়ে নিতে পারি । পোকো সিরিজের X4 pro ডিভাইসটিতে আমরা দুটি ভেরিয়েন্ট দেখতে পাই । ইন্টারনাল মেমোরি অর্থাৎ রেম হিসেবে পাওয়া যাবে 6/8 জিবি এবং রোম হিসাবে থাকবে 64/128 জিবি । এছাড়াও থাকছে আলাদা ভাবে মেমোরি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুযোগ । অপরদিকে আপনি চাইলে ইউএসবি ক্যাবল ব্যবহার করে আপনার স্মার্টফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন । মেমরি স্টোরেজ মোটামুটি ভালো থাকার কারণে আপনি কিন্তু এই স্মার্টফোনটি দ্রুতগতিতে ব্যবহার করতে পারবেন এটা বলা যেতে পারে ।
অপারেটিং সিস্টেম এন্ড নেটওয়ার্ক
অপারেটিং সিস্টেমে এই স্মার্টফোনটি গুগোল অ্যান্ড্রয়েড ভার্সন 11 দ্বারা সম্পূর্ণভাবে চালিত । গুগোল তাদের পরবর্তী ভার্সন আপডেট করার সাথে সাথে আপনি চাইলেও তাদের ভার্সনগুলোতে ভোগ করতে পারবেন এই স্মার্টফোনটির সাহায্য । কোয়ালকম স্নাপড্রাগণ চিপসেট এর সাথে আমরা অক্টোকোর এর উপস্থিতি দেখতে পাবো সিপিইউতে । এছাড়াও গেমিং গ্রাফিক্স এর জন্য থাকছে অ্যাড্রেনো 619 । যেহেতু এই ডিভাইসটিতে আমরা স্ন্যাপড্রাগন এর উপস্থিতি পেয়েছি সেহেতো বলা যেতে পারে এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ভালই হবে । পোকো সিরিজকে আমরা বিভিন্ন ভার্সনে ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করতে দেখেছে তার মধ্যে অন্যতম একটি Poco X4 pro । ফাইভ-জি নেটওয়ার্ক এর পাশাপাশি বেশকিছু ভার্শন সাপোর্ট করবে । ওয়ারলেস নেটওয়ার্ক এর মত ব্লুটুথ , ওয়াইফাই , হটস্পট ইত্যাদি নেটওয়ার্কগুলো ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে । মেমোরি কার্ডের পাশাপাশি আমরা সিম কার্ড স্লটে ডাবল সিম ব্যবহার করতে পারব । আশ্চর্যজনক বিষয় হলো আমরা দুটি সিমেই একত্রে ফাইভ-জি নেটওয়ার্ক উপভোগ করতে পারবো ।
অনলাইন গেমিং পারফরম্যান্স
গেমিং এর জন্য স্বল্প বাজেটের ডিভাইস গুলোর মধ্যে স্মার্টফোন অন্যতম । আমরা অনেকেই পিসি , কম্পিউটার অথবা ল্যাপটপ এর মাধ্যমে গেম প্লে করতে দেখেছি । আর এগুলোর মাধ্যমে গেম প্লে করার ইচ্ছা প্রায় সকলেরই থাকে । কিন্তু সাধ্য না থাকার কারণে সবাই চাইলেই কিন্তু এগুলোর মাধ্যমে গেমস খেলতে পারেনা । যারা স্মার্ট ফোন ব্যাবহার করে অর্থাৎ মিড রেঞ্জের মধ্যে যারা একটি স্মার্টফোন ব্যবহার করতে যায় বিশেষ করে অনলাইন গেম গুলো খেলার জন্য তাদের জন্য আমার পক্ষ থেকে সাজেস্ট থাকবে Poco x4 pro মডেলটি । তার কারণ হলো ব্যাটারি পারফরমেন্স ভালো থাকার কারণে এখানে দীর্ঘক্ষন গেম প্লে করার সুবিধা পাওয়া যাবে । এছাড়াও অপারেটিং সিস্টেমে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এর দেখা পেয়েছি যার কারণে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে গেমিং গ্রাফিক্সে কোনরূপ সমস্যা হবে না । বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন গেম ফ্রি ফায়ার এবং পাবজির মতো অন্যান্য গেম গুলো আমরা খুব স্বাচ্ছন্দ্য ভাবেই খেলতে পারবো । যারা প্রফেশনালভাবে গেমস খেলতে চায় অর্থাৎ ভিডিও তৈরি করতে চায় তাদের জন্য এই মডেলটি আমার কাছে পারফেক্ট বলে মনে হয়েছে ।
রিলিজ ডেট এবং প্রাইস
দেশের বাজারে শাওমি কোম্পানির পোকো সিরিজটি 28 ফেব্রুয়ারি , 2022 তারিখে লঞ্চ করা হয় । যেটিকে ব্যবহার করার জন্য আমাদেরকে 28,500 টাকা গুনতে হবে । স্মার্টফোনটির প্রাইস আমাদের কাছে কিছুটা বেশি মনে হতে পারে । একটি প্রবাদ আমাদের অবশ্যই মনে রাখতে হবে আর সেটি হল জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি । স্মার্টফোনটির পারফরম্যান্স এবং ফিচার দেখেই মূল্য নির্ধারণ করা হয়েছে । অনেকেই রয়েছে যারা মিড রেঞ্জের মধ্যে একটি ভালো মানের শাওমি স্মার্টফোন ব্যবহার করতে চায় তাদের জন্য এই মডেলটি সোনায় সোহাগা । স্মার্টফোনটি ব্যবহারে তেমন কোনো অসুবিধা লক্ষ করা যাবে না । এখন গ্রাহকদের কাছে একটি প্রশ্ন জাগতে পারে আর সেটি হল স্মার্টফোনটির মূল্য কেন এতটা বেশি ? তার কারণ হলো একটি ডিভাইস এর মূল্য নির্ধারণ করা হয় চাহিদার উপর । শাওমি স্মার্টফোন গুলোর চাহিদা বেশি থাকার কারণে তারা নিতান্তই তাদের মডেল গুলোর আপডেট মার্কেটে লঞ্চ করে থাকে । আর ঠিক এই কারণেই পোকো সিরিজ গুলোর মূল্য মার্কেটে কিছুটা বেশি । বেশি হলেও পারফরম্যান্স এবং ফিচারের দিক দিয়ে তেমনই ভরপুর ।
বিশেষ অফার
Poco x4 pro স্মার্ট ফোনটি ব্যবহার করার মাধ্যমে ইউটিউব দিচ্ছ বিনামূল্যে একসেস পাওয়ার সুযোগ । এই অফারটি চালু থাকবে 31শে জানুয়ারি 2023 সাল পর্যন্ত । অর্থাৎ আপনি যদি এই সময়ের মধ্যে এই স্মার্টফোনটি ক্রয় করেন অথবা ব্যবহার করেন তাহলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধাটি ফ্রিতে নিতে পারবেন অথবা উপভোগ করতে পারবেন । সাবস্ক্রিপশন সুবিধায় আপনারা যে সকল সুবিধা গুলো নিতে পারবেন সেগুলো হলো ভিডিও স্ট্রিমিং , অফলাইন ডাউনলোড ইত্যাদি সহ আরো অনেক সুবিধা । ইউটিউবে সাবস্ক্রিপশন এক্সেসে বিনামূল্যে 40 মিলিয়ন গান পাওয়া যাবে । হ্যাঁ তবে মনে রাখবেন এই সুবিধাটি সীমিত সময়ের জন্য । আর একটি কথা বলে রাখি এই সুবিধাটি কেবন মাত্র তারাই পাবেন যারা কিনা Poco X4 pro স্মার্ট ফোনটি ব্যবহার করবেন ।