স্যামসাং গ্যালাক্সি A54 5জি বাংলা ফুল রিভিউ | Samsung Galaxy A54 5G Specification

অ্যাডভান্স এবং প্রিমিয়াম লেভেলের মোটামুটি হাই কোয়ালিটির ভেতরে বেশ কয়েকটি স্মার্টফোনের কালেকশন নিয়ে বছরের শুরুতে samsung অনেকটাই ধামাকা তৈরি করে নিয়েছে । A সিরিজের মধ্য দিয়ে আমরা samsung কোম্পানিটিকে বেশ সুনাম অর্জন করতে দেখেছি । আর সেই ধারাবাহিকতার হাত ধরে কোম্পানিটি আমাদের মাঝে নতুন করে নিয়ে এসেছে Samsung Galaxy A54 5G । আমরা যারা স্যামসাং লাভার রয়েছি তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত একটি খুশির খবর । অনেকটা অধীর আগ্রহ নিয়ে আমরা বসে ছিলাম কোম্পানিটি আমাদের জন্য কবে নতুন একটি ধামাকা নিয়ে হাজির হবে , তো ফাইনালি আমরা দেখা পেয়ে গেলাম Samsung Galaxy A54 5g সিরিজের । এখন আমরা সোজাসুজি চলে যাব এই স্মার্টফোনটির স্পেসিফিকেশনের আলোচনায় । আর সেখানে আমরা জানতে পারবো এই স্মার্টফোনটির নিত্যনতুন ফিচারগুলো । samsung বলে কথা এখানে অনেক আপডেট এবং ফিচার আশা করাটাই স্বাভাবিক । তো দেরি না করে চলে যাই আলোচনায় এবং সম্পূর্ণ স্মার্টফোনটি সম্পর্কে জানার জন্য রিভিউ জুড়ে থাকতে পারেন । 


স্যামসাং গ্যালাক্সি A54 5জি বাংলা ফুল রিভিউ | Samsung Galaxy A54 5G Specification


বডি ডিজাইন


ব্যক্তিগতভাবে Samsung Galaxy A54 5g স্মার্টফোনটির বডি ডিজাইন আমার কাছে চমৎকার লেগেছে আর এই জন্যই সর্বপ্রথম আলোচনা করা যাক বডি ডিজাইন নিয়ে । সাদা এবং ভায়োলেট কালারসহ বেশ কয়েকটি সুদর্শন কালারে স্মার্টফোনটি রিলিজ হয়েছে ‌। স্মার্টফোনটির বডি ডিজাইন এর ব্যাক প্যানেল গ্লাসের তৈরি যা স্মার্টফোনটির আকর্ষণীয়তা কিন্তু অনেকটাই বৃদ্ধি করে দিয়েছে । যদিও এই স্মার্টফোনটি প্লাস্টিকের ফ্রেমে আবদ্ধ তবে পিছনের ডিজাইন গ্লাসের তৈরি রয়েছে যেটার সাথে অনেকটাই এডজাস্টেবল এবং দেখতেও কিন্তু অনেকটাই প্রিমিয়াম । স্মার্টফোনটিতে দেখা যায়নি 3.5 mm হেডফোন জ্যাক পোর্ট তবে প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে এখানে আমরা দেখা পেয়েছি স্টেরিও স্পিকার মানে দুইটি স্পিকার এবং সাথে পেয়ে যাব এনএফসি । আর সবচেয়ে ভালো লাগার একটি বিষয় হচ্ছে হ্যান্ডসেটটি আইপিএস রেসিস্টান্ট অর্থাৎ iphone এর মত এই স্মার্টফোনটিও কিন্তু পানি এবং ধুলোবালি থেকে সুরক্ষিত । আর এর জন্য আপনারা মেঘলা দিনেও নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন । আমি আশা করছি এই বিষয়টি অনেকের কাছেই ভালো লাগবে প্রিমিয়াম পারফরম্যান্স হিসেবে ।



ক্যামেরা পারফরমেন্স


Samsung Galaxy A54 5G স্মার্টফোনটির ক্যামেরা ডিজাইনের দিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এটিকে অনেকটাই S সিরিজের স্মার্টফোন বলে মনে হবে । স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা ডিজাইনে রাখা হয়েছে তিনটি ক্যামেরা ফাংশন এবং যেগুলোর ডিজাইন খুবই মনোমুগ্ধকর । প্রাইমারি ক্যামেরা ফাংশন এর ওয়াইড সেন্সরে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা শুটার দেওয়া হয়েছে । খুবই ভালো একটি বিষয় হচ্ছে এখানে আরো থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ফাংশন এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার । প্রিমিয়াম লেভেল এবং প্রিমিয়াম বাজেটের অনেক স্মার্ট ফোন আমরা দেখতে পেয়েছি যেখানে ক্যামেরা ডিজাইনে আল্ট্রা ওয়াইড দেওয়া হয়নি এক্ষেত্রে কিন্তু এই স্মার্টফোনটি প্রিমিয়াম হিসেবে অনেকটা এগিয়ে । এছাড়াও সামনের ক্যামেরায় দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের ভালো মানের একটি ক্যামেরা । ক্যামেরা পারফরমন্স এর কথা বলতে গেলে প্রাইমারি ক্যামেরা গুলো দিয়ে আমরা নাইট মোডে খুবই ভালো মানের ছবি ক্লিক করতে পারব যেখানে ছবির উজ্জ্বলতা এবং ডায়নামিক রেঞ্জ খুব ভালো পাওয়া যাবে । পরিশেষে এটা বলা যায় যে এই স্মার্টফোনটির মাধ্যমে নজর কারা এবং মানসম্মত ছবি এবং ভিডিও রেকর্ডিং করা যাবে ।


অপারেটিং সিস্টেম


এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমকে রান করানো হয়েছে গুগলের লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন Android 13 এর মাধ্যমে । গুগলের প্রিমিয়াম এবং বেস্ট অপারেটিং সিস্টেম আমরা এখানে দেখতে পেয়েছি এটা কিন্তু একটি ভালো বিষয় । স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে Exynos 1380 । এই প্রসেসরটি মূলত 5 ন্যানোমিটারে তৈরি ‌। এবার এই প্রসেসরটি নিয়ে কিন্তু আমাদের অনেকেরই বিরোধ মতবাদ থাকতে পারে । Exynos 1380 এই প্রসেসরটি ব্যবহার করার ফলে স্মার্টফোন অতি দ্রুত গরম হয়ে যায় এমন মতবাদ আমাদের অনেকের ভিতরে আছে । এই স্মার্টফোনটি কুলিং রাখার তেমন কোন সিস্টেম এখানে রাখা হয়নি তবে দীর্ঘক্ষণ ব্যবহারে এটি কিছুটা গরম অনুভব হতে পারে তার কারণ হলো এই স্মার্টফোনটির ব্যাক প্যানেল গ্লাসের তৈরি । গেমিং গ্রাফিক্সের জন্য দেওয়া হয়েছে Mali-G68 । এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমের আরো একটি ভালো দিক হলো এখানে পাঁচ বছর ফ্রী সফটওয়্যার আপডেট দেওয়া যাবে । সব মিলিয়ে অপারেটিং সিস্টেম প্রিমিয়াম লেভেলের তবে প্রসেসর নিয়ে অনেকের মতবাদ থাকতেই পারে । 


ব্যাটারি পাওয়ার


একটি প্রিমিয়াম স্মার্টফোনের বেশ কিছু দিক নিয়ে আলোচনা করা হয়ে থাকে তবে সেগুলোর মধ্যে অন্যতম একটি আলোচিত বিষয় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ । ম্যাক্সিমাম স্মার্টফোন ব্যবহার করার সময় আমরা যখন লো ব্যাটারি ব্যাকআপ এর সম্মুখীন হয়ে তখন কিন্তু সেই স্মার্টফোনগুলো ব্যবহারে অনেকটাই ঝামেলা পোহাতে হয় । তবে প্রিমিয়াম যে স্মার্টফোনগুলো রয়েছে সেখানে এই ধরনের অসুবিধা গুলো আমরা কিন্তু খুব কম দেখতে পেয়ে থাকি । Samsung Galaxy A54 5G স্মার্টফোনটিতে 5,000 মিলি এম্পিয়ার পাওয়ারের ব্যাটারি সেট করা হয়েছে । মিডিয়াম বাজার থেকে শুরু করে প্রিমিয়াম বাজেটের বেশ কয়েকটি স্মার্টফোনে আমরা সেম ব্যাটারি ব্যাকআপ এর দেখা পেয়ে যাই বর্তমান সময়ে । ব্যাটারি পাওয়ার হিসেবে 5,000 মিলি এম্পিয়ার আমার মতে চলনসই । এছাড়াও এই স্মার্টফোনটি ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করে 25 ওয়াটের । স্মার্টফোনের সাথে 25 ওয়াটের সাপোর্টেড একটি ক্যাবল থাকবে । আপনি যদি একজন ভালো মানের স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তাহলে এই স্মার্টফোনটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ একদিন বা তারও কিছু বেশি সময় ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আশা করা যায় । 


ডিসপ্লে

Samsung Galaxy A54 5G স্মার্টফোনটিতে খুবই সুন্দর এবং শক্তিশালী একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে এখানে সুপার এমোলেড টাইপের এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে । সুপার এমোলেড টাইপের ডিসপ্লে ব্যবহার করার কারণে এই স্মার্টফোনটির ওজন কিন্তু অনেকটাই কম রাখা গেছে । ডিসপ্লে সেকশনে সুপার এমোলেডের দেখা পেয়ে আমরা এই স্মার্টফোনটিকে আরো অনেকটা প্রিমিয়াম ভাবতে পারি । এছাড়াও এখানে থাকছে ফুল এইচডি রেজুলেশন এর পাশাপাশি 120 Hz রিফ্রেস রেট । 1080×2400 পিক্সেল রেজুলেশন সাপোর্টেড ডিসপ্লেটিতে আরো থাকছে 411 পিপিআই পিক্সেল ড্যান্সিটি । 6.4 ইঞ্চি সাইজের ডিসপ্লেটিতে চিন এবং বেজেল লেসের পরিমাণ খুব কম রাখার কারণে ডিসপ্লেটি দেখতে অনেকটা চমৎকার । সুপার এমোলেড এবং হাই ব্রাইটনেস থাকার কারণে এই স্মার্টফোনটি দিয়ে আমরা স্বল্প আলোর পাশাপাশি ডেলাইট পজিশনে খুবই ভালো ভাবে ব্যবহার করতে পারব । আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ডিসপ্লেটিকে Corning gorilla glass 5 এর মাধ্যমে প্রটেক্টড করা হয়েছে । 


মেমোরি পারফরমেন্স


বর্তমান সময়ে আমরা যদি একটি স্মার্টফোন ব্যবহার করার প্ল্যান নিয়ে থাকি তাহলে সর্বপ্রথম আমরা যে বিষয়টির দিকে নজর দেই সেটি হচ্ছে মেমোরি পারফরমেন্স । একটি স্মার্টফোনের মেমোরি পারফরমেন্স অথবা র‍্যাম এবং রোম যত বেশি থাকে আমরা কিন্তু সেই স্মার্টফোনটি থেকে তত বেশি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারি । এই বিষয়টি কিন্তু আমরা এখন সকলেই জানি আর এজন্যই আমরা সব সময় একটু বেশি মেমোরি পারফরম্যান্সের স্মার্টফোন ব্যবহার করার আগ্রহ করে থাকে । মোটামুটি মিডিয়াম বাজেটের স্মার্টফোনগুলো এখন মোটামুটি ভালো মানের মেমোরি পারফরম্যান্স দেওয়ার কারণে মানুষের আকর্ষণ সেদিকে একটু বেশি থাকে । আর যাদের বাজেট একটু বেশি তাদের জন্য প্রিমিয়াম স্মার্টফোনগুলো বিশেষ ধরনের সুযোগ সুবিধা রেখে থাকে । Samsung Galaxy A54 5G স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6 জিবি রেম এর সাথে 128 জিবি রোম । এছাড়াও আলাদাভাবে মেমোরি কার্ড স্লট রয়েছে সেখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো মেমোরি কার্ড ব্যবহার করে এক্সটার্নাল স্টোরেজ বাড়িয়ে ব্যবহার করতে পারবেন । 


গেমিং পারফরমেন্স 


অনলাইন গেমিং প্ল্যাটফর্ম গুলো বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে । আমাদের আশেপাশে অনেকেই এই অনলাইন জগতের গেম গুলো স্মার্টফোনের মাধ্যমে গেম প্লে করে থাকে । samsung অনেক আগে থেকেই ব্র্যান্ড ভ্যালু একটি কোম্পানি । প্রিমিয়াম বাজেটের ভিতর অলরাউন্ডার স্মার্টফোন এর আগেও আমরা কোম্পানিটিকে অনেক রিলিজ করতে দেখেছি । Samsung Galaxy A54 5G স্মার্টফোনটির মাধ্যমে অনলাইন জগতের গেম গুলো গেম প্লে করা যাবে । তবে আপনি যদি প্রিমিয়াম লেভেলের অনলাইন গেম গুলো গেম প্লে করতে চান এই স্মার্টফোনটির মাধ্যমে তাহলে সে ক্ষেত্রে আপনাকে কিছুটা ভেবে নেওয়া উচিত আগে থেকেই । এই স্মার্টফোনটির প্রসেসর সম্পর্কে আমরা উপরে আলোচনা করেছি আর এটি একটি নতুন প্রসেসর এমনটা কিন্তু নয় । এর আগেও আমরা অনেক স্মার্টফোনকে এই প্রসেসর ব্যবহার করতে দেখেছি এবং সেখানে পারফরম্যান্স মোটামুটি হাই এবং একেবারে লো এমনটা পাওয়া যায়নি । প্রিমিয়াম বাজেটের স্মার্টফোন হলেও প্রসেসর কিন্তু অনেকটা মিডিয়াম লেভেলের রয়েছে । অনলাইন গেম গুলো দীর্ঘক্ষণ গেম প্লে করার সময় আপনি স্মার্ট ফোনটিকে অনেকটা গরম হতে দেখতে পারেন । তো সে ক্ষেত্রে আমি বলব আপনি যদি কম সময় গেম প্লে করে থাকেন তাহলে এই স্মার্টফোনটি বেস্ট পারফরমেন্স দিবে বলে ধারণা করা যায় । 



প্রাইস এবং মূল্য


এবার চলে আসি মূল আলোচনায় যে আলোচনা জানার জন্য অনেকেই অধীর আগ্রহ নিয়ে রিভিউ জুড়ে আছেন । samsung এর নতুন এই স্মার্টফোনটি ব্যবহার করার জন্য আমাদেরকে কত টাকা খরচ করতে হতে পারে সে বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করা হলো । Samsung Galaxy A54 5G স্মার্টফোনটিকে স্যামসাং কোম্পানি আমাদের সকলের মাঝে রিলিজ করেছে মার্চ 15, 2023  তারিখে । আর এই স্মার্টফোনটির ওপর আমাদের নজর একটু বেশি । তবে বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 58,999 টাকা । এটিকে আমরা সহজ কথায় প্রেমিয়াম বাজেটের স্মার্টফোন হিসেবে ধরতে পারি । ইন্ডিয়ান মার্কেটপ্লেসে Samsung Galaxy A54 5G স্মার্টফোনটির দাম রয়েছে বর্তমানে 38,999 রুপি । ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির অফার বর্তমানে চালু রয়েছে আপনি চাইলে সেখান থেকে অফার এর সাথে স্মার্টফোনটি পেতে পারেন ‌। Samsung Galaxy A54 5G হ্যান্ডসেটটির ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস এর প্রাইস ডিল $ 588 ডলার । উপরে এই স্মার্টফোনটি সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে এবং সেখানে স্মার্টফোনটির ফিচারগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে এখন আপনি যদি মনে করেন এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট প্রাইস ডিল তাহলে আপনার স্বইচ্ছায় এটিকে ব্যবহার করতে পারেন । সম্পূর্ণ রিভিউ জুড়ে থাকার জন্য ধন্যবাদ আরো নিত্য নতুন স্মার্টফোন সম্পর্কে জানার জন্য আমাদের ওয়েবসাইটটির সাথে থাকুন । 
 





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন