নতুন বছরে নতুন আকর্ষণ নিয়ে হাজির ওয়ালটন প্রিমো NX6 | Walton Primo NX6 New Smartphone With Powerful Camera

আমরা প্রায় সকলেই হয়তো বিদেশি নামীদামী ব্রান্ড অর্থাৎ স্যামসাং , শাওমি , রিয়েলমি ছাড়াও আরো অন্যান্য কোম্পানিগুলোকে মার্কেটে ভালো স্মার্টফোন লঞ্চ করতে দেখেছি । স্মার্টফোনগুলোর ভার্সন আপডেট করার মধ্য দিয়ে তাদের ভেতর আমরা একটি প্রতিযোগিতা দেখতে পেয়ে থাকি । আর সেই প্রতিযোগিতার দিক দিয়ে পিছিয়ে নেই আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন । অন্যান্য ব্র্যান্ড গুলোর মত ওয়ালটন এখন রিলিজ করছে মার্কেটে তাদের নিত্য নতুন মডেল । প্রতিযোগিতার কথা যদি বলে তাহলে পিছিয়ে নেই ওয়ালটন । স্বল্পমূল্যের ভিতরে কোম্পানিটিকে আমরা কয়েকটি মডেল রিলিজ করতে দেখেছি । দেশের বাজারে মোটামুটি ভালো মানের ফিচার এবং পারফরম্যান্স নিয়ে আরও একটি নতুন মডেলের সাথে উপস্থিত ওয়ালটন । ফেব্রুয়ারি , 2022 সালের ওয়ালটন কোম্পানির নতুন আকর্ষণ Walton Primo NX6 । এখন এক নজরে জেনে নেওয়া যাক কোম্পানিটি নতুন এই মডেলটিতে কি কি অফার করেছে এবং মডেলটিকে কত বাজেটের মধ্যে রাখা হয়েছে ।

নতুন বছরে নতুন আকর্ষণ নিয়ে হাজির ওয়ালটন প্রিমো NX6 | Walton Primo NX6 New Smartphone With Powerful Camera


ক্যামেরা কালেকশন

Walton primo NX6 মডেলটির ক্যামেরা সেটআপ দেখলে আমাদের কাছে অ্যাপলের কথা মনে পড়ে যাবে অর্থাৎ আইফোন ক্যামেরা সেটআপের । ওয়ালটন কোম্পানিটি মার্কেটে আরো বেশকিছু স্মার্টফোন রিলিজ করেছে সেগুলো থেকে এই মডেলটির ক্যামেরা কালেকশন এবং পারফরম্যান্স দুটোই আমার কাছে সেরা বলে মনে হয়েছে । এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা সেন্সরে 48 মেগাপিক্সেল এর পাশাপাশি আল্ট্রা ওয়াইড ফাংশনে 5 মেগাপিক্সেল এর দেখা পাওয়া যাবে । এখানেই শেষ নয় ডেপ্ট ক্যামেরায় 2 মেগাপিক্সেল এর সাথে আমরা পেয়ে যাব তিনটি ক্যামেরার মাধ্যমে ছবি তোলার সুবর্ণ সুযোগ । রেয়ার আইটেমে ট্রিপল ক্যামেরার মাধ্যমে মনমুগ্ধকর ছবি ক্যাপচার করা যাবে বিধায় এই স্মার্টফোনটিকে ক্যামেরা স্মার্টফোন বলা যেতে পারে । প্রোপার লাইটিং সিস্টেমে ছবি তোলার ক্ষেত্রে কোন ঝামেলা চোখে করবে না বলে ধারণা করা যায় এবং স্বল্প আলোতে মোটামুটি ভালো মানের ছবি তোলা যাবে । তবে এই স্মার্টফোনটি আল্ট্রা ওয়াইড ফাংশনে যদি 8 মেগাপিক্সেল এর ক্যামেরা ব্যবহার করা হতো তাহলে স্মার্টফোনটি অনেকটা এগিয়ে যেত বিশেষ করে ক্যামেরা পারফরম্যান্সের জন্য । তবে 5 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে যেটিকে আমরা ভালো বলে দাবী করতেই পারি । এছাড়াও থাকছে সামনের ক্যামেরায় 8 মেগাপিক্সেল এর মাধ্যমে ছবি তোলার সুযোগ । যেটির মাধ্যমে আপনি খুব সহজেই নিজের ছবি নিজে অর্থাৎ সেলফি তুলতে পারবেন । 


বডি ডিজাইন

ওয়ালটন কোম্পানি তাদের মডেলগুলোকে রীতিমত এই ভার্শন করে যাচ্ছে এবং কাস্টমারদের কাছ থেকে নেওয়া ফিডব্যাক থেকে তারা তাদের মডেলগুলোতে নিত্যনতুন বডি ডিজাইন দিয়ে যাচ্ছে যেগুলো অন্যান্য কোম্পানি গুলোর স্মার্টফোনের সাথে টক্কর দেওয়ার মতো । Walton Primo NX6 ভার্শনটির বডি ডিজাইনে আমরা একটি ফিনিশিং দেখতে পাবো যেটি আইফোন 12 সিরিজের মতোই দেখতে । তবে এখানে একটু আমরা ম্যাড ফিনিশিং দেখতে পাবো যার কারণে বডিতে দাগ লাগার সম্ভাবনা অনেক বেশি । স্মার্টফোনটি আকারে কিছুটা বড় যার কারণে আমাদেরকে এক হাতে হ্যান্ডেল করাটা অনেক টাফ হয়ে যেতে পারে কিন্তু অনেকটা ভারি এমনটা কিন্তু নয় । দেশের বাজারে দুটি কালারে এই স্মার্টফোনটিকে পাওয়া যাবে নীল এবং কালো । আমার কাছে ব্যক্তিগতভাবে নীল কালারটি বেশ ভালো লেগেছে । প্লাস্টিক ফ্রেমে আবদ্ধ এই স্মার্টফোনটির বাম পাশে আমরা পেয়ে যাব সিম কার্ড স্লট এবং নিচে রয়েছে ইউএসবি ক্যাবল এবং মাইক্রোফোন । এছাড়াও সাউন্ড সিস্টেমে খুব ভালো পারফরর্মেন্স পাওয়া যাবে বলে আশা করা যায় ।

ব্যাটারি পাওয়ার

6000 mAh পাওয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে Walton Primo NX6 মডেলটিতে । ক্যামেরা পারফরম্যান্সের পাশাপাশি এই স্মার্টফোনটির ব্যাটারি পারফরমেন্স অনেক ভালো বলা যেতে পারে । মোবাইলের ব্যাটারি তুলনামূলকভাবে আকারে কিছুটা বড় যার কারণে ডিভাইসটির ওজন কিছুটা ভারী বলে মনে হয়েছে । হাই পাওয়ারের ব্যাটারি ব্যবহার করার কারনে আপনি কিন্তু এই স্মার্টফোনটিকে অনায়াসে দুইদিন ব্যবহার করতে পারবেন । তবে আপনি যদি হ্যাভি ইউজার হয়ে থাকেন অর্থাৎ দিনে 12 থেকে 15 ঘন্টা মোবাইল ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ একদিন ব্যবহার করতে পারবেন । 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে কোম্পানিটি চার্জার বক্সে অফার করেছে 10 ওয়াটের একটি চার্জার । আর এই বিষয়টি গ্রাহকদেরকে অথবা ইউজারদের কিছুটা ভাবনায় ফেলতে পারে । তার কারণ হলো 6000 মিলি এম্পিয়ার পাওয়ার এর সাথে 10 ওয়াট অত্যন্ত বেমানান  । যাইহোক পরবর্তী ভার্সনে কোম্পানি হয়তো এদিকে কিছুটা হলেও নজর দিবে ।

ডিসপ্লে কোয়ালিটি

6.78 ইঞ্চি ডিসপ্লে স্কিনের পাশাপাশি 1080×2460 ফুল এইচডি রেজুলেশন এর ডিসপ্লে পাওয়া যাবে । আইপিএস এলসিডি ক্যাপাচিতিভ টাচস্ক্রীন ব্যবহার করা হয়েছে । এর সাথে সাথে ডিসপ্লেতে থাকছে multi-touch । Full hd +রেজুলেশনের সাথে ডিসপ্লের টপ সেন্টারে রয়েছে পাঞ্চ হোল । বেজেল লেস এর পরিমাণ আমার কাছে ঠিকঠাক বলে মনে হয়েছে । আর যদি আমরা ব্রাইটনেস আর কথা বলি তাহলে খুবই চমৎকার ব্রাইটনেস পাওয়া যাবে তবে লাইটিং পজিশনে কিছুটা ঝামেলা লক্ষ্য করা যেতে পারে । ডিসপ্লেতে কালারফুল যে বিষয়টা রয়েছে সেটা তুলনামূলকভাবে ভালো বলা যায় । স্মার্টফোনটির ডিসপ্লেটি আমাদেরকে অফার করছে 60 হার্জ রিফ্রেশ রেট । আমরা যদি কোম্পানিটির প্রিভিয়াস ভার্সনগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু আমরা ফুল এইচডি রেজুলেশন এর সাথে 90 হার্জের রিফ্রেশ রেট দেখতে পাবো । এক্ষেত্রে কিন্তু আমরা 90 হার্জের রিফ্রেশ রেট মিসিং পাবো । তবে যা দেওয়া হয়েছে তুলনামূলকভাবে মানিয়ে নেওয়া যায় । 

সিকিউরিটি সিস্টেম

সিকিউরিটি সিস্টেম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে স্মার্টফোনের ক্ষেত্রে । ওয়ালটন কোম্পানির নতুন মডেলটিতে ব্যাকগ্রাউন্ডে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেখতে পেয়ে যাব । তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির ক্ষেত্রে আমার যে বিষয়টি মনে হয়েছে ,  ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর অবস্থান যদি আর মাউন্টেড দেওয়া হতো তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখা যেত । তবে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার ফলে সৌন্দর্য নষ্ট হয়েছে এমনটা কিন্তু নয় । এবার আসা যাক কার্যক্ষমতার বিষয়ে , ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুব দ্রুত কাজ করতে সক্ষম এবং এর অবস্থান পারফেক্ট জায়গায় দেওয়া হয়েছে বলে আঙ্গুলের মাধ্যমে খুব সহজেই স্ক্যানিং করা যায় । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর পাশাপাশি আরো অন্যান্য সিকিউরিটি সিস্টেম দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে রয়েছে এক্সিলারোমিটার , ফেস আনলকিং সিস্টেম , আরো ইত্যাদি ইত্যাদি । 


গেমিং পারফরম্যান্স

হাতে নিয়ে ব্যবহার করতে সুবিধা থাকার কারণে সাধারণ জনগণ কম খরচের মধ্যে একটি ভালো মানের স্মার্টফোন চয়েজ করে থাকে । ওয়ালটন ব্র্যান্ডের নতুন এই মডেলটি অনলাইন গেমিং পারফরম্যান্সের জন্য তুলনামূলকভাবে ভালো পারফরম্যান্স দিয়ে থাকবে বলে ধারণা করা যায় । বর্তমান সময়ের অন্যতম একটি আলোচ্য বিষয় হচ্ছে অনলাইন গেমিং । আর অনলাইন গেমিং এর মধ্যে যে গেম গুলো মার্কেটে বেশি জায়গা দখল করে আছে সেগুলোর মধ্যে ফ্রী ফায়ার এবং পাবজি ছাড়াও রয়েছে আরো অন্যান্য অনলাইন গেমস । ফ্রী ফায়ার এবং পাবজি এই দুটি অনলাইন গেম গুলোকে আমরা এই স্মার্টফোনের মাধ্যমে খুব ভালোভাবে খেলতে পারব এবং এটাও আশা করা যায় যে কোনো ধরনের লেক চোখে পড়বে না গেমস খেলার সময় । তবে পাবজি খেলার সময় একশন মুডে কিছুটা ঝামেলা চোখে পড়তে পারে । আর এইগুলো বাদে অনলাইন গেমিং গ্রাফিক্স থেকে শুরু করে প্রতিটি বিষয় ভালো লাগবে ইনশাআল্লাহ । আমরা যারা 15 থেকে 20 হাজার টাকার মধ্যে একটি অনলাইন গেমিং সেট খুঁজে বেড়াচ্ছি তাদের জন্য এই মডেলটি সাজেস্ট করা হলো আমার পক্ষ থেকে ।

অভ্যন্তরীণ স্টোরেজ

4 জিবি রেম এবং 64 জিবি রোম এর সাথে ওয়ালটন আমাদেরকে নতুন এক রুপে উপহার দিচ্ছে Walton Primo NX6 । এখন প্রশ্ন হলো অভ্যন্তরীণ স্টোরেজের ক্ষেত্রে এই স্মার্টফোনটি দামের সাথে চলনসই কিনা ? মিড রেঞ্জের ভিতরে নামিদামি কোম্পানিগুলো যে স্মার্টফোনগুলো মার্কেটে রিলিজ করে থাকে সেগুলোতে মূলত আমরা 4 থেকে 6 জিবি রেম ব্যবহার করতে দেখে থাকি । যেখানে ওয়ালটন আমাদেরকে অফার করছে 4 জিবি রেম । এছাড়াও অভ্যন্তরীণ স্টোরেজে আরও থাকছে 64 জিবি রোম । তবে আপনার যদি বাড়তি স্টোরেজের প্রয়োজন হয়ে পড়ে তখন কিন্তু আপনি চাইলে মেমোরি কার্ড স্লটে মেমোরি ব্যবহার করে স্টোরেজঃ বাড়িয়ে নিতে পারবেন অথবা বলা যেতে পারে এতে বাড়তি সুবিধা ব্যবহার করে আপনি স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন । পরিশেষে বলা যেতে পারে অন্যান্য কোম্পানি গুলো মিড রেঞ্জের ভিতরে যে স্মার্টফোনগুলো মার্কেটে লঞ্চ করে সেগুলো থেকে ওয়ালটন এই এই স্মার্টফোনটির অভ্যন্তরীণ স্টোরেজে তেমন কিছু মিসিং রাখেনি । 

অনলাইনের মাধ্যমে অর্ডার

সৌখিনতার হাত ধরে এগিয়ে গেছে মানুষের মন মানসিকতা । বর্তমান সময়েকালে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের পাশাপাশি স্মার্টফোন অর্ডার করতে দেখি অনলাইনের মাধ্যমে । অনলাইনে অর্ডারের মাধ্যমে অবশ্য আমাদের সময় অনেকটা বেঁচে যায় এবং আমরা মার্কেটে না গিয়েও আমাদের প্রয়োজনীয় পণ্য গুলো হাতের মুঠোয় পেয়ে যাই । যত অনলাইন কোম্পানিতে আমাদের দেশের একটি ব্র্যান্ডের শুরু করা যেতে পারে আমরা আমাদের আশেপাশের যেকোনো মার্কেটগুলোতে স্মার্টফোনটি খুব সহজে পেয়ে যাব । তবে যারা ঘরে বসেই স্মার্টফোনটি ক্রয় করতে চান তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে । দেশে ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি খুব সহজে ওয়ালটনের রিলিজ করা স্মার্টফোনগুলো এবং এই মডেলটিকেও খুব সহজে অর্ডার করে নিতে পারব । তবে এক্ষেত্রে আমাদেরকে অবশ্য যথারীতি সতর্ক থাকতে হবে । 


প্রাইস এবং রিলিজ ডেট

ফেব্রুয়ারী 17 , 2022 দেশের বাজারে ওয়ালটন কোম্পানির নতুন করে তাদের নতুন মডেল রিলিজ করলো যার নাম Walton Primo NX6 । উপরের আলোচনায় আমরা এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন জানতে পেরেছি এখন জেনে নিব আমরা এই স্মার্টফোনটিকে দেশের বাজারে কত বাজেটের মধ্যে রাখা হয়েছে ‌‌‌। দেশের বাজারে স্মার্টফোনটির অফিশিয়ল মূল্য 15,990 । স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার দেখে আমার কাছে মনে হয়েছে স্মার্টফোনটির মূল্য বেশি নির্ধারণ করা হয়নি । মিড রেঞ্জের ভিতরে স্মার্টফোন ব্যবহার করার ইচ্ছা যাদের রয়েছে কাদের জন্য এ মডেলটি মার্কেটের সেরা বলে মনে হতে পারে এমনটা মনে হয়েছে আমার কাছে ।
 










একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন