ওয়ালটন প্রিমো S8 মিনি স্পেসিফিকেশন ওভারভিউ | Walton Primo S8 Mini Full Review 2022

দেশের মার্কেট জুড়ে রিসেন্টলি সময়ে 15000 টাকার মধ্যে স্মার্টফোনের ভালো একটি সমোরহ রয়েছে । সেখানে বিভিন্ন কোম্পানির সাথে কম্পেয়ার করতে গেলে ওয়ালটনের পারফরম্যান্স দেখার মতো মনে হবে । মিডিয়াম বাজেটে ওয়ালটন আমাদেরকে সব সময় প্রিমিয়াম পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করে থাকে । ইতিমধ্যে তাদের রিলিজ করা স্মার্টফোনগুলোতে আমরা প্রিমিয়াম পারফরম্যান্স খুঁজে পেয়েছিও বটে । মিডিয়াম বাজেটের মধ্যে রেখে কোম্পানিটি মার্কেটে ভিন্ন পারফরম্যান্সের কতগুলো স্মার্টফোন মার্কেটে রিলিজ করেছে সেগুলোর মধ্যে অন্যতম একটি স্মার্টফোন হলো Walton Primo S8 Mini । নতুন করে এই ডিভাইসটিতে ওয়ালটন কোম্পানি কি কি সুবিধা এনেছে সে বিষয়ে আলোচনা করা যাক এবং মডেলটি গ্রাহকদের কাছে কি পরিমান জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেটাই এখন দেখার বিষয় । যদিও এখানে দেশীয় ব্র্যান্ড হিসেবে আলাদা ভাবে একটি জনপ্রিয়তা রয়েছে ।


ওয়ালটন প্রিমো S8 মিনি স্পেসিফিকেশন ওভারভিউ | Walton Primo S8 Mini Full Review 2022


ডিসপ্লে ডিটেইল

60 Hz রিফ্রেশ রেট এর পাশাপাশি 6.53 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি এলটিপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে । ডিসপ্লের উপর দিকে একটি ক্যামেরা মডিউল রাখা হয়েছে যেটি দেখতে অনেকটা জোস । কালারফুল এর বিষয়টি আমাকে কিছুটা আশাহত করেছে কেননা ডিসপ্লের চারপাশের বেজেল লেস এর পরিমাণ অনেকটা বড় যার কারণে আমরা কালারফুল এর কিছুটা ঘাটতি দেখতে পাবো । চমৎকার বিষয় হচ্ছে এখানে ফুল এইচডি রেজুলেশন এর সাথে থাকছে 395 পিপিআই পিক্সেল দেন্সিটি । ডিসপ্লের টপ পজিশনে দেখা মিলবে পাঞ্চ হোল । এখন আমরা সম্পূর্ণ নতুন একটি প্রটেকশনের সাথে পরিচিত হবো যার নাম হল রেইনবো গ্লাস প্রটেকশন । আর এই গ্লাস প্রটেকশন এর মাধ্যমেই Walton Primo S8 Mini মডেলটির ডিসপ্লেকে প্রটেকশন করা হয়েছে । রেগুলারলি 60 Hz রিফ্রেশ রেট এর সাথে 400 নিটস ব্রাইটনেস রয়েছে যার জন্য দিরেক্ট সানলাইটে ব্রাইটনেস এর ঘাটতি দেখা যাবে । সব মিলিয়ে ডিসপ্লের ফিচার এভারেজ পজিশনে রয়েছে বলেই আমার কাছে মনে হয়েছে । 


রেম এবং রোম

স্মার্টফোনের অন্যতম একটি পার্টস হলো মেমোরি স্টোরেজ সেটার কি খবর ? ইন্টার্নাল মেমোরি পারফরম্যান্স হিসেবে 4 জিবি এবং এক্সটারনাল স্টোরেজে 64 জিবি থাকছে । আমরা যারা হেভি ইউজার রয়েছি তাদের জন্য এই ডিভাইসটির মোটেও পারফেক্ট বলে মনে হয়নি আমার কাছে । 4 জিবি রেম মোটামুটি ভালো পারফরম্যান্স দিতে পারলেও 64 জিবি রোম এই বাজেটে অনেক পিছিয়ে । আমরা যারা স্টুডেন্ট রয়েছি বা লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজগুলো করে থাকি তাদের জন্য এই মডেলটি কেমন হবে ? ফ্রিল্যান্সিং কাজের লো কোয়ালিটি পাশাপাশি হাই কোয়ালিটির কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমরা এই ডিভাইসের মাধ্যমে করতে পারবোনা । তবে লো কোয়ালিটির যে কাজ গুলো রয়েছে সেগুলো এটার মাধ্যমে খুব ভালোভাবেই চালিয়ে নেওয়া যাবে । তবে একটি ভাল বিষয় হচ্ছে একটি ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করার সুবিধা রয়েছে যার মাধ্যমে আপনি এক্সটার্নাল স্টোরেজকে 256 জিবি পর্যন্ত বাড়াতে পারবেন । 

ক্যামেরা কোয়ালিটি

ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করার পূর্বে ক্যামেরা সেটআপ এর বিষয়টিকে তুলে ধরা হলো । কোয়াদ ক্যামেরা সেটআপ অনেকের কাছেই পছন্দ , যা আমরা এই ডিভাইসটিতে দেখতে পাবো । 16 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আল্ট্রা ওয়াইড সেন্সরে রয়েছে 8 মেগাপিক্সেল । এখানে ওয়ালটনকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে আল্ট্রা ওয়াইড ফাংশনটি ব্যবহারের জন্য । ডেপট এবং ম্যাক্রো সুটারে দুই-মেগাপিক্সেল করে দুইটি ক্যামেরা আসলেই ইন্টারেস্টিং । এখন আমরা যদি ক্যামেরা কোয়ালিটির কথা বলি তাহলে মেইন সেন্সরে ডাইনামিক রেঞ্জের একটি বিশাল মিসিং দেখতে পাবো । কালারফুল ইমেজ তোলার জন্য মেইন ক্যামেরাটি একেবারেই প্রস্তুত নয় বলে আমার কাছে মনে হয়েছে । মেইন ক্যামেরার সাথে আমরা যদি আল্ট্রা ওয়াইড সেন্সরের কম্পেয়ার করি তাহলে এখানে ডায়নামিক রেঞ্জের পরিমাণ ভালো পাওয়া যাবে । তবে প্রাইমারি ক্যামেরায় আমরা যেমনটা হতাশ হয়েছি সেলফি ক্যামেরায় কিন্তু ঠিকঠাক পারফরম্যান্স উপলব্ধি করতে পারছি । Sharpness এবং কালারফুল ইমেজ তোলার জন্য 13 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা রাখা হয়েছে । প্রাইমারি এবং সেলফি ক্যামেরায় যে ফিচারগুলো রয়েছে সেটি অবশ্য আমাদের ভালো লাগার কথা কেননা এখানে থাকছে স্লো মোশন , ডিজিটাল জুম , এইচডিআর ইত্যাদি ইত্যাদি ।

ব্যাটারি পারফরম্যান্স

ব্যাটারি পারফরমেন্সে অবশ্যই গ্রাহকদের খুশি হওয়ার কথা । non-removable লিথিয়াম পলিমার টাইপ 5000 হাজার মিলিঅ্যাম্পিয়ার পাওয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটি অসাধারণ বলা যায় । যারা স্মার্ট ফোনের সাহায্যে নানা ধরনের অনলাইন ভিত্তিক কাজ কর্মের সাথে জড়িত তাদের সাধারণত হাই কোয়ালটি  ব্যাটারি পাওয়ার এর প্রয়োজন হয় । সে ক্ষেত্রে অবশ্য একজন ফ্রিল্যান্সার এই মডেলটিকে চয়েজ করতেই পারে । তবে যে বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে সেটি হলো ব্যাটারীটিকে চার্জ দেওয়ার জন্য 18 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে যা অপ্রত্যাশিত ছিলো । এখানে নিম্নতম 25 ওয়াট চার্জার রাখা হলে ভালো হতো বলে মনে হয়েছে আমার কাছে । এখন দেখা যাবে ফুল চার্জ হওয়ার জন্য অনেকটা বেশি সময় নিয়ে নিবে যা কিনা অনেকের কাছেই একটি বিরক্তিকর ঝামেলা বলে মনে হতে পারে । ব্যাটারি পারফরমেন্সে ভালো পাওয়া গেলেও চার্জিং সিস্টেমে কোম্পানিটি অনেকটা উদাসীন ছিল । 


বডি হাইলাইট

স্মার্টফোনটির সাথে কোম্পানিটি দুইটি ব্যাক কভার দিয়েছে এটিকে অনেকেই গিফট হিসেবেও অভিহিত করতে পারেন । বডি ডিজাইন থাকছে নজরকাড়া লুক । সাদা , কালো এবং সবুজ তিনটি আকর্ষণীয় কালারে পাওয়া যাবে এই হ্যান্ডসেটটিকে । ডিভাইসটির বডি ডিজাইনে আমরা তেমন কোনো ত্রুটি লক্ষ করতে পারেনি তবে ভলিউম বাটনের অবস্থান খানিকটা উপরে মনে হয়েছে । আপনার পজিশনে আপনার কাছে হয়তো ঠিকঠাক থাকলেও আমার কাছে একটু উপরেই আছে । 200 গ্রাম এর উপরে এই মডেলটিকে হাতে ব্যবহারে তেমন কোনো অসুবিধা পাওয়া যাবে না । সম্পূর্ণ বডি প্লাস্টিকের তৈরি যার কারণ হালকা আঘাতেই আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । এর জন্য করনীয় কি ? অবশ্যই ব্যবহার করতে হবে ব্যাক কভার । লাউড স্পিকার , 3.5 এম এম হেডফোন জ্যাক সবকিছুর পাশাপাশি দেখতে নজরকাড়া ।

অপারেটিং সিস্টেম

অপারেটিং সিস্টেমের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ওয়ালটন কম্পানি এখানেও একটি নতুন এর ছোঁয়া দিয়েছে । এই স্মার্টফোনটিকে রান করানো হয়েছে অ্যানড্রয়েড ভার্সন 11 এর মাধ্যমে তবে এর কাস্টম ইউআইতে VSmart দেওয়া হয়েছে যা অনেকের কাছেই নতুন একটি ইউআই মনে হতে পারে । তো যাই হোক বিষয়টি ভালো লাগার মতই । এবার আমরা কথা বলবো স্মার্টফোনটির প্রসেসর এর উপর । কোয়ালকম স্ন্যাপড্রাগন M665 মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটি অনেক পুরনো একটি প্রসেসর । প্রসেসরটির সাথে 60 Hz রিফ্রেশ রেট এবং ফুল এইচডি ডিসপ্লে অনেকটা সামঞ্জস্যহীন । এক কথায় বলতে গেলে প্রসেসর এর সাথে ডিসপ্লের আন্ডারস্ট্যান্ডিং তেমন ভালো নয় । এছাড়াও যদি অপারেটিং সিস্টেমে গুগোল এর লেটেস্ট ভার্সন দিয়ে রান করানো যেত তাহলেও বিষয়টি খারাপ হতো না । 

সিকিউরিটি সিস্টেম

সিকিউরিটি সিস্টেম আমরা তেমন কোনো আপডেট দেখতে পাইনি । ফিজিক্যাল স্ক্যানার হিসেবে রেয়ার মাউন্টেডে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর উপস্থিতি দেখতে পেয়েছি । এখানে একটি ইমপ্রুভমেন্ট না আনলে নয় । মিডিয়াম বাজেটে ম্যাক্সিমাম স্মার্টফোন গুলোতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর অবস্থান সাইট মাউন্টেডে দেখে থাকি । যেটার চাহিদা মার্কেটে অনেক বেশি বলা চলে । আমরা অনেকেই জানি যে সাইড মাউন্টেডে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার গুলো অনেক ধীরগতি সম্পন্ন হয়ে থাকে । এটি একটি আসলেই হতাশাজনক ব্যাপার । ওয়ালটন কোম্পানির অবশ্যই সিকিউরিটি সিস্টেমের উপর হস্তক্ষেপ করা জরুরি । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর পাশাপাশি অন্যান্য যে সিস্টেম গুলো ছিল সেগুলো সঠিকভাবে শনাক্তকরণে ভূমিকা রাখবে বলে ধারণা করা যায় । অন্যান্য সিস্টেমগুলো হলো প্রক্সিমিটি , এক্সিলারোমিটার , কম্পাস ইত্যাদি ইত্যাদি । 

গেমিং পারফরম্যান্স

অনলাইন গেমিং পারফরম্যান্স গুলোর জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন একটি ভালো মানের স্মার্টফোন এবং প্রসেসর । যদি আপনি স্মার্টফোনের মাধ্যমে গেম প্লে করতে চান । এখন যদি আপনি ওয়ালটনের এই মডেলটির মাধ্যমে গেম প্লে করতে চান তাহলে আপনি কেমন পারফরম্যান্স পাবেন ? সেটা এখন বিস্তারিত জেনে নেওয়া যাক । স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন এর একটি পুরনো মডেল ব্যবহার করা হয়েছে সেটা আমরা হয়তো সকলেই জানি । অনলাইন গেম গুলো খেলার জন্য এটি একটি উন্নত মানের প্রসেসর নয় ফ্রী ফায়ার বা পাবজি বলেন অনলাইন গেমস গুলো খেলার সময় স্মার্টফোনটি ফ্রিজ হয়ে যাওয়া বা আটকে যাওয়ার মতো সমস্যা চোখে পড়তে পারে । সুতরাং পরিশেষে বলা যেতে পারে আপনি যদি অনলাইন গেমস গুলো খেলার জন্য এই ডিভাইসটিকে টার্গেট করে থাকেন তাহলে এটি আপনাকে তেমন একটা ভালো পারফরম্যান্স দিতে সক্ষম হবে না । যদি অন্যান্য ফিচার গুলো যেমন ক্যামেরা বা ডিসপ্লে পছন্দ হয়ে থাকে তাহলে সেটি আলাদা বিষয় । 


ফোনটির মূল্য এবং রিলিজ ডেট

17ই এপ্রিল 2022 দেশের বাজারে অফিশিয়ালি ওয়ালটন তাদের নতুন মডেলটি রিলিজ করে দিল । উপরে আমরা সুবিধার পাশাপাশি অসুবিধার দিকগুলো নিয়ে আলোচনা করেছি আমি আশা করি আপনারা সেখানে স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন । এখন আপনি নিজেই বুঝতে পারবেন এই স্মার্টফোনটি আপনার জন্য কতটা ব্যবহারযোগ্য । স্মার্টফোনটি ব্যবহার করার জন্য আপনাকে 13,999 টাকা খরচ করতে হবে । দেশীয় স্মার্টফোন ব্যবহার করার মধ্যে একটি অন্যরকম মজা রয়েছে তাও আবার মিডিয়াম রেঞ্জ বাজেটে । কিছু কিছু দিকে আমরা এই স্মার্টফোনটির অসুবিধা লক্ষ করেছি । কোম্পানিটির অবশ্যই সেদিকে ইমপ্রুভমেন্ট এর প্রয়োজন । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন