নতুন ব্রান্ডের নতুন স্মার্টওয়াচ SW01 Ultra | wiwu sw01 ultra smart watch Amazing Performance

বর্তমান সময় হচ্ছে প্রযুক্তি নির্ভর । যার কারণে আমরা নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার দেখে থাকি । তো যাইহোক এই বিষয়গুলো আমরা এখন কমবেশি সকলেই জানি । বরাবরের মতোই আজকের এই রিভিউ এর মধ্য দিয়ে আপনাদের সকলের মাঝে আলোচনা করা হবে প্রিমিয়াম একটি স্মার্টওয়াচ নিয়ে । নিত্য নতুন প্রযুক্তিগুলো সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে রিভিউ এর মাধ্যমে । তো যাই হোক আজকে এই রিভিউর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করা হবে নতুন আরো একটি স্মার্ট ওয়াচ সম্পর্কে । আপনাদেরকে সবার প্রথমে একটি বিষয় জানিয়ে রাখি আর সেটি হল , আমরা এখন যেই স্মার্ট ওয়াচটি সম্পর্কে বিস্তারিত জানবো এটি সম্পূর্ণ একটি নতুন কোম্পানির ব্রান্ড । আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন রিভিউটি কতটা স্পেশাল হতে চলেছে । WIWU কোম্পানির হাত ধরে আমাদের মাঝে চলে এসেছে নতুন স্মার্ট ওয়াচ WIWU Smart Watch SW01 Ultra মডেল । কোম্পানিটি নতুন হওয়ার কারণে কোম্পানিটির সম্পর্কে আমাদের অনেকেরই ধারনা কম থাকা কিন্তু স্বাভাবিক । এখন আমরা এক নজরে জেনে নিব নতুন এই কোম্পানিটি তাদের নতুন স্মার্ট ওয়াচটির ভিতরে নতুন কি কি ফিচার যুক্ত করেছে । আর সে বিষয়গুলো জানতে হলে আমাদের এই রিভিউটির ভিতর চোখ রাখতে পারেন । 


নতুন ব্রান্ডের নতুন স্মার্টওয়াচ SW01 Ultra | wiwu sw01 ultra smart watch Amazing Performance


বডি ডিজাইন


এই স্মার্টওয়াচটির যে বডি ডিজাইন বা বডি লুক দেওয়া হয়েছে এটার আলোচনা কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে । তার কারণ হলো এই স্মার্ট ওয়াচটির বডি ডিজাইন অনেকটা অ্যাপল স্মার্ট ওয়াচগুলোর মতো বলা যেতে পারে । আপনি যদি এর বডি ডিজাইন ভালোভাবে লক্ষ্য করেন তাহলে অনেকটাই আকর্ষণীয়তা আপনার চোখে পড়বে । বডি ডিজাইনে আমরা দেখতে পাবো দুইটি বাটন । তবে যে বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে সে বিষয়টি হলো এখানে আমরা স্পিকার এবং বডি ডিজাইনের নিচের অংশে ওয়ারলেস চার্জিং সিস্টেম ব্যবহার করতে দেখেছি এবং আমি আশা করি এই বিষয়টি আপনাদের কাছেও অনেকটা ভালো লাগবে । স্মার্ট ওয়াচ বা ঘড়িটিকে আমরা দুইটি কালারে দেখতে পাবো । অরেঞ্জ এবং ব্লাক ভিন্ন দুইটি কালারের মধ্যে অরেঞ্জ কালারের ঘড়িটি আমার কাছে ব্যক্তিগতভাবে দারুন লেগেছে । এখানে আরো থাকছে রাবারের দুইটি স্ট্রেপ । যেগুলোকে আপনারা আলাদাভাবে কিনেও ব্যবহার করতে পারবেন । নিখুত এবং মনোমুগ্ধকর ডিজাইনের ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচটির নান্দনিকতা অবশ্যই আমাদেরকে মানতে হবে । 


ডিসপ্লে ফিচার


এবার আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হবে এই স্মার্ট ওয়াচ বা ঘড়িটির ডিসপ্লে সম্পর্কে । তো যে বিষয়টি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হল এই স্মার্টওয়াচটির ডিসপ্লে সাইজ রয়েছে 1.9 ইঞ্চি । আর এখানে যদি আমরা ডিসপ্লের চিন এবং বেজেলের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো WIWU কোম্পানিটি কিন্তু হুবহু অ্যাপল ব্রান্ডের স্মার্ট ওয়াচ গুলোর মতো একটি পারফরমেন্স রাখতে পেরেছে । আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আর সেটি হল স্মার্টওয়াচটিতে পিক্সেল ডেন্সিটি এবং ব্রাইটনেস এর পরিমাণ ভালো থাকার কারণে ইনডোরের পাশাপাশি আউটডোরে আমরা ভালো ব্যাকআপ পেয়ে যাব । ডিসপ্লের ভিতরে থাকা আরও একটি অন্যতম ভালো বিষয় হচ্ছে এর রেজুলেশন । এখানে আমরা রেজুলেশন এর পরিমাণ দেখতে পেয়েছি 240×283 পিক্সেল । আর যদি আমরা একটু ডিসপ্লে লুকিং এর কথা বলি তাহলে এক কথায় বলা যেতে পারে এই স্মার্ট ওয়াচটির ডিসপ্লে ফিচার যথেষ্ট পরিমাণে নজরকারা এবং বেশ ভালই নজরনন্দিত ডিসপ্লে লুকিং ।



ব্যাটারি ব্যাকআপ


নরমালি বা সচরাচর আমরা যদি কোন ডিজিটাল গেজেট ব্যবহার করতে চাই তাহলে সেগুলোর ফিচার সম্পর্কে জানার এক বিশেষ কৌতুহল আমাদের মনের ভিতরে জাগ্রত হয় । আর সেই ফিচারগুলোর মধ্যে ব্যাটারি ফিচার অন্যতম অনেকটা এমনই বলা যেতে পারে । তো যাই হোক নতুন এই ব্রান্ডটি তাদের নতুন এই স্মার্টওয়াচ বা ঘড়িটিতে 420 মিলি আম্পিয়ার পাওয়ারের ব্যাটারি সেট করেছে যে বিষয়টি আমরা কোম্পানিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পেরেছি । এবার যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে সবার আগে আপনাদেরকে বলে নেই এই স্মার্ট ওয়াচটি আপনারা আপনাদের স্মার্টফোন বা মোবাইল ফোনের সাথে কানেক্টেড রেখে ব্যবহার করতে পারবেন । এখন আপনারা যদি এই স্মার্টওয়াচটি আপনাদের স্মার্টফোনের সাথে কানেক্টেড রেখে ব্যবহার করেন তাহলে সম্পূর্ণ চার্জে তিন থেকে চার দিন ব্যাকআপ পেয়ে যাবেন । আর কোন কিছুর সাথে কানেক্টেড না রেখে নরমালি এটিকে আপনি 7 দিন ব্যবহার করতে পারবেন । কি বন্ধুরা , বিষয়টি কেমন লেগেছে ? এই স্মার্ট ওয়াচ বা ঘড়িটি সম্পূর্ণ চার্জ হতে টোটালি সময় নিবে 2 ঘন্টা 30 মিনিট । 


স্মার্ট ওয়াচটির কিছু ভালো ফিচার


স্মার্ট ওয়াচটির ভিতরে বেশ কিছু ভালো দিক আমার নজরে এসেছে আর সেগুলোকে এক কথায় আপনাদের মাঝে আলোচনা করবো । সর্বপ্রথম যে বিষয়টি আমার কাছে পার্সোনালি বা ব্যক্তিগতভাবে ভালো লেগেছে সেটি হচ্ছে এর বডি ডিজাইন এবং বডি লুক । আমরা যদি প্রিমিয়াম এবং নজর কাড়া ডিজাইনের স্মার্ট ওয়াচ ব্যবহার করার জন্য আগ্রহ প্রকাশ করে থাকি তাহলে এই স্মার্টওয়াচটি হতে পারে আমাদের কাছে অনেকটা সেরা । উপরের আলোচনা আপনাদের মাঝে সংক্ষেপে আলোচনা করেছি এই স্মার্টওয়াচটি আপনারা চাইলে আপনাদের স্মার্টফোনের সাথেও কানেক্টেড করে ব্যবহার করতে পারবেন । তবে একটি বিষয় আরো জানিয়ে রাখি সেটি হল কানেক্টেড থাকা অবস্থায় আপনাদের স্মার্টফোনের ফেসবুক , হোয়াটসঅ্যাপসহ আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোর নোটিফিকেশন স্মার্টওয়াচটিতে চলে আসবে । সে ক্ষেত্রে আপনারা স্মার্ট ওয়াচ এর ভিতরেই নোটিফিকেশন দেখতে পেয়ে যাবেন । সচরাচর 4 হাজার টাকা বাজেটের মধ্যে আমরা যে স্মার্ট ওয়াচ গুলো মার্কেটে দেখে থাকি সেগুলো থেকে এই স্মার্টওয়াচটির ডিসপ্লেতে চিন এবং বেজেলের পরিমাণ অনেকটা ভালো রাখা হয়েছে । আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই স্মার্ট ওয়াচটিতে আর সেটি হচ্ছে এই স্মার্টওয়াচটিকে আপনারা আপনারা 6 মাসের ওয়ারেন্টি সহ নিতে পারবেন । 


স্মার্ট ওয়াচটির কিছু মন্দ দিক


স্মার্টওয়াচ বা ঘড়িটিতে বেশ কিছু ভাল দিক থাকা সত্ত্বেও কিছু কিছু মন্দ দিক আমার নজরে এসেছে । তবে মন্দ দিকগুলো আমার পার্সোনালি ভাবেই আপনাদের কাছে হয়তোবা ভালো লাগতে পারে । প্রথমত যে বিষয়টি আমার কাছে একটু খারাপ লেগেছে সেটি হল স্মার্ট ওয়াচটি ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টা 30 মিনিট সময় লেগে যায় । তো এক্ষেত্রে ওয়ারলেস চার্জিং সিস্টেম এর পরিবর্তে এখানে চার্জিং টার্মিনাল ব্যবহার করলে হয়তো অনেকটাই ভালো হতো । আর দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হল এই স্মার্ট ওয়াচটিতে যখন নোটিফিকেশন আসে তখন সেটিকে আমরা খুব ভালোভাবে দেখতে পারবো কিন্তু যখন অন্য প্রান্ত হতে এখানে ছবি প্রেরণ করা হবে সেটিকে আমরা কিন্তু দেখতে পাবো না তো এটা কিন্তু একটি দুঃখজনক বিষয় বলা যেতে পারে । আর স্মার্টওয়াচের ক্ষেত্রে যখন আপনি কথা বলবেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তখন কিন্তু আপনাকে কিছুটা জোরে কথা বলতে হবে তো এই বিষয়টিও কিন্তু একটু ভাবনার বিষয় । 


অনলাইন থেকে স্মার্ট ওয়াচটি ক্রয় করা যাবে কি ?


অনলাইনের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই জনপ্রিয় বলা যেতে পারে । মানুষ এখন ঘরে বসেই তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারে । এক্ষেত্রে কিন্তু যতটা পরিমাণ শান্তি উপভোগ করা যায় ঠিক ততটা পরিমাণ যন্ত্রণা পোহাতে হয় বিশেষ করে যাদের অনলাইন থেকে পণ্য সামগ্রী ক্রয় করার আইডিয়া খুব কম । তবে আপনি যদি অনলাইন থেকে পন্য সামগ্রী ক্রয় করার বিষয়ে পারদর্শী হন তাহলে বিষয়টি আপনার জন্য খুবই ইজি বা সহজ । তার কারণ হলো আপনি যদি পারদর্শী না হন তাহলে অনলাইন থেকে পণ্য সামগ্রী ক্রয় করার সময় ঠকে যাওয়ার অনেক বড় সম্ভাবনা থেকে যায় যে বিষয়ে আমাদের কম বেশি এখন সবারই নলেজ রয়েছে । তো মূল কথা হলো এই স্মার্ট ওয়াচটি আপনারা চাইলে খুব সহজেই অনলাইন থেকে অর্ডারের মাধ্যমে আপনাদের হাতে পরিধান করতে পারবেন । তবে এই বিষয়ে আমার পক্ষ থেকে আপনাদের ছোট্ট একটি পরামর্শ হলো অবশ্যই আপনারা যখন অনলাইন থেকে স্মার্টওয়াচটি ক্রয় করবেন তখন আপনারা অনেকটাই সতর্কতা অবলম্বন করবেন তাহলে ঠকে যাওয়া সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ ।



স্মার্ট ওয়াচটির মূল্য বা প্রাইস 


যে বিষয়টি জানার জন্য আমাদের সকলের মনে একটি প্রশ্ন জেগে উঠেছে আর সেটি হল এই স্মার্ট ওয়াচ বা নতুন ব্র্যান্ডের এই ঘড়িটি ব্যবহার করতে হলে আমাদেরকে কত টাকা খরচ করতে হতে পারে ? পৃথিবীর প্রায় প্রতিটি দেশের মার্কেটপ্লেসে এই স্মার্টওয়াচটি আপনারা পেয়ে যাবেন । বর্তমান সময়ে বাংলাদেশ থেকে আপনি যদি এই স্মার্টওয়াচটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 3,690 টাকা । ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এই স্মার্ট ওয়াচটির মূল্য নির্ধারণ করা হয়েছে $39মালয়েশিয়ার মার্কেট প্লেসে এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করতে হলে আপনাকে গুনতে হবে 129 রিঙ্গিত । তো স্মার্ট ওয়াচটির ফুল ফিচার ডিটেল সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করা হলো সেখান থেকে আপনারা জানতে পেরেছেন এই স্মার্ট ওয়াচটি আপনাদের জন্য কতটা মূল্যবান হতে পারে এবং আর কি কি ফিচার যুক্ত করলে এটি আরো প্রিমিয়াম হতো । নতুন ব্রান্ডের নতুন এই স্মার্টওয়াচটি সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামতটি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন । এছাড়া নিত্যনতুন প্রযুক্তি সম্পর্কে আপনাদের মাঝে নতুন নতুন রিভিউ ইনশাআল্লাহ আনা হবে আর সেগুলো জানতে হলে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ ।

 
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন