হ্যালো এভরিওয়ান সকলকে আসসালামু আলাইকুম , আপনাদের মাঝে আরও একটি নতুন স্মার্টফোন সম্পর্কে রিভিউ নিয়ে চলে আসলাম । আপনারা হয়তোবা জানেন টেকনো কোম্পানিটির বাজিমাতে মার্কেট গুলো এখন কিন্তু সুপার ডুপার হয়ে উঠেছে । মিডরেঞ্জের ভেতরে থাকা স্মার্টফোনগুলোর মধ্যে টেকনো কোম্পানিটি কিন্তু এখন অনেকটাই জনপ্রিয় । আজকে আপনাদের মাঝে টেকনো কোম্পানির যে নতুন স্মার্টফোনটি সম্পর্কে আলোচনা করা হবে সেই মডেলটি হল Tecno Spark 10 Pro । টেকনো কোম্পানিটি তাদের নতুন এই মডেল আমাদের মাঝে মার্কেটে রিলিজ করেছে 22 মার্চ 2023 তারিখে । মিডিয়াম বাজেটের মধ্যে থাকা এই স্মার্টফোনটিকে আমি এক কথায় বাজেট কিং বলে দাবি করতে পারি । বাজেট বিবেচনায় এই স্মার্টফোনটিতে আমরা স্পেসিফিকেশন এর পাশাপাশি পারফরম্যান্স ও ফিচার খুব ভালো দেখতে পেয়েছি । স্মার্টফোনটি সম্পর্কে আমরা এখন পূর্ণাঙ্গ আলোচনায় চলে যাব আর এই স্মার্টফোনটি নতুন করে আমাদের জন্য কি কি ক্লাইম্যাক্স নিয়ে হাজির হয়েছে সেই বিষয়গুলো জানতে হলে আমাদের রিভিউ জুড়ে থাকতে পারেন ।
ডিসপ্লে ফিচার
Tecno Spark 10 Pro স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চি সাইজের একটি আইপিএস এলসিডি প্যানেল । খুশির বিষয় হচ্ছে ডিসপ্লেটি ফুল এইচডি রেজুলেশন সাপোর্টেড । 395 পিপিআই পিক্সেল ড্যান্সিটির সাথে থাকছে 90 HZ রিফ্রেশ রেট । ডিসপ্লেটির ওভারলোক পজিসন এবং পারফরম্যান্স আশা করি আপনাদের কাছে ভালো লাগবে । ডিসপ্লে টিকে আসলে কি দিয়ে প্রটেকশন করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য বা ডকুমেন্ট জানা যায়নি । ফুল এইচডি রেজুলেশন এর সাথে রিফ্রেশ রেট ভালো থাকার কারণে এটা আশা করা যায় যে এই ডিসপ্লেটি নজর কাড়া এবং আকর্ষণীয় পারফরম্যান্স দিতে পারবে । তবে আপনারা খেয়াল করলে একটি বিষয় দেখতে পাবেন আর সেটি হল ডিসপ্লেটি কিন্তু যথেষ্ট পরিমাণে কিছুটা বড় । এক্ষেত্রে যারা ভিডিও এডিটিং বা লাইভ গেমিং করে থাকেন তাদের জন্য এটা কিন্তু একটি ভালো বিষয় অপরদিকে যারা ছোটখাটো ডিসপ্লে পছন্দ করে থাকেন একচুয়ালি যাদের ছোট ডিসপ্লে পছন্দ তাদের কাছে হয়তো এইটা নাও ভালো লাগতে পারে । তবে আমার জানা মতে ইউজার ফ্রেন্ডলি হিসেবে এই ডিসপ্লেটি অনেকটা ভালো ফিচার দিতে পারবে ইনশাআল্লাহ ।
ক্যামেরা পারফরমেন্স
মিড রেঞ্জের ভেতরে থাকা বেশ কিছু স্মার্টফোনকে আমরা ক্যামেরা ডিজাইনগুলো আইফোনের মত করতে দেখেছি এক্ষেত্রে টেকনো কোম্পানিটি এই মডেলটির মধ্য দিয়ে ক্যামেরা ডিজাইনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে আইফোনের ছোট ভাই । তো যাই হোক ক্যামেরা ডিজাইন গুলো কিন্তু বেশ সুন্দর । Tecno Spark 10 Pro স্মার্টফোনটির ক্যামেরা ফিচারের মেইন ক্যামেরা ফাংশনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা । মিডিয়াম বাজেট হিসেবে এটা অনেকটাই সন্তুষ্ট হওয়ার মতোই । সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় আমরা দেখতে পেয়ে যাব 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার । ক্যামেরা গুলোর সাথেই থাকছে দুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট । তবে যে বিষয়টি আমার কাছে কিছুটা খারাপ লেগেছে সেটি হল মেইন ক্যামেরার পাশাপাশি কোম্পানিটি যদি এখানে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ফাংশন রেখে দিত তাহলে হয়তো এই স্মার্টফোনটির ক্যামেরা ওয়ান অফ দ্যা বেস্ট প্রায় সকলের কাছেই মনে হতো । মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে ডিরেক্ট সানলাইটে অনেকটা ভালো মানের ব্যাটার রেজাল্ট পাওয়া গেলেও স্বল্প আলোতে অনেকটাই পারফরম্যান্সের ঘাটতি রয়েছে । এখানে এইচডিআর ফিচার পাওয়া গেলেও সেটার পারফরম্যান্স মোটামুটি মিডিয়াম লেভেলের ।
ব্যাটারি পাওয়ার
Tecno Spark 10 Pro স্মার্টফোনের ব্যাটারি পারফরমেন্সে দেওয়া হয়েছে 5,000 মিলি এম্পিয়ার পাওয়ার এর ব্যাটারি । মিডিয়াম বাজেটের অনেক বাজেট কিং স্মার্টফোন রয়েছে আর সেগুলো থেকে এই স্মার্টফোনটির ব্যাটারি পারফরম্যান্স অনেকটাই ভালো লক্ষ্য করা গেছে । 20-30 হাজার টাকা বাজেটের ভেতরে অনেক স্মার্টফোন রয়েছে যেগুলোতে আমরা সেম ব্যাটারি পারফরম্যান্স দেখতে পেয়েছি । ব্যাটারি ফিচার এবং পারফরম্যান্স কিন্তু মোটামুটি ভালো এগিয়ে রয়েছে এছাড়াও এখানে 18 ওয়াটের ফার্স্ট চার্জিং সিস্টেম থাকছে । আপনি যদি একজন নরমাল ইউজার হয়ে থাকেন বা দিনের সামান্য একটা সময় স্মার্টফোন ব্যবহার করেন তাহলে এই পারফরমেন্সে এই স্মার্টফোনটি সম্পূর্ণ চার্জে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন । আবার অনেকেই হাই ইউসার রয়েছে যারা দিনে 8 থেকে 9 ঘন্টা গেমিং করে থাকে বা ভিডিও এডিটিং থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম করে থাকে তারা কিন্তু চোখ বুঝেই সম্পূর্ণ একদিন ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন । স্মার্টফোনটির ব্যাটারি পারফরম্যান্স এবং ফিচার সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়া হল আশা করি এখান থেকে আপনারা সম্পূর্ণ বিষয়টিকে ক্লিয়ার ভাবে বুঝে নিতে পারবেন ।
বডি ডিজাইন
টেকনো কোম্পানিটি মিডিয়াম বাজেট এর ভেতরে কিছুটা বড়সড়ো স্মার্টফোন অফার করে থাকে এই স্মার্টফোনটিও আকারে কিন্তু অনেকটা বড় । ব্যবহার করার সময় আপনাদের এটিকে একহাতে হ্যান্ডেল করাটা অনেকটা টাফ হয়ে যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে দুই হাত দিয়েই ব্যবহার করতে হতে পারে । স্মার্টফোনটিকে আমরা দুইটি ভেরিয়েন্টের কালারে মার্কেটে দেখতে পাবো সাদা এবং কালো কালারের । ব্ল্যাক কালার অনেকেরই প্রিয় তবে হোয়াইট কালারটি কিন্তু অনেকটাই প্রিমিয়াম । স্মার্টফোনটির বডি ডিজাইন গ্লাস ব্যাক এবং প্লাস্টিকের প্রেমে আবদ্ধ । যার কারণে এই মোবাইলটির বডি ডিজাইন আমাদের কাছে অনেকটাই আকর্ষণীয় বলে মনে হবে । স্মার্টফোনটিতে আমরা ইউএসবি পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাক দেখতে পেয়ে যাব । স্মার্টফোনটির ডান পাশে থাকছে হোম বাটন যেটিকে আমরা ফিজিক্যাল স্ক্যানার হিসেবেও ব্যবহার করতে পারব । স্মার্টফোনটির ওজন 208 গ্রাম যেটা আপনাদের কাছে কিছুটা বেশি বলেই মনে হতে পারে বাট ব্যবহার করার সময় আস্তে আস্তে কমফোর্টেবল হয়ে যাবে ।
অপারেটিং সিস্টেম এবং প্রসেসর
যদিও এই স্মার্টফোনটি বাজেট বিবেচনায় মিড রেঞ্জের ভিতরে থাকা একটি হ্যান্ডসেট তাও কিন্তু এখানে একটি ক্লাইম্যাক্সের দেখা আমরা পেয়েছি অপারেটিং সিস্টেমে । এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম রান করানো হয়েছে google এর লেটেস্ট বা আপডেট ভার্সন Android 13 এর মধ্য দিয়ে । এই স্মার্ট ফোনটির ক্ষেত্রে এটি কিন্তু একটি টার্নিং পয়েন্ট এগিয়ে যাওয়ার জন্য । হাই কোয়ালিটি এবং বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোকে আমরা গুগলের লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করতে দেখে থাকি সে ক্ষেত্রে টেকনো কোম্পানিটি মিড রেঞ্জের একটি স্মার্টফোনে গুগলের লেটেস্ট ভার্সন ব্যবহার করায় আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ । আমি এতটুকু আশাবাদী যে আপনাদের কাছেও এই বিষয়টি খুবই ভালো লাগবে । এবার আলোচনা করে ফেলি প্রসেসরের বিষয়ে । Tecno Spark 10 Pro স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G88 প্রসেসর । মোটামুটি মিডিয়াম বাজেটের স্মার্টফোনগুলো যে গ্রাহকদের কাছে অনেকটা আকর্ষণীয় তাদের কাছে এটি একটি খুবই পরিচিত প্রসেসর । আর এই প্রসেসরটি এখানে 12 ন্যানোমিটারের তৈরি ।
মেমোরি পারফরমেন্স
একটি স্মার্ট ফোন থেকে আপনি যদি বেস্ট পারফরম্যান্স আশা করতে চান তাহলে অবশ্যই সেই স্মার্টফোনটিতে মেমোরি পারফরম্যান্স ভালো থাকতে হবে । বর্তমান এই ডিজিটাল সময়ে এই বিষয়টি আমরা কম বেশি সকলেই জানি । মেমোরি পারফরম্যান্স যদি ভাল হয়ে থাকে তাহলে মাল্টি টাস্কিংয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজেই করতে পারি এবং স্মার্টফোনের স্পিড অনেকটাই ভালো পাওয়া যায় । Tecno Spark 10 Pro এই স্মার্ট ফোনের মেমোরি পারফরমেন্সে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে দুইটি ভেরিয়েন্ট রয়েছে । যার প্রথমটিতে রয়েছে 4 জিবি রেম এর পাশাপাশি 128 জিবি রোম এবং দ্বিতীয়ত রয়েছে 8 জিবি রেম এর পাশাপাশি 128 জিবি রোম । এখন আপনি যদি মনে করেন যে একটি স্মার্টফোন আপনি মোটামুটি ব্যবহার করবেন এবং তেমন একটা রেম এর প্রয়োজন হবে না তাহলে আপনার জন্য 4 জিবি র্যাম যথেষ্ট । অপরদিকে আপনারা যদি স্মার্টফোনের মাধ্যমে ভিডিও এডিটিং এবং গেমিং সহ আর অন্যান্য কাজ করে থাকেন তাহলে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে 8 জিবি র্যাম এর মডেলটি ব্যবহার করতে পারেন ।
গেমিং পারফরমেন্স
একটি মিডিয়াম বাজেটের স্মার্টফোনের মাধ্যমে ফ্রি ফায়ার এবং pubg এর মত অন্যান্য অনলাইন গেমিং গুলো খেলার জন্য মার্কেটে একটি নতুন স্মার্টফোন খুঁজে বেড়াচ্ছেন ? এক ভিন্ন ধরনের স্পাইসি পারফরম্যান্স নিয়ে আমাদের সকলের মাঝে মার্কেটের বাজেট কিং Tecno Spark 10 Pro স্মার্টফোনটি রিলিজ হয়েছে । অনলাইন গেমিং খেলার জন্য আপনি এই স্মার্টফোনটিকে বেছে নিতে পারবেন একেবারে নিশ্চিন্তেই । তার কারণ হলো এখানে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G88 প্রসেসর । এই প্রসেসর টিকে আমরা কিন্তু মিডিয়াম বাজেটের স্মার্টফোনগুলোর রাজা বলে থাকি অনেকেই । আর এই প্রসেসরের মাধ্যমে স্মার্টফোনটি দিয়ে অনলাইন গেমিং গুলো আপনি খুব ভালোভাবেই গেমপ্লে করতে পারবেন । এছাড়াও ব্যাটারি পারফরম্যান্স ও ফিচার ভালো থাকার কারণে স্মার্টফোনটি দিয়ে দীর্ঘক্ষণ গেম প্লে করা সম্ভব । আর এই প্রসেসরটি এতটাই ভালোভাবে কাজ করবে যে দীর্ঘক্ষণ ব্যবহার করার পরেও স্মার্টফোনটি কিন্তু তেমন একটা গরম হবে না । তবে আমরা যখন অনলাইন গেম গুলো দীর্ঘক্ষণ বা অনেকটা সময় গেম প্লে করব তখন কিন্তু মাঝে মাঝে ফ্রেম লক এর বিষয়টা চোখে পড়তে পারে । এই বিষয়গুলো আসলে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করা তবে সব মিলিয়ে এক কথায় amazing লুক এন্ড গ্রেট পারফরম্যান্স এর মধ্য দিয়ে নতুন রূপে আমাদের মাঝে স্মার্টফোনটি অনেকটাই ভালো রেজাল্ট করতে পারবে বলে আশাবাদী ।
স্মার্টফোনটি সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত
মিডিয়াম বাজেটের ভেতরে একটি স্মার্টফোনে হাই কোয়ালিটির পারফরম্যান্স ও ফিচার আশা করাটাও কিন্তু অনেকটা বোকামি বলা চলে । তবে স্মার্টফোনটির প্রায় সকল দিক গুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হয়েছে সেখান থেকে আপনারা এই স্মার্টফোনটির ভালো দিক এবং মন্দ দিক গুলো জানতে পেরেছেন । স্মার্ট ফোনটির প্রায় সবকিছুই আমার কাছে ভালো লেগেছে তবে এখানে যে ফিজিক্যাল স্ক্যানার ব্যবহার করা হয়েছে সেটা আসলে অনেকটাই স্লো । এছাড়াও ক্যামেরা ফিচারে দেওয়া হয়নি আলট্রাওয়াইড শুটার যেটার কিছুটা প্রয়োজন এখানে আমি মনে করেছি । এছাড়া বাকি সবগুলো বিষয় আমার কাছে মোটামুটি চলনসই বলেই মনে হয়েছে । আপনাদের কাছে কোন বিষয়গুলোতে আরো ইমপ্রুভমেন্ট করলে ভালো হতো আপনাদের ব্যক্তিগত সেই মতামত গুলো একটি কমেন্টের মাধ্যমে আমাদের সকলকে জানিয়ে দিতে পারেন ।
স্মার্টফোনটির প্রাইস
যখন আমরা জানতে পেরেছি এই স্মার্টফোনটি মিডিয়াম বাজেটের ভিতরেই রয়েছে তখনই কিন্তু অনেকের ধারণা হয়েছে আসলে এই স্মার্টফোনটির মূল্য 15 থেকে 20,000 টাকার ভিতরেই রয়েছে । এছাড়াও আইডিয়া হওয়ার অন্যতম একটি কারণ হলো বেশ কিছুদিন ধরে টেকনো কোম্পানিটি আমাদের মাঝে সেম বাজেটের অনেক স্মার্টফোন মার্কেটে রিলিজ করেছে । তো যাই হোক কথা না বাড়িয়ে এখন আপনাদের মাঝে শেয়ার করা হবে এই স্মার্টফোনটি ব্যবহার করার জন্য আমাদেরকে কত টাকা খরচ করতে হবে । উপরের আলোচনায় আমরা জানতে পেরেছি এই স্মার্টফোনটির দুইটি ভেরিয়েন্ট রয়েছে , এখানে 4/128 জিবি ভেরিয়েন্টের যে মডেলটি রয়েছে সেটি ব্যবহার করার জন্য আমাদেরকে পকেট থেকে গোনতে হবে 15,670 টাকা । 8/128 জিবি মডেলটির মূল্য বর্তমান মার্কেটে রয়েছে 17,670 টাকা । ইন্ডিয়ান মার্কেট প্লেসে স্মার্টফোনটির মূল্য রয়েছে 15,000 রুপি । আন্তর্জাতিক মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে $129 ডলার । মালয়েশিয়ার মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 699 রিঙ্গিত । তো এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন আপনাদের কাছে কেমন লেগেছে এবং আরো নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে বাংলা আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন ।