বছরের শুরুতেই শাওমি আমাদের মাঝে ডুয়েল ক্যামেরা সেটআপ এর মাধ্যমে আকর্ষণীয় বডি ডিজাইন ও গর্জিয়াস লুক নিয়ে হাজির Poco M6 Pro মডেলের মধ্য দিয়ে । আমাদের মধ্য থেকে যারা মিড রেঞ্জের স্মার্টফোন লাভার রয়েছে বর্তমানে তাদের নজর অনেকটা শাওমি ব্রান্ডের পোকো সিরিজের উপরে । এর আগেও আমরা পোকো সিরিজের বেশ কিছু স্মার্টফোন মার্কেটে লঞ্চ বা রিলিজ হতে দেখেছি , আর সেগুলোর performance এবং ফিচার অনেকটাই নজর নন্দিত ছিল বলে ধারণা করা যায় । এক কথায় বলতে গেলে পোকো সিরিজের হাত ধরে শাওমির পথযাত্রা এখন অনেকটাই এগিয়ে । এবার আমাদের মাঝে পোকো সিরিজের আরো একটি নতুন মিডরেঞ্জ সিগমেন্টের খেলোয়াড় মার্কেটে রিলিজ করে দিল শাওমি । তো যাই হোক এবার সম্পূর্ণ রিভিউ জুড়ে Poco M6 Pro স্মার্টফোনটির খুঁটিনাটি দিকগুলো আলোচনা করা যাক ।
ডিসপ্লে কোয়ালিটি
Poco M6 Pro স্মার্টফোনটিতে আমরা যথেষ্ট পরিমাণ বিউটিফুল এবং কালারফুল একটি ডিসপ্লের দেখা পেয়ে যাবো । মোবাইল ফোনটিতে 6.79 ইঞ্চি আইপিএস এলসিডি কোয়ালিটি সম্পন্ন একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে আমরা দেখতে পাবো 90 HZ রিফ্রেশ রেট । স্মার্টফোনটির সামনে এবং পিছনে যথাযথভাবে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রটেকশন । আর যার কারণে স্মার্টফোনটি দেখতে আমার কাছে অনেকটাই জাস্ট লুকিং লাইক এ ওয়াও বলে মনে হয়েছে । এছাড়াও থাকছে 550 নিইটস ব্রাইটনেস এর সাথে 396 পিপিআই পিক্সেল ডেন্সিটি । ডিসপ্লের ভিতরে দেখতে পাওয়া যাবে ফুল এইচডি রেজুলেশন এর উপস্থিতি 1080×2460 pixel । ব্রাইটনেসের পরিমাণ মোটামুটি ভালো থাকার কারণে আমরা ডিরেক্ট সানলাইটেও কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য ভাবে ব্যবহার করতে পারবে স্মার্টফোনটি । আর এই ডিসপ্লেতে থাকা চিন এবং বেজেল লেসের পরিমাণ আমার কাছে ঠিকঠাক বলেই মনে হয়েছে তবে আপনাদের কাছেও ভালো লাগবে বলে আশা করছি ।
বডি ডিজাইন
পাওয়ার ব্লাক এবং ফরেস্ট গ্রীন কালারের বেশ চমৎকার দুটি ভেরিয়ান্টে আমরা মার্কেটে রিলিজ হতে দেখতে পেয়েছি Poco M6 Pro আকর্ষণীয় স্মার্টফোনটিকে । তবে ব্যক্তিগতভাবে একজন ব্ল্যাক লাভার হিসেবে কালো কালারের স্মার্টফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে । এছাড়াও এই স্মার্টফোনটিকে আমার কাছে খুব সহজেই একহাতে ব্যবহারযোগ্য বলে মনে হয়েছে তার কারণ হলো এটার ওজন 199 গ্রাম । একটি কথা বলে রাখি এই স্মার্টফোনটি অনেকের কাছে আবার একটু বড় বলে মনে হতে পারে । বডি ডিজাইনে গরিলা গ্লাস প্রটেকশন ব্যবহার করার পরেও এখানে দাগ পড়ার কিছুটা সম্ভাবনা থেকে যেতে পারে । আর এখানে আমার ব্যক্তিগত একটি সাজেশন হলো স্মার্টফোনের সাথে একটি ব্যাক কভার ব্যবহার করা । বডি ডিজাইনের পিছনের দিকে ক্যামেরার সাথে খুব সুন্দর করে Poco ব্রান্ডিং লিখা রয়েছে । এই বিষয়টা ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে বলে আমার ধারণা । মিড রেঞ্জের বাজেট হিসেবে এই স্মার্টফোনটির বডি ডিজাইনে অভিযোগ করার মত কোন জায়গা থাকছে না ।
ক্যামেরা পারফরমেন্স
বর্তমান সময়ে একটি স্মার্টফোনের অন্যতম একটি আকর্ষণীয় দিক হল ক্যামেরা পারফরম্যান্স । তো জেনে নেওয়া যাক শাওমি Poco M6 Pro আমাদেরকে কেমন ক্যামেরা পারফরমেন্স দিতে পারবে । স্মার্টফোনটির ক্যামেরা পারফরমেন্সের মেইন টার্গেটে অনেকটা খুব ভালোভাবেই রিপ্রেজেন্ট করতে পেরেছে গ্রাহকদের কাছে । তার কারণ হলো মেইন ক্যামেরা সেন্সরে 50 মেগাপিক্সেলের একে দারুন ক্যামেরা সেট করা হয়েছে । তবে একটি বিষয়ে আমি একটু ভাবনায় পড়েছি আর সেটি হল , মিড রেঞ্জের এই সেম বাজেটে আমরা এখন অনেক স্মার্টফোনেই ট্রিপল ক্যামেরা দেখতে পেয়ে থাকি তবে সেদিক বিবেচনায় এই স্মার্টফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা । 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এডজাস্ট করে রাখা হয়েছে ডিসপ্লের সাথে । আরেকটি বিষয় আপনাদেরকে না বললেই নয় , মেইন ক্যামেরার যে পারফরম্যান্স রয়েছে সেখানে Portrait মোডের পারফরম্যান্স খুবই ভালো পাওয়া যাবে আশা করছি । এছাড়াও 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে ।
অপারেটিং সিস্টেম এবং প্রসেসর
অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যে বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে সে বিষয়টি হলো এখানে ব্যবহার করা হয়েছে Qualcomm snapdragon Gen 2 । আর এই প্রসেসরটি 4 ন্যানোমিটারে তৈরি । মিড রেঞ্জের বাজেটের ভিতরে এই স্মার্টফোনটির প্রসেসরটিকে আমরা ওয়ান এন্ড অনলি হিসেবে ধরে নিতে পারি এর পারফরম্যান্স বিবেচনা করে । অনেক ক্ষেত্রে আমরা এর থেকে দামি স্মার্টফোনগুলোতেও কিন্তু এই স্ন্যাপ ড্রাগন প্রসেসরটির ব্যবহার দেখতে পাই না । সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসরটির পারফরম্যান্স অনেকটা ভালো পেয়েছি বলে বলা যায় । স্মার্ট ফোনের অপারেটিং সিস্টেম রানিং করানো হয়েছে অ্যান্ড্রয়েড 13 MIUI 14 । এছাড়াও সিপিইউতে থাকছে Octa Core ভার্সন এবং গেমিং গ্রাফিক্সে রয়েছে Adreno 613 । উপরের আলোচনায় আমরা প্রসেসরটি সম্পর্কে যে ধারণা উপলব্ধি করতে পারলাম আর সেই জায়গা থেকে আপনাদের ব্যক্তিগত মতামত গুলো কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন ।
মেমোরি স্ট্যাটাস
স্মার্টফোন ব্যবহারের পূর্বে যে বিষয়টি আমরা বর্তমান সময়ে একটু ভালো করে যাচাই-বাছাই করি সেগুলোর মধ্যে অন্যতম একটি পর্যায়ে রয়েছে মেমোরি স্ট্যাটাস র্যাম বা রোম । Poco M6 Pro স্মার্টফোনটির মেমোরি পারফরম্যান্সে আমরা দুইটি ভ্যারিয়েন্ট লক্ষ্য করতে পেরেছি । যার প্রথমটিতে ব্যবহার করা হয়েছে 4 জিবি র্যাম ব্যবহারের সাথে 64 জিবি রোম ব্যবহারের সুবিধা । অন্যদিকে দ্বিতীয় ভ্যারিয়েন্টে আমরা দেখতে পাবো 6 জিবি RAM এর সাথে 128 জিবি ROM ব্যবহারের সুবর্ণ সুযোগ । এখন এখান থেকে আমরা আমাদের চয়েজ এবং প্রয়োজন অনুযায়ী যে কোন একটি মডেল ব্যবহার করে নিতে পারবো খুব সহজেই । এখন আপনি যদি মনে করেন আপনার ব্যবহারের ক্ষেত্রে মেমোরি স্ট্যাটাস বেশি প্রয়োজন তাহলে 6/128 ব্যবহার করতে পারেন । এছাড়াও স্মার্টফোনের মেমোরি পারফরম্যান্স যদি বেশি হয় তাহলে মোবাইলফোন ব্যবহারে অনেকটাই স্পিড পাওয়া যায় । আশা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন ।
ব্যাটারি পাওয়ার
Poco M6 Pro হ্যান্ডসেটটির ব্যাটারি পাওয়ারের বিষয়ে যদি আলোচনা করে তাহলে দেখতে পাবো এখানে লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে । আর এখানে মোটামুটি মিডিয়াম পজিশনের ব্যাটারি পাওয়ার ব্যবহার করা হয়েছে । মিড রেঞ্জের বাজারে আমরা ব্যাটারি পারফরম্যান্স সচরাচর 5,000 mAh দেখতে পেয়ে থাকি তবে এখানেও কিন্তু ভিন্ন কিছু নয় । 5000 মিলি অ্যাম্পিয়ার পাওয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে শাওমির নতুন এই মডেলটিতে । আর অন্যতম একটি ফিচার হচ্ছে ফাস্ট চার্জিং সিস্টেম । এই স্মার্টফোনটিও কিন্তু 22.5 ওয়াট দ্রুত গতিতে চার্জ দেওয়া সম্ভব । তবে এই বাজেটে আমি 37 বা এর আশেপাশে ফার্স্ট চার্জিং সিস্টেম আশা করেছিলাম । এই বাজেটে আমরা অনেক স্মার্ট ফোনেই কিন্তু 35 সামথিং ফাস্ট চার্জিং সিস্টেম দেখতে পাই বর্তমান সময়ে । ব্যাটারি পারফরম্যান্স মোটামুটি ভালো তবে চার্জ হতে একটু সময় লাগবে বলে ধারণা করা যায় । এছাড়াও আপনি 90 HZ কানেক্টেড রেখে এই স্মার্টফোনটিকে অনায়াসে একদিন ব্যবহার করে নিতে পারবেন ।
গেমিং পারফরমেন্স
ডিজিটাল সিভিলাইজেশনে এবং প্রযুক্তির উন্নতির কারণে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব অনায়াসেই কিন্তু এখন অনলাইন গেমস গুলো উপভোগ করা যায় হাইলি গ্রাফিক্সের সাথে । ফ্রী ফায়ার এবং pubg এর মতো জনপ্রিয় অনলাইন গেমসগুলো স্মার্টফোনের মাধ্যমেও রান করানো যায় খুব সহজেই । এখন আপনি যদি একজন অনলাইন গেমিং লাভার হয়ে থাকেন এবং সে ক্ষেত্রে এই স্মার্টফোনটি আপনার ব্যবহার করা উচিত কিনা ? সেই বিষয়ে একটি প্রশ্ন কিন্তু থেকে যায় । আর সেই বিষয়টিকে এখন আপনাদের মাঝে উপস্থাপন করে ফেলা যাক । এই স্মার্ট ফোনটিতে স্ন্যাপড্রাগন ভার্সন ব্যবহার করা হয়েছে প্রসেসরে এবং এর সাথে গেমিং গ্রাফিক্স ও একটি ভালো জিপিইউ রয়েছে । সে ক্ষেত্রে আমরা অনলাইন গেমসগুলো এখানে অনায়াসেই উপভোগ করতে পারব । তবে আপনি যদি একজন নিয়মিত অনলাইন গেমস প্লেয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে এই স্মার্টফোনটি আপনার জন্য ভালো এবং উন্নত মানের সাপোর্ট দিতে ব্যর্থ হতে পারে । আর যদি টাইম পাস এবং সাধারণ কিছু সময় গেম উপভোগ করার জন্য চয়েজ করেন এই স্মার্টফোনটি তাহলে সে ক্ষেত্রে কোন ঝামেলা হবে না বলে আমি আশা করছি ।
স্মার্টফোনটির মূল্য এবং প্রাইস
Xiaomi Poco M6 Pro স্মার্টফোনটির ফুল ডিটেলস এবং ফিচার সম্পর্কে আমরা উপরের আলোচনায় একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছি । এখন এই স্মার্টফোনটির মূল যে বিষয়টি অর্থাৎ এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আমাদেরকে কত টাকা খরচ করতে হবে সে বিষয়টি জানার কৌতুহল দূর করার পালা । সো দেরি না করে আপনাদের মাঝে এই বিষয়টিকে ক্লিয়ার ভাবে আলোচনা করা যাক । 11 January, 2024 এই স্মার্টফোনটিকে আমাদের মাঝে মার্কেটে রিলিজ করে ফেলে মিড রেঞ্জের কিং শাওমি । এই স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত অফিশিয়াল ভাবে লঞ্চ হয়নি তবে আনঅফিসিয়াল যে মডেল রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে । 4/64 ভেরিয়ান্ট এর যে মডেলটি রয়েছে এটি ব্যবহার করার জন্য আমাদেরকে খরচ করতে হবে 15,990 টাকা । অপরদিকে 6/128 জিবি ভেরিয়ান্ট এর মডেলটি ব্যবহার করার জন্য আমাদের পকেট থেকে গুনতে হবে 17,990 টাকা । বর্তমান সময়ে ইন্ডিয়ান মার্কেট প্লেসে এই স্মার্টফোনটির অফিসিয়াল মডেলটি আমরা পেয়ে যাব মাত্র 11,999 রুপিতে । মালয়েশিয়ার মার্কেট প্লেসগুলোতে এই স্মার্টফোনটির মূল্য বর্তমানে RM 594 রিঙ্গিত । 6/128 জিবি ভেরিয়ান্ট এর স্মার্টফোনটির মূল্য ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে 239 USD । Poco M6 Pro এর ফিচার এবং পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে ।