স্যামসাং গ্যালাক্সি S22 আল্ট্রা অফিশিয়াল হ্যান্ডসেট | Samsung galaxy S22 ultra 5g full specification

স্যামসাং যদি সমুদ্র হয় তাহলে S সিরিজ তার ঢেউ । উক্তিটি বলার প্রধান উদ্দেশ্য হলো স্যামসাং কোম্পানির কাছে S সিরিজের প্রায়োরিটি কতখানি সেটা বোঝানো । তাছাড়া আপনি যদি একজন স্যামসাং প্রেমিক হয়ে থাকেন তাহলে বিষয়টি আপনার কাছে সম্পূর্ণ ক্লিয়ার । প্রতিক্ষণ গ্রাহক গোষ্ঠী স্যামসাংয়ের নতুন স্মার্টফোন মার্কেটে রিলিজ হওয়ার এক্সাইটেড নিয়ে বসে থাকে । যার কারণে কোম্পানিটি রেগুলার স্মার্টফোন রিলিজ করে থাকে মার্কেটে । আজ আমরা সম্পূর্ণ রিভিউ জুড়ে স্যামসাং কোম্পানির যে সিরিজটি নিয়ে ওভারভিউ করবো সেটি হল Samsung galaxy s22 ultra । যখন আমরা সাধারণত ঘুরতে বের হই তখন ফটোশুট না করলেই নয় । কিন্তু ফটোশুটের জন্য আমরা হয়তো আইফোন আর নয়তো ডিএসএলআর খুঁজে বেড়াই । কিন্তু এবার এন্ড্রয়েড এর মধ্য থেকে Samsung galaxy s22 ultra মারাত্মক একটি ক্যামেরা পারফরম্যান্স নিয়ে হাজির হয়েছে আমাদের মাঝে । ক্যামেরা পারফরম্যান্স এককথায় অবিশ্বাস্য এবং অতুলনীয় । যাইহোক রিভিউতে আমরা আলোচনা করে বোঝানোর চেষ্টা করবো ।

স্যামসাং গ্যালাক্সি S22 আল্ট্রা অফিশিয়াল হ্যান্ডসেট | Samsung galaxy S22 ultra 5g full specification

ক্যামেরা পারফরম্যান্স

অনেক ভিউয়ার আমাকে প্রশ্ন করতে পারেন যে সর্বপ্রথম ক্যামেরা পারফরম্যান্স নিয়ে কেন আলোচনা শুরু করলাম ? একথায় ধরে নিতে পারেন স্যামসাংয়ের নতুন এই ডিভাইসটির ক্যামেরা পারফরমেন্সের উপর আমি অনেকটাই ইন্তেরেস্টেড । একটি স্মার্টফোনের মধ্যে রাখা হয়েছে দুইটি জুম লেন্স একটি হচ্ছে 3X এবং অন্যটি হচ্ছে 10X । ক্যামেরা মডিউলগুলোকে লম্বালম্বি আকারে সাজানো হয়েছে তার মেইন ক্যামেরা সেন্সরে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল এর মত মান সমৃদ্ধশালি ফাংশন । যার মাধ্যমে নাইট মোডে জুম লেন্সের সাহায্যে এইচডি ফরমেটে চাদের ছবি ধারণ করতে পারব , এটা আমরা অনেকেই করতে পছন্দ করি । পোট্রেট মোডে যার পারফরমেন্স দেখার মত । আল্ট্রা ওয়াইড সেন্সরে 12 মেগাপিক্সেল এর মত একটি ভালো মানের সেন্সর পাওয়া যাবে যেখানে ডায়নামিক রেঞ্জের পরিমাণ বেশ ভালো রয়েছে । 10 মেগাপিক্সেল পারফরমেন্সের টেলি ফটো ফাংশনে ডুয়েল পিক্সেল পিডিএফ এবং 3X অপটিক্যাল জুম লেন্স ব্যবহার করার সুবর্ণ সুযোগ রাখা হয়েছে । সেকেন্ডারি ক্যামেরা সেন্সরে 40 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা রয়েছে যার ফিচারে দেখা মিলবে অটো এইচডিআর , এলইডি ফ্ল্যাশ এবং জনপ্রিয় ডুয়াল ভিডিও কল এর মত ফিচার পারফরম্যান্স । প্রাইমারি ক্যামেরা গুলোর মাধ্যমে 8k ফরমেটে ভিডিও রেকর্ড করা যাবে । সব মিলিয়ে ক্যামেরা পারফরম্যান্স আমার কাছে জাস্ট সুপার বলে মনে হয়েছে ।


বডি ডিজাইন

Samsung galaxy S22 স্মার্টফোনটির বডি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে প্রথম দেখায় চমৎকার লেগেছে । বডি ডিজাইন দেখতে যথেষ্ট পরিমাণে কালারফুল এবং বডির পিছনের ডিজাইন এর সাথে ম্যাচিং করে এক কথায় অসাধারন একটি ডিজাইন দেওয়া হয়েছে । ডিভাইসটির বডি সম্পূর্ণ কর্নিং গরিলা গ্লাসের মাধ্যমে প্রটেক্টেড এবং অ্যালুমিনিয়াম ফ্রেমে আবদ্ধ । প্রটেকশন এর দিক থেকে এই হ্যান্ডসেটটি প্রশংসায় পঞ্চমুখ । বডি ডিজাইন এতটাই Smooth যে হাতে নিয়ে ব্যবহার করার সময় অদ্ভুদ একটা ফিলিং চলে আসবে । তবে প্রশংসার আড়ালে যে বিষয়টি লুকিয়ে পড়ছে সেটি হল স্মার্টফোনটি অনেক ভারী যার ওজন 228 গ্রাম । ডিজাইনে জাদু থাকার কারণে ব্যবহার করার সময় অসুবিধা হওয়ার কথা নয় । IP68 dust ওয়াটার রেসিস্টেন্ট সুবিধা থাকছে সর্বোচ্চ 30 মিনিট । বডি ডিজাইনের যে বিষয়টির জন্য আমি কিছুটা হলেও স্যাটিসফাই সেটি হল বডি আকারে কিছুটা মোটা বাট বিল্ড কোয়ালিটি আশানুরূপ বলা যেতে পারে । সব মিলিয়ে আমরা যদি একটি রেজাল্ট বের করি তাহলে বডি ডিজাইন ভালোই বলা যাবে ।

ব্যাটারি ব্যাকআপ

স্যামসাং S22 আল্ট্রা সিরিজের ভিতরে 5000 মিলিঅ্যাম্পিয়ার পাওয়ারের একটি ব্যাটারি দিয়েছে । তবে একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ডিভাইসটির বক্সে চার্জার দেওয়া হয়নি । এখানে হতাশ হওয়ার কিছু নেই আপনি যে কোন মার্কেট থেকে চার্জারটি সংগ্রহ করে নিতে পারবেন । কোম্পানিটি এই ডিভাইসটিকে 45 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দেওয়ার এডভাইস দিয়েছে । 45 ওয়াট এর ফাস্ট চার্জিং সিস্টেম শুনতে অনেকটা খুশি খুশি লাগছে । ইউএসবি পাওয়ার ডেলিভারি করা যাবে 3.0 গতিতে । এছাড়াও থাকছে মেইন ধামাকায় 15 ওয়াট ফাস্ট চার্জিং এর ব্যবস্থা ওয়ারলেস বা তারবিহীন ব্যবস্থায় । রিভাস চার্জিং সিস্টেম এর ব্যবস্থা তো থাকছেই অর্থাৎ আপনি অন্য একটি ডিভাইস থেকে আপনার ডিভাইসে চার্জ শেয়ার করে নিতে পারবেন । এটি একটি সুব্যবস্থা বলা যেতে পারে । ব্যাটারি ব্যাকআপ সব মিলিয়ে খুবই ভালো পাওয়া যাবে যদিও আমরা চার্জারের অনুপস্থিতি দেখতে পাই ।

ডিসপ্লে পারফরম্যান্স

6.8 ইঞ্চি সাইজ ডিসপ্লের পাশাপাশি ডাইনামিক এমোলেড 2X একটি চমৎকার ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে । আর এর জন্য স্যামসাংকে অবশ্যই সেলুট জানাতে হবে । ফ্লাগশিপ মডেল গুলোর মধ্যে আমরা সচরাচর যে ডিসপ্লে গুলো দেখে থাকি এই ডিসপ্লেটিকে সেগুলোর রাজা বলা যেতে পারে । ডিসপ্লেটিকে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্লাস এর মাধ্যমে সম্পন্ন প্রটেক্টেড করে রাখা হয়েছে । আমাদের সকলেরই হয় তো জানার কথা গরিলা গ্লাস হচ্ছে অধিক ক্ষমতা সম্পন্ন প্রটেক্টর গ্লাস যা এই স্মার্টফোনটিকে আঘাত পাওয়া থেকে রক্ষা করবে । ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট রাখা হয়েছে । এখানে আমরা এডাপ্টার রিফ্রেশ রেট এর দেখা পাব যা 0 থেকে 120 Hz পর্যন্ত অনায়াসেই ব্যবহার করা যাবে । এটি একটি ভাল দিক যার কারণে ব্যাটারির ওপর খুব কম প্রেসার পড়বে । যদি আমরা একটি ভালো মানের ব্রাইটনেস এর ডিসপ্লের সন্ধান করি তাহলে স্যামসাং S22 আলট্রা তালিকার সবার উপরেই থাকবে । ফুল এইচডি রেজুলেশন এর সাথে থাকছে 500 পিপিআই পিক্সেল দেন্সিটি ।


অপারেটিং সিস্টেম

Samsung galaxy S22 Ultra স্মার্টফোনটিতে আমরা একটু ভালো মানের প্রসেসর আশা করলেও কোম্পানি এখানে রেখেছে কোয়ালকম প্রসেসর Qualcomm SM8450 । কোয়ালকম প্রসেসরগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট যে প্রসেসরটি সেটির দেখা আমরা এখানে পেয়েছি । অপারেটিং সিস্টেমকে রান করানো হয়েছে গুগলের অ্যানড্রয়েড ভার্সন 12 এর মাধ্যমে । যেটিকে পরবর্তীতে আপডেট করা যাবে । অপারেটিং সিস্টেমের সিপিইউ এবং জিপিইউর দিকে আমরা যদি তাকাই তাহলে সেখানে তেমন আপডেট না পেলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জন্য আমরা কিন্তু এনপিইউ বেশ ভালো একটি ইমপ্রুভমেন্ট দেখতে পাবো । এনপিইউ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দেখা আমরা তখনই পাবো যখন ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে যাবো । অ্যান্ড্রয়েডের One UI 4.1 ভার্সনটি এক কথায় কিং বলা যায় , যেটার উপস্থিতিও আমরা এই ডিভাইসটিতে দেখতে পাবো । অপারেটিং সিস্টেমের সব মিলিয়ে একটি ফাটাফাটি পারফরম্যান্স দেওয়া হয়েছে ।

মেমোরি স্টোরেজ

নরমালি আমরা ম্যাক্সিমাস স্মার্টফোন গুলোতে আলাদাভাবে মেমোরি কার্ড স্লট ব্যবহার করতে দেখি কোম্পানিগুলোকে । এই ডিভাইসটির ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা ভাবে মেমোরি কার্ড স্লট ব্যবহার করার সুযোগ পাচ্ছি না । হতাশ হবার কিছু নেই স্মার্টফোনটি ইন্টারনাল এবং এক্সটারনাল মেমোরিতে যে পারফরম্যান্স রেখেছে তাতে আমার মনে হয়না আলাদাভাবে মেমোরি কার্ড স্লট ব্যবহার করা লাগবে । ইন্টারনাল স্টোরেজে ব্যবহার করা হয়েছে 8 জিবি এবং 12 জিবি রেম । দুইটি ভেরিয়েন্ট এখন মার্কেটে এভেলেবেল । 128 থেকে শুরু করে 512 জিবি পর্যন্ত রোম ব্যবহারের সুবিধা থাকছে । এখন হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন কোম্পানিটি কেন আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ রাখেনি । এখানে আপনি আপনার পছন্দমত ভেরিয়েন্টটি বেছে ব্যবহার করতে পারবেন ।

গেমিং পারফরম্যান্স

গেমিং পারফরমেন্সের জন্য যে বিষয়টি সর্বপ্রথম প্রয়োজন সেটি হল একটি ভালো মানের প্রসেসর । প্রসেসর এর পরে যে বিষয়টি প্রয়োজন সেটি হল মেমরি স্টোরেজ । তৃতীয় ধাপে যদি ব্যাটারি ব্যাকআপ ভালো হয় তাহলে শীগ্রই স্মার্টফোনের মাধ্যমে খুব ভালোভাবেই আপনি অনলাইন গেম গুলো উপভোগ করতে পারবেন ভাল মানের গ্রাফিক্স এর সাহায্যে । Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনটিতে কোয়ালকমের বেস্ট প্রসেসর দেওয়া হয়েছে । যদি গেম খেলার সময় গরম হয়ে যায় কিন্তু অনেকটা হিট এমনটা কিন্তু না । এই প্রসেসরটি সাধারণত গরম হয়ে যায় এটি অস্বাভাবিক কিছু নয় গেম খেলার সময় অসুবিধা হবে এমনটা কিন্তু নয় । অতঃপর মেমোরি পারফরম্যান্সের দিকে যদি তাকাই তাহলে বলা যায় অসাধারণ পারফরম্যান্স । ব্যাটারি ব্যাকআপে থাকছে এক অসাধারণ ফিচার । সব মিলিয়ে ডিভাইসটিকে গেম খেলার জন্য পারফেক্ট বলেই মনে হয়েছে আমার কাছে । যদি আমি স্যামসাংয়ের নতুন মডেলটিকে গেম খেলার জন্য চয়েজ করে থাকেন তাহলে আমি বলব আপনার জন্য এই ডিভাইসটি একটি দারুণ পারফরম্যান্স নিয়ে অপেক্ষা করছে ।

সিকিউরিটি সিস্টেম

ফিজিক্যাল স্ক্যানার হিসেবে এই ডিভাইসটির ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে সেটি অবশ্য আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি । তার প্রধান কারণ হলো ডিসপ্লের নিচে থাকা ফিজিক্যাল সেন্সরগুলো ততটা ভাল ভাবে টাচ রেসপন্স করতে সক্ষম হয় না । অপরদিকে দ্বিতীয় কারণটি হলো ফ্ল্যাগশিপ স্মার্টফোন গুলোতে আমরা সচরাচর রেয়ার মাউন্টেডে দেখতে পাই , এখানে তার ব্যতিক্রম লক্ষ্য হয়েছে । যেহেতু এখানে অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ভার্সন 12 ব্যবহার করা হয়েছে সেগুলো বলা যেতে পারে সিকিউরিটি সিস্টেমের বেশ ভালো একটি আপডেট আপনি পেয়ে যাবেন । ফিজিক্যালি স্ক্যানার ছাড়াও থাকছে এক্সিলারোমিটার , প্রক্সিমিটি এবং আরো অন্যান্য জনপ্রিয় সিকিউরিটি সিস্টেম গুলো পাওয়া যাবে ।


রিলিজ ডেট এন্ড প্রাইস

ফেব্রুয়ারি 2022 , একরাশি অপেক্ষার প্রহর গোনা শেষে গ্রাহকদের মাঝে অফিশিয়াল ভাবে চলে আসলো Samsung galaxy S22 Ultra । হাই কোয়ালিটির ফ্ল্যাগশিপ স্মার্টফোন গুলোর মধ্যে এটি অন্যতম স্মার্টফোন যার কারণে এটির প্রাইস হাই রেঞ্জের মধ্যে রয়েছে । স্মার্টফোনটি সম্পূর্ণ পারফরম্যান্স উপরের আলোচনায় তুলে ধরা হয়েছে সেখান থেকে আমরা অনেকেই হয়তো বুঝে নিয়েছি স্মার্টফোনটির প্রাইস কেমন হতে পারে । 8/128 জিবি ভেরিয়েন্ট এর মে মডেলটি রয়েছে সেটির মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে 143,999 8/128 জিবি ভেরিয়েন্টের যে আনঅফিসিয়াল ডিভাইসটি রয়েছে সেটির মূল্য 93,000 টাকা । 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন