লেনোভো লেজিওন ফাইভ প্রো বাংলা রিভিউ | lenovo legion 5 pro review

যুগান্তকারী বর্তমান সভ্যতার উন্নতির পিছনে প্রযুক্তির ব্যাপক গুরুত্ব রয়েছে সেটা না বললেই নয় । সহজ কথায় বলতে গেলে জীবন যাপনের এখন প্রায় প্রতিটা কাজেই প্রযুক্তির উদ্ভাবনকৃত টেকনোলজিগুলো ব্যবহার করা হয়ে থাকে । স্মার্টফোন বা মোবাইল ফোনের পাশাপাশি এখন কিন্তু আমরা অনেক মানুষের হাতেই ল্যাপটপ দেখতে পেয়ে থাকি । তো আজকে এই রিভিউর মাধ্যমে আপনাদের মাঝে একটি খুবই সুন্দর এবং আকর্ষণীয় মানের একটি ল্যাপটপ নিয়ে আলোচনা করা হবে । বর্তমানে খুবই জনপ্রিয় এবং নামকরা যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর মধ্যে লেনোভো কোম্পানিটি আমাদের প্রায় সকলেরই চেনা । আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে অনেকের হাতেই কিন্তু এখন লেনোভো কোম্পানির ল্যাপটপ দেখতে পেয়ে যাবেন । কোম্পানিটি তাদের গ্রাহকদের সুবিধার জন্য মার্কেটে আরো একটি নতুন ল্যাপটপ রিলিজ করে দিল আর সেই মডেলটি হল Lenovo Legion 5 Pro । আজকে আপনাদের মাঝে এই ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই রিভিউতে যার কারণে রিভিউটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে , ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউ জুড়ে থাকার অনুরোধ রইলো । 


লেনোভো লেজিওন ফাইভ প্রো বাংলা রিভিউ | lenovo legion 5 pro review


বডি ডিজাইন এন্ড কোয়ালিটি


ল্যাপটপটির বডি ডিজাইনের কথা যদি আমরা বলি তাহলে এটাকে এক কথায় ওয়ান অফ দ্যা বেস্ট বিউটিফুল ল্যাপটপ লুকিং হিসাবে ধরা যেতে পারে । প্রথম দেখায় আপনার চোখে ধরা পড়বে ল্যাপটপটির বডি ডিজাইন আসলেই অনেকটা নামিদামি । বডি ডিজাইনের জন্য lenovo কোম্পানিটিকে অবশ্যই ধন্যবাদ দেওয়া প্রয়োজন । ল্যাপটপের বডি ডেকোরেশন ভালো মানের এবং স্ট্রং লেভেলের । সামনের অংশে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে আমরা অনেকগুলো পোর্ট দেখতে পেয়ে যাব সেখানে রয়েছে হেডফোন জ্যাক এবং ইউএসবি পোর্ট । তবে বডি ডিজাইনের আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে এখানে দেওয়া রয়েছে  ইশার্টার বাটন । যেটা মূলত ক্যামেরার সাথে কানেকশন এটাকে আপনি অন অফ রেখে কাজ চালিয়ে যেতে পারবেন । আর ল্যাপটপটির সাথে যে কীবোর্ড রাখা হয়েছে সেটা মূলত ব্যাকলিট এবং খুবই মজবুত । ব্যাকলিট বলতে বুঝায় আপনি যখন কিবোর্ড চাপবেন তখন কিন্তু অন্ধকারে টাইপ করো অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে এ কারণে কিবোর্ড এর নিচে সাদা রংয়ের ব্যাগ লিংক দেওয়া হয়েছে যেটা ব্যবহার করে আপনি অন্ধকারেও টাইপিং করতে পারবেন এবং দেখতে অনেকটা ভালো লাগবে । কি বোর্ডের লেফট সাইডে টাচপ্যাড রাখা হয়েছে । ব্ল্যাক কালারের এই ল্যাপটপটির বডি ডিজাইন পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে । 


ডিসপ্লে প্যানেল


ল্যাপটপটিতে খুবই আকর্ষণীয় এবং নজর কারা মানসম্মত একটি ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে । ডিসপ্লে সেকশনের যে বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে সর্বপ্রথম সেটিকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি , ডিসপ্লেতে দেওয়া হয়েছে 500 নিটস ব্রাইটনেস । প্রিমিয়াম ল্যাপটপ গুলোর দিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে সেখানে এই পরিমাণ ব্রাইটনেসের দেখা আমরা কিন্তু খুব কম পাবো আর সেই জন্য কোম্পানিটিকে মেনি মেনি থ্যাংকস । 16 ইঞ্চি সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে Lenovo Legion 5 Pro ল্যাপটপটিতে যেখানে থাকছে আইপিএস এলসিডি প্যানেল । এখানে আরো রয়েছে ফুল এইচডি রেজুলেশন 1600×2560 পিক্সেল । রিফ্রেশ রেট এর পরিমাণও আমরা কিন্তু খুব ভালই দেখতে পেয়েছি 165 HZ । ডিসপ্লেটির গুনাগুন এবং মানসম্মতা দেখে আমরা এটা খুব সহজে বুঝে নিতে পারি যে , আমরা যারা ভিডিও এডিটিং এর কাজগুলো করে থাকি ল্যাপটপের মাধ্যমে তাদের জন্য এটি ওয়ান অফ দা বেস্ট ল্যাপটপ বলা যেতে পারে । কালার রেসপন্স থেকে শুরু করে ভিডিও এডিটিং এর প্রতিটা বিষয়ে আপনি ভাল পারফরম্যান্স পেয়ে যাবেন বলে আমি আশাবাদী । 


ব্যাটারি পারফরমেন্স


Lenovo Legion 5 Pro ল্যাপটপটির ব্যাটারি পারফরম্যান্স নিয়ে না বললেই নয় । 4 Cell ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এর সাথে থাকছে মোটামুটি একটু বড় আকৃতির 300 ওয়াটের এডাপ্টার । বন্ধুরা , এবার আপনাদের মাঝে আলোচনা করে ফেলি এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে । ব্যাটারি ব্যাকআপ যেমনই হোক না কেন সেটার পারফরম্যান্স আপনি কেমন পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার ল্যাপটপ ব্যবহারের উপর । উপরে আমরা আলোচনা করেছি এই ল্যাপটপটি ভিডিও এডিটিং এর জন্য পারফেক্ট , সেক্ষেত্রে আপনি যদি রীতিমতো ভিডিও এডিটিং করে যান সেক্ষেত্রে 8 ঘন্টার কাছাকাছি সময় । রীতিমতো ব্যবহারে আমরা যে পরিমাণ ব্যাটারি পারফরম্যান্স পেয়ে যাব গেমিং পারফরম্যান্সের ক্ষেত্রে কিন্তু ঠিক ততটা পারফরম্যান্স আমরা পাবো না । আপনারা যদি রেগুলারলি এই ল্যাপটপটির মাধ্যমে গেম প্লে করে যান তাহলে কিন্তু সে ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় 5 ঘন্টা । আশা করি বিষয়টি আপনারা একটু ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন । 


ইন্টারনাল স্টোরেজ বা রেম


আমরা যারা সচরাচর ল্যাপটপ ব্যবহার করে থাকি তাদের হয়তো এই বিষয়টি কমবেশি সকলেরই জানা , একটু বেশি আমরা যারা ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করি তাদের জন্য ইন্টারনাল স্টোরেজ বা রেম যদি একটু বেশি হয় তাহলে কিন্তু সেটি একটি ভালো বিষয় । lenovo premium বাজেট এর প্রিমিয়াম পারফরম্যান্সের একটি ল্যাপটপ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে আর সেখানে তারা তাদের গ্রাহকদেরকে অফার করছে 8 জিবি রেম । আমার কাছে মনে হয় এটি একটি হিউজ বা বিশাল পরিমাণ । 8 জিবি রেম এর মাধ্যমে আমরা দুর্দান্ত স্পিড এবং পারফরম্যান্স দুটোই কিন্তু দেখতে পাবো । তবে সেক্ষেত্রে আপনার যদি বাড়তি আরো রেমের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু নো টেনশন এই 8 জিবি র‍্যামকে আমরা বাড়িয়ে 16 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবো । এই দিক বিবেচনায় আমরা বলতে পারি কোম্পানিটি আমাদের জন্য বাড়তি অনেক স্পেসিফিকেশন উপভোগ করার সুযোগ করে দিয়েছে । মেমোরি পারফরমেন্স নিয়ে আমার ব্যক্তিগত অভিমত ভেরি গুড । 


অপারেটিং সিস্টেম এন্ড প্রসেসর


এই ল্যাপটপটির ক্ষেত্রে maximum ফাংশনগুলোতে আমরা কিন্তু অনেক ভালো আপডেট লক্ষ্য করতে পেরেছি এবার এক নজরে দেখে নেব কোম্পানিটি অপারেটিং সিস্টেমে কি পরিমান আপডেট এনেছে । Windows 11 এর মাধ্যমে এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম রানিং করানো হয়েছে । প্রসেসর ব্যবহার করা হয়েছে AMD Ryzen  56600H । ল্যাপটপটি ব্যবহারের ক্ষেত্রে এখানে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটার খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পেয়ে যাবেন । আশা করি প্রসেসর নিয়ে আর বেশি কিছু না বললেও চলবে তার কারণ হচ্ছে যারা সচরাচর ল্যাপটপ ব্যবহার করে থাকেন তারা হয়তো বিষয়টি আগে থেকেই বুঝতে পেরেছেন । প্রিমিয়াম ছাড়াও আরো বেশ কিছু ল্যাপটপ রয়েছে যেগুলোকে আমরা উইন্ডোস অপারেটিং সিস্টেমের মাধ্যমে রানিং করতে দেখে থাকি তো এই ল্যাপটপটিও কিন্তু তাদের আওতাভুক্ত । সব মিলিয়ে উপরিউক্ত আলোচনায় আমরা কিন্তু এটা বলতে পারি যে অপারেটিং সিস্টেম এবং প্রসেসর আমরা ফাস্ট লেভেলেই রাখতে পারি । 


গেমিং পারফমেন্স


ল্যাপটপটির অন্যতম একটি ইম্পরট্যান্ট সাবজেক্ট হচ্ছে এটি মূলত একটি গেমিং ল্যাপটপ । ল্যাপটপটি দেখেই গেমিং ল্যাপটপ বলে মনে হয়েছিল আমার কাছে পরবর্তীতে ঘাটাঘাটি করার পর বিষয়টি সিউর হতে পেরেছি । অনলাইন গেম গুলোর এক বিশাল ছড়াছড়ি কিন্তু এখন আমরা চারপাশে দেখতে পেয়ে থাকি । এখন আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে অনলাইন গেমিং গুলো গেম প্লে করার জন্য এটা কি আপনারা চয়েজ করতে পারেন কিনা ? অনেকটা প্রিমিয়াম বাজেট এর ভিতরে থাকায় এই ল্যাপটপটির অন্যতম একটি আকর্ষণীয় দিক হচ্ছে গেমিং পারফরমেন্স । lenovo কোম্পানিটি গেমিং পারফরম্যান্সের দিকে অনেকটা বেশি নজর দিয়েছে এই ল্যাপটপটির পারফরম্যান্সে । অনলাইন গেমিং গুলো আপনি খুব সহজেই এবং এইচডি গ্রাফিক্সের মাধ্যমেই এটার মাধ্যমে উপভোগ করতে পারবেন সে ক্ষেত্রে বিন্দুমাত্র সন্দেহ নেই । বর্তমান সময়ের জনপ্রিয় পাবজি এবং ফ্রি ফায়ার এর মত আরও অন্যান্য অনলাইন গেমস গুলো আমরা এটার মাধ্যমে খুব ভালোভাবেই চালিয়ে নিতে পারব । এই ল্যাপটপটির মাধ্যমে আমরা খুব ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারব যার কারণে আমরা যারা অনলাইন গেমিং করে থাকি তাদের জন্য এটি একটি বেস্ট চয়েজ ল্যাপটপ । 


যে যে জায়গায় আরও ইমপ্রুভমেন্ট এর প্রয়োজন দরকার ছিল ?


বেস্ট বাজেটের বেস্ট ল্যাপটপটি সম্পর্কে আমরা উপরের আলোচনায় জানতে পেরেছি , এখন আমরা জেনে নিব এই ল্যাপটপটির ক্ষেত্রে আরও কি কি ইমপ্রুভমেন্ট আনলে আরো অনেকটা প্রিমিয়াম হতো । এই ল্যাপটপটির ওজন রাখা হয়েছে 2.54 কেজি , এখন কথা হল আমরা যারা অফিসের কাজে ল্যাপটপ ব্যবহার করে থাকি তাদেরকে সব সময় সাথে সাথে ল্যাপটপ রাখতে হয় সেক্ষেত্রে এই ল্যাপটপের ওজন কিন্তু কিছুটা বেশি তো এক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে । এরপরের দ্বিতীয়তঃ যে সমস্যাটি আমার চোখে পড়েছে সেটি হল এখানে একটি অ্যাডপ্টর রাখা হয়েছে এবং সেটা কিন্তু আকারে এবং ওজনে কিছুটা ভাড়ি । এখানে বাড়তিভাবে এডাপ্টার এর বেশি ওজন হওয়ার কারণে এটাকে সাথে রাখতে অনেকটা অসুবিধা ফিল হতে পারে আমাদের কাছে । এই বিষয়গুলো ছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তার সব ফাংশন গুলো আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তবে আর কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট এর প্রয়োজন ছিল সে বিষয়টি আপনাদের চোখে যদি ধরা পড়ে থাকে সেটা আমাদের সকলের সাথে শেয়ার করতে পারেন । 


ল্যাপটপটির প্রাইজ বা মূল্য


কম বেশি আমরা সকলেই হয়তোবা একটি প্রবাদের সাথে পরিচিত আর সেটা হলো জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি । মোটামুটি হাই লেভেলের ভেতরে আপনি যদি মানসম্মত এবং ভালো মানের একটি ল্যাপটপ ব্যবহার করতে চান তাহলে আমার পক্ষ থেকে এই ল্যাপটপটির সাজেস্ট দেওয়া হল । এখন এখানে একটি প্রশ্ন হল আমাদের সকলেরই জানা প্রয়োজন এই ল্যাপটপটি ব্যবহার করতে হলে আমাদেরকে কত টাকা খরচ করতে হবে ? বাংলাদেশের মার্কেটপ্লেসে এই ল্যাপটপটির বর্তমান মার্কেট মূল্য রয়েছে 212,000 টাকা । এছাড়াও আপনি যদি মালয়েশিয়ার মার্কেটপ্লেস থেকে ল্যাপটপটি ক্রয় করতে চান তাহলে আপনাকে গুনতে হবে 6791 রিঙ্গিত । ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে এই ল্যাপটপটির মূল্য রয়েছে 1,529 ডলার । ল্যাপটপের ফুল স্পেসিফিকেশন আপনারা জানতে পারলেন এখন ফুল পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি আমাদেরকে জানাতে ভুলবেন না । এছাড়াও আরো নিত্যনতুন প্রযুক্তি গুলো সম্পর্কে জানতে হলে আমাদের ওয়েবসাইটের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন