স্যামসাং গ্যালাক্সি A53 সিরিজ | Samsung Galaxy A53 5g Release date And Price

পৃথিবীজুড়ে স্যামসাং কোম্পানির জনপ্রিয়তার কথা সকলেরই জানা । কোম্পানিটি হাই কোয়ালিটি স্মার্টফোন থেকে শুরু করে এন্ট্রি লেভেলের বাজেটের মধ্যে স্মার্ট ফোন রিলিজ করে থাকে । তাদের জনপ্রিয়তা এতই বেশি যে রুচি ভেদে তাদের বিভিন্ন বাজেটের গ্রাহক রয়েছে । পৃথিবীজুড়ে প্রচুর পরিমাণে স্যামসাং লাভার রয়েছে যারা কিনা স্যামসাংয়ের নতুন একটি স্মার্টফোন মার্কেটে রিলিজ হওয়ার জন্য অপেক্ষায় থাকে । 17ই মার্চ , 2022 স্যামসাং কোম্পানিটি গ্লোবাল মার্কেটে রিলিজ করলো তাদের নতুন মডেল Samsung Galaxy A53 । মডেলের নাম শুনে আপনারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন এই ডিভাইসটির প্রিভিয়াস ভার্শন রয়েছে যেটির নাম Samsung Galaxy A52 । স্যামসাং কোম্পানির A সিরিজ গুলো দেখতে অনেকটাই মনমুগ্ধকর । A সিরিজের লেটেস্ট ভার্সন মার্কেটে যুক্ত হয়েছে আলোড়ন সৃষ্টিকারী সেই মডেলটি হল Samsung Galaxy A53 । 


স্যামসাং গ্যালাক্সি A53 সিরিজ | Samsung Galaxy A53 5g Release date And Price


ক্যামেরা পারফরম্যান্স

স্মার্টফোনের ক্যামেরা ডিজাইনের কথা যদি বলি তাহলে এখানে প্রিভিয়াস ভার্শন এর কথা কিছুটা হলেও মনে পড়বে প্রথম দেখায় । যাহোক মডেলটির প্রাইমারি ক্যামেরা ফাংশনে রাখা হয়েছে কোয়াদ ক্যামেরা সেটআপ । ওয়াইড সেন্সরে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেল এর একটি আকর্ষণীয় ক্যামেরা কাটাউট । সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্যামেরা কাটাউট গুলো লম্বালম্বিভাবে রাখা হয়েছে । স্যামসাং কোম্পানিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এই স্মার্টফোনটিতে আল্ট্রা ওয়াইড ফাংশন রাখার জন্য । আল্ট্রা ওয়াইড ফাংশনে রাখা হয়েছে 13 মেগাপিক্সেল । ডেপট এবং ম্যাক্রো সুটারে 5 মেগাপিক্সেল করে দুইটি ক্যামেরার দেখা পাওয়া যাবে এই বিষয়টিও গ্রাহকদের কাছে ভাল লাগার কথা । ক্যামেরা গুলোর মাধ্যমে জুম করে খুবই ভালো মানের এবং মনোরঞ্জক ছবি ক্যাপচার করা সম্ভব বলে আমি মনে করি । প্রাইমারি কোয়াদ ক্যামেরা সেটআপ পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে । 9000×7000 ইমেজ রেজুলেশন সেন্সরে ছবি ক্যাপচার করা যাবে । ব্লার , পোর্ট্রেট মোড ছাড়াও জনপ্রিয় সব ফিচার পাওয়া যাবে এখানে । সবচেয়ে বেশি ভাল লেগেছে যে বিষয়টি সেটি হলো ফ্রন্ট ক্যামেরায় রাখা হয়েছে 32 মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা ।


নেটওয়ার্কিং সিস্টেম

ফাইভ-জি গতি নেটওয়ার্ক সম্পন্ন স্মার্টফোনগুলোর তালিকার মধ্যে স্যামসাং গ্যালাক্সি A53 একটি অনন্য অন্যতম মডেল । এই ডিভাইসটির মাধ্যমে আপনি খুব সহজেই ফাইভ-জি নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন । এছাড়াও আপনার থ্রিজি , ফোরজি এবং 5g নেটওয়ার্ক এর বেশ কিছু ভার্সন রয়েছে । দুর্দান্ত গতিতে ব্রাউজিং করা যাবে খুব সহজে । ওয়ারলেস কানেক্টিভিটি নেটওয়ার্কিং সিস্টেমে থাকছে 5.1 মডেলের ব্লুটুথ , dual-band wifi-direct , এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্ট সহ অন্যান্য নেটওয়ার্ক গুলো উপভোগ করার বেশ সুবিধা রাখা হয়েছে । নেটওয়ার্কিং সিস্টেম গ্রাহকদের কাছে অনেকটা ভালো লাগবে বলে আমি ধারণা করি তার কারণ হলো এখানে উন্নতমানের নেটওয়ার্ক ফাইভজির দেখা পাওয়া যাবে । আর এই জন্যই এই ডিভাইসটির নেটওয়ার্কিং সিস্টেম অনেকটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ

ডিসপ্লে ডেকোরেশন

6.5 ইঞ্চি সাইজের মোটামুটি মিডিয়াম সাইজের বলা চলে একটি আকর্ষণীয় মানের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে স্যামসাংয়ের নতুন মডেলটিতে । ক্যাপাসিটিভ টাচস্ক্রিন টাইপের একটি ফুল এইচডি রেজুলেশন এর ডিসপ্লে অনেকটা নজর নন্দিত । 1080×2400 পিক্সেল রেজুলেশন সাপোর্টেড । যার পিক্সেল দেন্সিটি 405 পিপিআই । এখানে মাল্টিটাচ ফিচারের উপস্থিতি বিদ্যমান। । স্যামসাং গ্যালাক্সি a53 মডেলটির ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 5 দিয়ে প্রটেক্টেড । কেবল মাত্র এখানেই শেষ নয় ডিসপ্লেতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট । নরমালি আমরা সুপার এমোলেড এর সাথে 120 Hz রিফ্রেশ রেট একটু কমই দেখে থাকি । বাট এই ডিভাইসটির ক্ষেত্রে কিন্তু আমরা দুটি পারফরম্যান্স একসাথেই পাবো । ডিসপ্লে যথেষ্ট পরিমান কালারফুল এবং যথারীতি মাইন্ড ব্লোইং কালার ধরে রাখতে পারবে বলে আশা করা যায় । ব্রাইটনেস এর পরিমাণ বেশ ভালো ইনডোর অথবা আউটডোর দুই স্থানে পারফরম্যান্স অনেকটা ভালো পাওয়া যাবে ।

ব্যাটারি পাওয়ার

Samsung Galaxy A53 মডেলটিতে non-removable লিথিয়াম পলিমার টাইপ এর ব্যাটারি দেওয়া হয়েছে যেখানে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার । মিড রেঞ্জের প্রাইস হিসেবে ব্যাটারি ব্যাকআপ অথবা ব্যাটারি পাওয়ার ততটা বেশি বা কম বলা যাবে না । ঠিকঠাক বলেই মনে হয়েছে । তবে যে বিষয়টি আমাদের কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে ফেলবে সেটি হল চার্জার । স্মার্টফোনটিকে চার্জ দেওয়ার জন্য 25 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে । 5000 মিলি এম্পিয়ার ব্যাটারিটি মাত্র 25 ওয়াটের চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ করতে 1.30 মিনিটের মত সময় লাগতে পারে । প্রথমে আমি একটু ভেবে নিয়েছিলাম যে এখানে হয়তো 35 বা 40 ওয়াটের চার্জার ক্যাবল ব্যবহার করা হবে । তো যাই হোক কোম্পানি যেটা ভালো ভেবেছো সেটাই করেছে । এদিকে কিছুটা নজর দিলে হয়তো ব্যাটারি ব্যাকআপ এবং ব্যাটারি পাওয়ার অনেকটা আকর্ষণীয় রূপ ধারণ করতে পারতো । তবে কম্পানি যা দিয়েছে সে দিকেও সন্তুষ্ট থাকতে হবে তার কারণ হলো বাজেটের উপর লক্ষ্য রাখতে হবে । 


বডি ডিজাইন এবং কোয়ালিটি

স্মার্টফোনটির যে দিকটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হল এর বডি ডিজাইন । যদিও বডি ডিজাইন সম্পূর্ণ পলিকার্বনের তৈরি বাট দেখতে একটা গর্জিয়াস ভাব রয়েছে । আকারে বেশ স্লিম এবং ছোট মোটকথা হাতে নিয়ে ব্যবহার করার সময় একটা অন্যরকম ফিল অনুভব হবে । গ্লোবাল মার্কেটে স্মার্টফোনটি চারটি কালারে রিলিজ হয়েছে তবে আমার কাছে সব থেকে বেশি কালো কালারটি পছন্দ হয়েছে । বিল্ড ম্যাটারিয়ালে কর্নিং গরিল্লা গ্লাস দিয়ে প্রটেকশন রয়েছে গ্লাস ফ্রন্ট । যা বিভিন্ন আঘাত থেকে স্মার্টফোনটিকে রক্ষা করবে বলে আশাবাদী । 189 গ্রামের এই মডেলটিতে গুগোল অ্যাসিস্ট্যান্ট বাটন এবং ভলিউম প্লাস মাইনাস বাটন এর উপস্থিতি হাতের নাগালের মধ্যেই । সাউন্ড সিস্টেম বেশ ভালো পাওয়া যাবে এবং থ্রী পয়েন্ট ফাইভ এমএম হেডফোন জ্যাক এর উপস্থিতি বিদ্যমান রয়েছে । 

স্টোরেজ

স্যামসাং তাদের মডেলগুলোতে সচরাচর সবসময় মোটামুটি ভালো মানের স্টোরেজ দিয়ে থাকে । এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত প্রায় প্রতিটি স্মার্টফোনেই আমরা একটি ভাল মানের স্টোরেজ পারফরর্মেন্স দেখতে পাবো । স্যামসাংয়ের নতুন এই মডেলটিতে আমরা একটি ভালো মানের মেমোরি পারফরম্যান্স দেখতে পাই । এখানে থাকছে 8 জিবি রেম এবং 256 gb রোম ব্যবহার করার সুযোগ । মিড রেঞ্জের বাজেট হিসেবে উক্ত পারফরমেন্সটি কতটা যুক্তিযুক্ত ? উক্ত বাজেটে আমরা অন্যান্য কোম্পানি গুলোকে কিছুটা কম পারফরম্যান্স দিয়ে থাকতে দেখি । এছাড়াও এখানে থাকছে আলাদা ভাবে মেমোরি বাড়িয়ে ব্যবহার করার সুযোগের জন্য আপনি অবশ্য ব্যবহার করতে পারেন ওটিজি ক্যাবল । ইন্টার্নাল মেমোরি এবং এক্সটার্নাল মেমোরি মোটামুটি বেশি থাকার কারণে এই স্মার্টফোনটি ব্যবহারে হরেক রকমের সুবিধা উপভোগ করা যাবে ।

অপারেটিং সিস্টেম এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 

অপারেটিং সিস্টেমের দিক দিয়ে এই মডেলটি অন্যান্য মডেল গুলো থেকে একধাপ এগিয়ে । সচরাচর আমরা এন্ড্রয়েড ভার্সন 11 এর ছোঁয়া দেখতে পাই মিড রেঞ্জের স্মার্টফোনগুলোতে । কিন্তু স্যামসাংয়ের নতুন মডেলটিতে এন্ড্রয়েড ভার্সন 12 দেখতে পাবো । এদিকে হয়তো অনেকে আপডেট আনা হয়েছে । Exynos 1280 মডেলের চিপসেট এবং সিপিইউতে থাকছে অক্টাকোর । ফিজিক্যাল স্ক্যানার হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর জনপ্রিয়তা এখন কিছুটা হলেও বেশি । যা আমরা এই মডেলটিতে দেখতে পেয়ে যাব । ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির অবস্থান রেয়ার প্যানেলে হওয়ার কারণে খুব সহজেই সেটিকে ব্যবহার করা যাবে । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর কার্যকর ক্ষমতা অনেকটা দ্রুত এবং একোরেট । এছাড়াও থাকছে এক্সিলারোমিটার , প্রক্সিমিটি , গায়রো ইত্যাদি ইত্যাদি । সিকিউরিটি সিস্টেম এর ক্ষেত্রে আপডেটের কিছু নেই তবে সিকিউরিটি সিস্টেম গুলো খুব সূক্ষ্মভাবে সনাক্ত করতে সফল হবে ।

স্মার্টফোনটির সুবিধা এবং অসুবিধা

উপরের আলোচনায় আমরা এই স্মার্টফোনটির বডি ডিজাইন , ডিসপ্লে , ব্যাটারি ব্যাকআপসহ খুঁটিনাটি দিকগুলো আলাপ আলোচনা করলাম আর সেখানে আমরা কিছু সুবিধা এবং অসুবিধা দেখতে পেলাম । আসলে একটি স্মার্টফোনের বাজেটের উপর ডিপেন্ড করে পারফরম্যান্স দেওয়া হয়ে থাকে । বাজেট হিসেবে এই মডেলটিতে ক্যামেরা ফাংশনে আল্ট্রা ওয়াইড যে সেন্সর দেওয়া হয়েছে সেখানে কিছুটা ঘাটতি চোখে পড়েছে । আবার কিছু কিছু জায়গায় আমরা প্রিভিয়াস জেনারেশনের দেখাও পেয়েছি তো সেদিকে কিছুটা হলেও আপডেট আনার প্রয়োজন ছিল যেমন বডি ডিজাইনের কথাই বলা যাক । বডি ডিজাইনে এই মডেলটিতে কিছুটা আপডেট অনলি ডিভাইসটির বাজেট গ্লোবাল মার্কেটে কিছুটা হয়তো পেয়ে যেত । এছাড়া ডিসপ্লে রেজুলেশন , মেমোরি কার্ডের পরিমাণ ইত্যাদি বিষয়গুলো মোটামুটি আয়ত্বের ভিতরে ছিল । 


স্মার্টফোনটির প্রাইস 

স্যামসাং কোম্পানি 2022 সালে মিড রেঞ্জের মধ্যে থাকা যে স্মার্টফোনগুলো মার্কেটে রিলিজ করেছে তার মধ্যে অন্যতম একটি মডেল আমরা নিঃসন্দেহে বলতে পারি Samsung galaxy A53 । স্মার্টফোনটিকে স্যামসাং কোম্পানি গ্লোবাল মার্কেটে রিলিজ করেছে মার্চ 2022‌ । স্মার্টফোনটি এর বর্তমান বাজার মূল্য 43,999 টাকা । 50 হাজার টাকা বাজেটে স্যামসাং এর একটি ভালো স্মার্টফোন হাতে ব্যবহার করার অন্যতম একটি সুযোগ সৃষ্টি হয়েছে এই স্মার্টফোনটি রিলিজ এর মাধ্যমে । তবে এই স্মার্টফোনটি এর বাজারমূল্য কিছুদিন পর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে । স্যামসাং কোম্পানিটি তাদের গ্রাহকদের উদ্দেশ্যে বেশ কয়েকটি মিড রেঞ্জের স্মার্টফোন মার্কেটে লঞ্চ করেছে । 43,000 টাকায় আলোড়ন সৃষ্টি করে মার্কেটে গ্রাহকদের মন জয় করতে পারবে কিনা এখন শুধু সেটার অপেক্ষায় ।  

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন