ইনফিনিক্স হট 12 5G | Infinix hot 12 5g full specification 2022

15000 টাকার মধ্যে যদি একটি ভাল মানের স্মার্টফোন মার্কেটে চলে আসে তাহলে সেই স্মার্টফোনটি ব্যবহার করার আকুলতা সকলের মধ্যে থাকাটা একটি স্বাভাবিক বিষয় । আর যদি ঠিক এমন পারফরম্যান্সের একটি স্মার্টফোন মার্কেটে চলে আসে তাহলে কেমন হয় ?কিছুটা অবিশ্বাস্য হলেও ঠিক এমনটাই করে দেখিয়েছে ইনফিনিক্স । মিড রেঞ্জে থাকা স্মার্টফোনগুলোর মধ্যে ইনফিনিক্স এর হট সিরিজগুলোর ব্যাপক চাহিদা মার্কেটে আমরা দেখতে পাই । ইনফিনিক্স এর ধারাবাহিকতায় হট সিরিজের হাত ধরে মার্কেটে চলে আসলো নতুন বাজেট কিং স্মার্টফোন infinix hot 12 । যেখানে দেওয়া হয়েছে অবিশ্বাস্য স্টোরেজ পারফরম্যান্স । নির্ধারিত বাজার দামে মডেলটি মার্কেটে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা বিস্তার লাভ করতে পারবে বলে আমি নিজে থেকে একটি অভিমত পোষণ করছি । ডিভাইসটিতে আরো নতুন কি কি আপডেট আনা হয়েছে সেগুলোর উপর বিস্তারিত একটি আলাপ-আলোচনা তুলে ধরা হলো ।


ইনফিনিক্স হট 12 5G | Infinix hot 12 5g full specification 2022


অপারেটিং প্ল্যাটফর্ম

স্মার্টফোনটির প্রসেসরে রাখা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 এবং এর সাথে গেমিং গ্রাফিক্সে রাখা হয়েছে Mali G52 । অপারেটিং সিস্টেমে কিছুটা আপডেট আনা হয়েছে এই ডিভাইসটিকে রান করানো হয়েছে অ্যানড্রয়েড ভার্সন 12 এর মাধ্যমে । যদি আমরা এই ডিভাইসটির প্রসেসর নিয়ে কিছু বলি তাহলে বলা যায় মিডিয়াম বাজার সিগমেন্টে মিডিয়াটেক হেলিও ফেলে দেওয়ার মতো নয় । যে কোন অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করার জন্য থাকছে প্লে স্টোর । এন্ড্রয়েড ভার্সন 12 ব্যবহার করা হয়েছে যেটি গ্রাহকদের মন জয় করার জন্য যথেষ্ট পরিমান ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ । মিডিয়াটেক হেলিও প্রসেসর এর সংস্পর্শে থাকার কারণে মডেলটি যেকোনো অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং হওয়ার সময় তেমন একটা সময় নিবে না । এছাড়াও হাই কোয়ালিটি মে সফটওয়্যার গুলো রয়েছে সেগুলো রান করানো যাবে ভালোভাবে ।


ক্যামেরা পারফরম্যান্স

প্রাইমারি ক্যামেরা ফাংশনে আমরা ডাবল রেয়ার আইটেমে পেয়ে যাব সুন্দর একটি ডিজাইনে । প্রাইমারি ক্যামেরার মেইন সেন্সরে রয়েছে 13 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা এবং ঠিক তারই সাথে 8 মেগাপিক্সেল এর আরো একটি ক্যামেরা ফাংশন রয়েছে । এখানে যে বিষয়টি না বললেই প্রাইমারি ক্যামেরায় আল্ট্রা ওয়াইড ফাংশনের একটা মিসিং রয়েছে । যেমন ধরেন আপনার গাছ রয়েছে কিন্তু সেই গাছে কোন ফল ধরছে না তাহলে কিন্তু আপনার সেখানে ফলাফল জিরো বললেই চলে । আমার কাছে মনে হয়েছে এখানে আল্ট্রা ওয়াইড ফাংশন দিলে হয়তো বেটার রেজাল্ট পাওয়া যেতো । সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল । সেলফি ক্যামেরার ক্ষেত্রেও আমরা কিছুটা ঘাটতি উপলব্ধি করতে পারবো । প্রাইমারি ক্যামেরায় ডাইনামিক রেঞ্জের পরিমাণ কিছুটা কম হওয়ার কারণে সফট ইমেজ চলে আসবে তবে যথেষ্ট কালারফুল । সেলফি তোলার ক্ষেত্রেও ঠিক সেম পরিস্থিতির মুখোমুখি হতে হবে । ক্যামেরা ফিচারে পাওয়া যাবে ডুয়েল ফ্লাসলাইট এবং 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করার সুবিধা । স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরায় কিছুটা ইমপ্রুভমেন্ট এর প্রয়োজন ছিল ।

স্টোরেজ

মিডিয়াম বাজার সিগমেন্টে যে স্মার্টফোনগুলো মার্কেটে রিলিজ করা হয় 15,000 টাকা বা তার আশেপাশে সেগুলোর ম্যাক্সিমাম মডেল গুলোতেই আমরা 4 জিবি রেম এর উপস্থিতি দেখতে পেয়েছি । কিন্তু ইনফিনিক্স হট 12 মডেলটিতে আমরা 4 জিবি রেম এর পাশাপাশি 6 জিবির দেখাও পাব । স্মার্টফোনের এটি একটি ভাল দিক যার জন্য এই মডেলটিকে আমার কাছে বাজেট কিং বলেই মনে হয়েছে । এক্সটার্নাল মেমোরিতে দেখতে পাবো 128 জিবি রোম । আপনি যদি লাইট ইউজার হয়ে থাকেন বা স্মার্টফোনটি খুব কম ব্যবহার করেন তার জন্য আপনি 4 জিবি ভেরিয়েন্টকে চয়েজ করতে পারেন । স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজে এবং এক্সটার্নাল স্টোরেজ গ্রাহকদের মনে অনেকটা আকর্ষণ জাগাতে সফল হবে । ইনফিনিক্স কোম্পানি তার হট সিরিজ গুলোর মধ্যে এই মডেলটিতে একটি ইন্টারেস্টিং জিনিস যুক্ত করেছে আর সেটি হল স্টোরেজ ।  ‌‌

বডি ডিজাইন 

ইনফিনিক্স কোম্পানির রিলিজ করা স্মার্টফোনগুলো আমরা আকারে কিছুটা বড় দেখতে পাই । Infinix Hot 12 মডেললটিতে খুব সুন্দর একটি ফিনিশিং দেওয়া হয়েছে । যার রাইট সাইডে আমরা ভলিউম এবং গুগোল অ্যাসিস্ট্যান্ট বাটনের দেখা পাব এবং বাম পাশে থাকছে মেমোরি কার্ড স্লট । বডির নিচের দিকে ইউএসবি ক্যাবল এবং স্পিকার ছাড়াও 3.5mm হেডফোন জ্যাক এর উপস্থিতি দেখা যাবে । পিছনের দিকে আমরা কোম্পানির দেওয়া লোগো দেখতে পাবো একটি আকর্ষণীয় ডিজানে । প্লাস্টিকের ফ্রেমে আবদ্ধ থাকা এই মডেলটি বেশ ভালই মজবুত । তবে ব্যবহারকারীদের একটি নির্দেশনা দিতে চাই আর সেটি হল স্মার্টফোনটি ব্যবহার করার সময় অবশ্যই আলাদা একটি ব্যাকপাট ব্যবহার করার । তা না হলে মডেলটির বডিতে দাগ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে । 195 গ্রামের এই মডেলটি আকারে কিছুটা বড় হলেও ওজনের ক্ষেত্রে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে ।


ডিসপ্লে সেকশন

90 হার্জ রিফ্রেশ রেট এর সাথে 6.82 ইঞ্চি সাইজের মোটামুটি বড় একটি ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে ইনফিনিক্স এর নতুন এই স্মার্টফোনটিতে । যেখানে 720×1612 পিক্সেল রেজুলেশন রয়েছে । এছাড়াও পিক্সেল দেন্সিটি রয়েছে 259 । আইপিএস ক্যাপাসিটিভ টাচস্ক্রিন এর পাশাপাশি multi-touch এর ফিচার থাকছে । ডিসপ্লে মোটামুটি যথেষ্ট কালারফুল বলা যায় এবং যেকোন ভিডিও প্লেব্যাক দেখার সময় যথেষ্ট ভাল মানের পিক্সেল ধরে রাখতে পারবে বলে ধারণা করা যায় । রিফ্রেশ রেট এর পরিমান মিডিয়াম বাজেট হিসেবে চলনসই । ডিসপ্লে মোটামুটি বড় হওয়ার কারণে যেকোন ভিডিও দেখার সময় কোন অসুবিধা চোখে পড়বে না । মিডিয়াম ক্যাটাগরির স্মার্টফোন হিসেবে ডিসপ্লে অনেকটা হাই লেভেলের অথবা নিম্নমানের এমনটা কিন্তু নয় । পারফরমেন্সের দিক দিয়ে বাজেট অনুযায়ী মিডিয়াম পজিশনে রয়েছে বলা যায় ।

ব্যাটারি ব্যাকআপ

স্মার্টফোনটিতে non-removable লিথিয়াম পলিমার টাইপ এর ব্যাটারি ইউজ করা হয়েছে যার ক্যাপাসিটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার । উক্ত প্রাইস এর মধ্যে থাকা অন্যান্য স্মার্টফোনগুলোতে আমরা সেম ব্যাটারি পারফরম্যান্স দেখতে পেয়েছি তবে এটা যে একেবারে ফেলে দেওয়ার মতো তেমনটা কিন্তু নয় । ব্যাটারি পারফরম্যান্স মোটামুটি ভালো এটা বলাই যায় । ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য এর সাথে 18 ওয়াটের একটি চার্জার অফার করা হয়েছে । যার সাহায্যে ডিভাইসটিকে ফুল চার্জ করতে বেশি সময় লেগে যাবে । তবে যা দেওয়া হয়েছে মোটামুটি সন্তুষ্ট থাকার মতো । ডিভাইসটির ব্যাটারি পারফরম্যান্স তুলনামূলক ভালো হলেও আপনি যদি বেশি ব্যবহার করে থাকেন তাহলে ফুল চার্জে একদিন ব্যবহার করতে পারবেন । ছোটখাটো ব্যবহারকারী হলে একদিন ব্যবহার করার পরেও কিছুটা চার্জ অবশিষ্ট থেকে যাবে । মডেলটির ব্যাটারি আকারে তেমন বড় নয় যার কারণে স্মার্টফোনটি ওজনেও অনেকটা হালকা ।

গেমিং পারফরম্যান্স

অনলাইন গেম গুলো খেলার জন্য আমরা অনেক মানুষকেই ইনফিনিক্স এর উপর নজর রাখতে দেখেছি । এখন এমন অনেক ইনফিনিক্স লাভার রয়েছে যারা ইনফিনিক্স হট 12 মডেলটি সাহায্যে অনলাইন গেম গুলো উপভোগ করতে চান , তাদের জন্য এই মডেলটি কেমন পারফরম্যান্স করতে পারবে ? মিডিয়াম বাজেটে মার্কেটে যে কয়টি স্মার্টফোন রয়েছে এক কথায় বলতে গেলে সেগুলোর প্রসেসর কিং হলো মিডিয়াটেক হেলিও । গেমিং পারফরম্যান্স মিডিয়াটেক হেলিও অনেকটা ভালই রান করতে পারে বলে ধারণা গ্রাহকদের । গেমিং গ্রাফিক্স থেকে শুরু করে মুভমেন্ট পর্যন্ত ভালো পারফরম্যান্স পাওয়া যাবে বলে আমার ধারণা । তবে আপনি যদি ক্রিয়েটিভ মানের অথবা হাইলেবেলের গেমিং পারফরম্যান্স চেয়ে থাকেন তাহলে মডেলটি আপনার জন্য তেমন একটা স্পেস তৈরি করতে পারবে না । তবে পরিশেষে এটা বলা যায় যে 15000 টাকা বাজেটে বেটার পারফরম্যান্স পাওয়া যাবে ।


সিকিউরিটি সেন্সর এবং নেটওয়ার্ক

হাই কোয়ালিটি অথবা হাই লেভেল স্মার্টফোনগুলোতে আমরা সচরাচর একটু ভালো মানের একটি ফিজিক্যাল স্ক্যানার দেখতে পেয়ে যাই । কিন্তু বর্তমান সময়ে আমরা মিডিয়াম রেঞ্জ থাকা স্মার্টফোনগুলোতেও ফিজিক্যাল সেন্সরের দেখা পেয়ে যাবো । ইনফিনিক্স এর নতুন মডেল দিতে আমরা ফিজিক্যাল স্ক্যানারের দেখা তো পাবই তার সাথে সাথে এটির অবস্থান পাবো সাইড মাউন্টেডে । এই পারফরম্যান্সটিকে আমার কাছে মেঘ না চাইতেই বৃষ্টি মনে হয়েছে । কেবল এখানেই শেষ নয় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিখুঁতভাবে কাজ করতে সফল যার কার্যক্ষমতা অনেকটাই ফাস্ট । নেটওয়ার্কিং সিস্টেমের কথা যদি বলি তাহলে এখানে সর্বোচ্চ ফাইভজি মানে নেটওয়ার্ক উপভোগ করা যাবে খুব সহজেই এবং বিশ্বের যেকোনো স্থান থেকেই । এছাড়াও থাকছে তারবিহীন নেটওয়ার্কগুলো ব্যবহার করার সুব্যবস্থা । 

রিলিজ ডেট এবং প্রাইস

ইনফিনিক্স হট 12 নতুন মডেলটিকে গ্লোবাল মার্কেটে 26 এপ্রিল , 2022 । রিলিজ হওয়ার সাথে সাথে এই স্মার্টফোনটির মূল্যও নির্ধারণ করা হয়েছে 14,999 টাকা । যে প্রাইস গুলো মূলত 10 থেকে 15 বা 20 হাজার টাকার ভিতরে থাকে এগুলোকে আমরা মূলত মিডিয়াম বাজেটের স্মার্টফোন বলে অভিহিত করে থাকি । মিডিয়াম বাজেট হিসেবে এই স্মার্টফোনটি আমাদের কেমন পারফরম্যান্স দিবে বলে আশা করা যায় ? উপরের আলোচনায় আমরা এই স্মার্টফোনটির খুঁটিনাটি দিকগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে বিভিন্ন সুবিধা এবং অসুবিধা অনুধাবন করতে পেরেছি । মিডিয়াম বাজেটে থাকা সত্বেও আমরা বেশ কিছু জায়গায় বেস্ট পারফরমেন্স পেয়েছি আবার কিছু কিছু জায়গায় হয়তো পারফরমেন্সের ঘাটতি চোখে পড়েছে । উন্নতির বিকাশে এখন পিছিয়ে নেই ইনফিনিক্স আর এটাও আশা করা যায় এই মডেলটির মাধ্যমে তাদের গ্রহণযোগ্যতা গ্রাহকদের কাছে অনেকটাই বেড়ে যেতে পারে । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন