নতুন চমক নিয়ে ভাঁজ করা স্মার্টফোন এর পথযাত্রা শুরু | Upcoming foldable phones 2023

আধুনিক বিশ্বে মোবাইল ফোন বা স্মার্টফোনের ব্যাপক চাহিদা আমরা দেখতে পেয়ে যাই প্রায় সকলের মাঝে । বিভিন্ন কাজে কিন্তু এখন মানুষ স্মার্টফোন ব্যবহার করে থাকে । তো যাই হোক বর্তমান সময়ে ভাজ করা পর্দার স্মার্টফোনগুলো জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে রয়েছে । আর এজন্য স্মার্টফোনের বড় বড় কোম্পানিগুলো মার্কেটে একের পর এক ফোল্ডেবল স্মার্ট ফোন বা ভাঁজ করা পর্দার স্মার্টফোন তৈরি করে যাচ্ছে । আর এক্ষেত্রে বরাবরের মতোই জনপ্রিয়তার শীর্ষে থাকছে স্যামসাং । আর এই স্যামসাং কোম্পানির পাশাপাশি ভাজকরা পর্দার বেশ কিছু ফোল্ডেবল স্মার্টফোন আমরা হুয়াওয়ে এবং মটোরোলা কোম্পানি ছাড়াও আরো বেশ কয়েকটি কোম্পানিকে আমরা রিলিজ করতে দেখেছি । মার্কেটে স্মার্টফোনগুলোর জনপ্রিয়তা এবং কোম্পানিগুলো তাদের গ্রাহকদেরকে কেমন স্পেসিফিকেশন অফার করছে সেটা আপনাদের মাঝে তুলে ধরা হবে আজকের এই রিভিউর মধ্য দিয়ে । এর মাধ্যমে আপনারা শীর্ষস্থানীয় টেক কোম্পানিগুলোর ফোল্ডেবল স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে পারবেন ।

নতুন চমক নিয়ে ভাঁজ করা স্মার্টফোন এর পথযাত্রা শুরু | Upcoming foldable phones 2023

Samsung Galaxy Z Fold 4 স্পেসিফিকেশন


ফোল্ডেবল স্মার্টফোন তৈরিতে বর্তমানে একধাপ এগিয়ে রয়েছে samsung । নতুন নতুন ভাঁজ করা স্মার্টফোন সংস্করণ করার জন্য কোম্পানিটি কমবেশি সকলের কাছেই জনপ্রিয় । samsung কোম্পানিটি তাদের গ্রাহকদের জন্য মার্কেটে নতুন একটি ভাজ করা বা ফোল্ডেবল স্মার্টফোন রিলিজ করে দিল আর সেই মডেলটি হল Samsung Galaxy Z Fold 4 । কোম্পানিটি এই স্মার্টফোনের ওজন এবং ঠিকনেস কম রাখার জন্য আপডেট প্রযুক্তি ব্যবহার করেছে । ডিভাইসটির মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল দেওয়া হয়েছে , এছাড়াও আল্ট্রা হোয়াইড সেন্সরে 12 মেগাপিক্সেল এবং টেলি ফটো সেন্সরে 10 মেগাপিক্সেল থাকছে । আলট্রা এইচডি 4k পজিশনে ভিডিও রেকর্ড করা যাবে । 7.6 ইঞ্জির সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এখানে ফুল এইচডি রেজুলেশন দেখতে পাওয়া যাবে । ফোল্ডেবল ডায়নামিক অ্যামোলেড টাইপের ডিসপ্লে দেখতে পাওয়া যাবে এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন দেওয়া হয়েছে ডিসপ্লেতে । ডিসপ্লেতে আমরা দেখতে পেয়ে যাব 120 HZ রিফ্রেশ রেট । অপারেটিং সিস্টেমে থাকছে গুগলের অ্যান্ড্রয়েড ভার্সন 12L । কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস প্রসেসর দেওয়া হয়েছে এবং প্রসেসরটি 4 ন্যানোমিটারের তৈরি । গেমি গ্রাফিক্সের জন্য এখানে দেওয়া হয়েছে Adreno 730 । মেমোরি পারফরম্যান্সে আমরা 12 জিবি র‍্যাম এবং 256 জিবি রোম পেয়ে যাব । তবে এখানে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী 1 টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ বাড়াতে পারবেন । আশা করি আপনারা জেনে খুশি হবেন এই স্মার্টফোনটিতে IP68 ওয়াটার রেসিস্ট্যান্ট সুবিধা পেয়ে যাবেন । এখন মুভ অন করা যাক স্মার্টফোনটির ব্যাটারি পারফরম্যান্সে । নন রিমুভেবল লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারি এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি ক্যাপাসিটিতে থাকছে 4,400 মিলি এম্পিয়ার পাওয়ার । স্মার্টফোনটিতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম রাখা হয়েছে । এই স্মার্টফোনটিতে আলাদাভাবে রাখা হয়েছে রিভাস চার্জিং সিস্টেম বা ওয়ারলেস চার্জিং সিস্টেম । এবার আলোচনা করা যাক এই স্মার্টফোনটির প্রাইস নিয়ে । আন্তর্জাতিক মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে $1,800 । এই ডিভাইসটির মূল্য বাংলাদেশ মার্কেটে নির্ধারণ করা হয়েছে 180,000 টাকার আশেপাশে । এছাড়াও ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য রয়েছে 154,999 রুপি । স্যামসাং কোম্পানির এই মডেলটির মূল্য আমাদের কাছে অনেকটা বেশি বলে মনে হতে পারে বাট পারফরমেন্স সেকশন গুলো বিবেচনায় মোটামুটি মানা যায় । স্যামসাং কোম্পানিটি ভাঁজ করা স্মার্টফোন তৈরি করার ক্ষেত্রে অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমান মার্কেটপ্লেসে এবং আশা করা যায় ডে বাই ডে তাদের হাত ধরে আগামীতে আরো ভাঁজ করা স্মার্টফোনের দেখা আমরা পেয়ে যাব ।



Xiaomi Mix Fold 2 ফিচার হাইলাইট


প্রযুক্তিগত উন্নয়নের দিক দিয়ে ফোল্ডেবল স্মার্টফোনের প্রতিযোগিতায় পিছিয়ে নেই শাওমি । যার কারণে স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্টফোন উদ্ভাবনের 1 দিন পরেই ফোল্ডেবল স্মার্টফোন আনার ঘোষনা দিয়েছে শাওমি । শাওমির হাত ধরে ফোল্ডেবল যে মডেলটি মার্কেটে এসেছে সেটির নাম হল Xiaomi Mix Fold 2। স্মার্টফোনটিতে মূল ডিসপ্লে থাকছে 8.2 ইঞ্চি এবং যেটাকে ভাঁজ করার পর হবে 4.1 ইঞ্চি । 1914 × 2160 পিক্সেল  ফুল এইচডি রেজুলেশন থাকছে এবং এর সাথে রয়েছে 360 পিপিআই পিক্সেল ডেনসিটি । ডিসপ্লেটির প্রটেকশন এর জন্য এখানে ব্যবহার করা হয়েছে Schott UTG Glass । ডিসপ্লের মধ্যে রিফ্রেশ রেট এর পরিমান 120 HZ । প্রসেসরে দেখা মিলবে জনপ্রিয় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen । 4 ন্যানোমিটারের তৈরি প্রসেসরের পাশাপাশি অপারেটিং সিস্টেম রান করানো হয়েছে android 12 এর মধ্য দিয়ে । প্রাইমারি ক্যামেরা ফাংশনে থাকছে 50 মেগাপিক্সেল এর সাথে টেলি ফটো ফাংশনে রয়েছে 8 মেগাপিক্সেল এবং আল্ট্রা ওয়াইড ফাংশনে রয়েছে 13 মেগাপিক্সেল । প্রাইমারি ক্যামেরাগুলোর ফিচারে আমরা দেখতে পেয়ে যাব 2× অপটিক্যাল জুম , ডুয়েল পিক্সেল পিডিএফ ইত্যাদি ইত্যাদি । সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেল । ব্যাটারি ক্যাপাসিটিতে 4,500 মিলি আম্পিয়ার পাওয়ার রয়েছে । এছাড়াও ব্যাটারিটি ফাস্ট চার্জিং সিষ্টেম সাপোর্টেড রয়েছে 67 ওয়াটের । মেমোরি পারফরম্যান্স এর দিকে তাকালে আমরা লক্ষ্য করতে পারবো এখানে 12 জিবি রেম এর সাথে রয়েছে 1 টেরাবাইট পর্যন্ত রোম ব্যবহারের সুবিধা । ধারনা করা হচ্ছে Xiaomi Mix Fold 2 স্মার্টফোনটি হতে যাচ্ছে সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন । আন্তর্জাতিক মার্কেটপ্লেসে এই হ্যান্ডসেটটির মূল্য রয়েছে $1340 । বাংলাদেশের মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির দাম রয়েছে 130,000 টাকা । এছাড়াও ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে এই ডিভাইসটি ব্যবহার করার জন্য খরচ করতে হবে 106,990 রুপি । 


প্রযুক্তি নির্ভর এই বর্তমান সময়ে বিশেষ করে স্মার্টফোনের বেশ ভালো চাহিদা রয়েছে । তবে এখন ভাঁজ করা স্মার্টফোন এর জনপ্রিয়তা অনেকটা বেশি বলা যেতে পারে । উপরের আলোচনায় বেশ কয়েকটি ভাজ করা স্মার্টফোন সম্পর্কে আলোচনা করা হয়েছে এগুলোর মধ্যে কিছু কিছু স্মার্টফোন আপকামিং অবস্থায় রয়েছে যেগুলো ভবিষ্যতে মার্কেটে আসবে । ভাঁজ করা স্মার্টফোনগুলোর মধ্যে যে স্মার্টফোনটির উপর আপনি একটু বেশি এক্সাইটেড সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন । 







একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন