প্রিমিয়াম এবং আকর্ষণীয় মডেল Realme C67 এর ফিচার এবং স্পেসিফিকেশন এর মধ্য দিয়ে চলতি বছরে Realme কোম্পানির ফাটাফাটি কাম ব্যাক । বাজেট সাপেক্ষে কোম্পানিটি দারুন এবং mind blowing পারফরমেন্সের স্মার্টফোন সচরাচর মার্কেটে রিলিজ করে থাকে । Realme কোম্পানিটি তাদের সি মডেলের স্মার্ট ফোনগুলোর মাধ্যমে বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করতে সফলতা লাভ করেছে । মোটামুটি ভালো পারফরমেন্সের সি মডেলের স্মার্টফোন আমরা কিন্তু মার্কেটে দেখতে পেয়েছি । তবে এবারের যে পারফরম্যান্স সেটা জানার পরে গ্রাহকদের রিয়েলমি কোম্পানির প্রতি আস্থা অনেকটাই বেড়ে যেতে পারে । আর সেটি হল Realme C67 । ডুয়েল স্টেরিও স্পিকারের সাথে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং কোয়ালকম স্ন্যাপড্রাগণ এর সাথে দেখা যাবে আকর্ষণীয় সব ফিচার পারফরমেন্স । আর এই পারফরমেন্স উপভোগ করার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু মিস করার মতো নয় । তো ঝটপট আমরা এই স্মার্টফোনটির ফিচার পারফরমেন্স বিশ্লেষণ করে ফেলি ।
বডি ডিজাইন
Realme C67 স্মার্ট ফোনের বডি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি মানসম্মত এবং নজর কারা । স্মার্টফোনটিকে প্রথম দেখায় নাইস চয়েস বলে একটি ধারণা হতে পারে । এই মডেলটি অনেকটাই স্লিম যার কারণে দেখতেও অনেকটা সুন্দর এবং ব্যবহারের ক্ষেত্রেও হ্যান্ডিবল । স্মার্টফোনটিতে থাকছে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা এবং এটি সম্পূর্ণ IP54 ওয়াটার প্রুফ এবং ধুলোবালি রোধক । বডি ডিজাইনে পাওয়ার বাটন ও ভলিউম বাটন এর অবস্থান এবং কার্যকারী সক্ষমতা অনেকটাই মন ছুয়ে যাওয়ার মতো । 3.5 mm হেডফোন জেক এর অবস্থান রয়েছে বডি ডিজাইনের একেবারে নিচের দিকে । মিড রেঞ্জের বাজেট হিসেবেও এখানে কিন্তু আমরা পেয়ে যাব ডুয়েল স্টেরিও স্পিকারের দেখা । আর এই বিষয়টির জন্য এই স্মার্টফোনটি অনেকটা এগিয়ে থাকবে বলে আমার ধারণা । বডি ডিজাইনের সাইড মাউন্টেডে সেট করা হয়েছে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । আর এই স্মার্টফোনটিকে আমরা Sunny Oasis এবং Black Rock দুইটি ভিন্ন কালারে পেয়ে যাবো ।
প্রসেসর এবং অপারেটিং সিস্টেম
সব থেকে মজার বিষয়টি হল Realme C67 স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম রান করানো হয়েছে গুগলের বর্তমান সময়ের লেটেস্ট ভার্সন Android 14 এর মধ্য দিয়ে । যেখান থেকে আমরা পেতে পারি আপডেট লেভেলের অ্যাডভান্টেজ । মিড রেঞ্জের স্মার্টফোনগুলোর ভিতরে বর্তমানে প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনের প্রসেসর এবং অপারেটিং সিস্টেম google এর এন্ড্রয়েড ভার্সনের মাধ্যমে রান করানো হয়ে থাকে আর এই বিষয়টি আমার কাছে একটু বেশি ভালো লাগে । আর সেই দিক দিয়ে এই স্মার্টফোনটিও ব্যক্তিগতভাবে আমার চয়েসের ভিতর । মোবাইল ফোনটির চিপসেটে রাখা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 । আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি 6 ন্যানোমিটারে তৈরি । GPU ফাংশনে আমাদের নজরে এসেছে Adreno 610 । সব মিলিয়ে অপারেটিং সিস্টেম আমাদের পছন্দের ভিতরে বলা যায় এবং এখানে আমরা বেস্ট আপডেট এর দেখা পেয়েছি । আমি ব্যক্তিগতভাবে ধারণা করতে পারি এই বিষয়টি আপনাদের কাছে অনেকটা ভালো লাগতে পারে ।
ক্যামেরা ফিচার
ভিডিও এডিটিং থেকে শুরু করে ফটো এডিটিং এর কাজগুলো এখন আমরা স্মার্টফোনের মাধ্যমেই সচরাচর করে থাকি । অন্যদিকে ছবি তোলার রসিকতা তো আছেই । সে দিক দিয়ে বিবেচনায় Realme C67 স্মার্টফোনটির ভিতরে আমরা কেমন ফিচার পাবো ? এমন প্রশ্ন অনেকের মনেই জেগে উঠতে পারে । চলুন সে বিষয়ে একটু আলোচনা হয়ে যাক । প্রথমেই জেনে নেয়া যাক এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা সেন্সরে আমরা দুইটি ক্যামেরা শুটার দেখতে পাবো । সেখানে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং তার সাথে থাকছে 2 মেগাপিক্সেলের আরো একটি Depth সেন্সর । এই ক্যামেরা গুলোর মাধ্যমে আকর্ষণীয় এবং মনোরঞ্জক ছবি ক্যাপচার করার মাধ্যমে থাকছে 1080 পিক্সালে ভিডিও রেকর্ডিং করার সুযোগ । বিশেষ করে realme কোম্পানিকে এখানে একটি ভালো মানের মেইন ক্যামেরা সংযোগ করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ । এছাড়াও থাকছে এলইডি ফ্ল্যাশ লাইট এর সাথে এইসডিআর এবং পানোরামা এর মত জনপ্রিয় ফিচার । ক্যামেরা গুলোর মাধ্যমে আমরা ভালো মানের ছবি ক্লিক করতে পারবো বলে ধারণা করা যায় । কালার এবং ব্রাইটনেসের পরিমাণ ভালো থাকার কারণে স্মার্টফোনটির ক্যামেরা পারফরম্যান্স আমাদের ভালো লেগে যেতে পারে ।
ব্যাটারি পাওয়ার
নিত্য প্রয়োজনীয় প্রায় সকল ধরনের কাজগুলো এখন আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে করতে বেশি পছন্দ করি । প্রযুক্তি এবং টেকনোলজির উন্নতির ফলে স্মার্টফোন এখন আমাদের নিত্য প্রয়োজন এর সঙ্গী । আর সেক্ষেত্রে আমরা চয়েস করে থাকি যে স্মার্টফোনের ব্যাটারি পারফরম্যান্স একটু বেশি । Realme C67 স্মার্টফোনটির ব্যাটারি পারফরম্যান্স এর এটিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেখানে ব্যবহার করা হয়েছে 5000mAh পাওয়ারের ব্যাটারি । এমনকি এই স্মার্টফোনটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড । আমাদের ভিতরে যাদের একটু এই বিষয়ে ধারণা রয়েছে তারা হয়তো বুঝতে পারবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর মাধ্যমে এই স্মার্টফোনটি ফুল চার্জ করতে আমাদের খুবই অল্প সময় লাগবে । আমরা যারা মোটামুটি স্মার্টফোন ব্যবহার করে থাকি এই স্মার্টফোনটি ফুল চার্জে তারা সম্পূর্ণ 2 দিন ব্যবহার করতে পারবেন । এছাড়াও যারা হাইলি ইউজার রয়েছে তারাও ভালোভাবে সম্পূর্ণ চার্জে 1 দিন ব্যবহার করতে পারবে । পরিশেষে ব্যাটারি পারফরমেন্সে অনেকটা সন্তুষ্ট থাকতে পারবো বলে ধারণা করা যায় ।
ডিসপ্লে পারফরমেন্স
Realme C67 স্মার্টফোনটিতে আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে যেখানে সাপোর্ট করবে 16B কালার । এই স্মার্টফোনটিকে আমরা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারব তার কারণ হলো এখানে 6.72 ইঞ্চি সাইজের একটি হ্যান্ডিবল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । এছাড়াও ফুল এইচডি রেজুলেশন সাপোর্টেড থাকার কারণে hd ফরম্যাটের সিনেমা এবং নাটক গুলো আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারবো । 90 Hz রেজুলেশন এর সাথে 392 পিপিআই পিক্সেল ডেন্সিটি থাকছে । স্মার্টফোনটির ডিসপ্লে ফাংশনে আরো একটি অসাধারণ পারফরম্যান্স রয়েছে সেটি আপনাদের মাঝে বলে ফেলা যাক । স্মার্টফোনটি দেখো খুবই ভালো মানের ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 950 nits । স্বল্প আলোর পাশাপাশি আমরা ডিরেক্ট সানলাইটেও কিন্তু এই স্মার্টফোনটি স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারব । স্মার্টফোনটির ভিতরে অন্যান্য পারফরমেন্সের পাশাপাশি ডিসপ্লে পারফরমেন্সেও অনেকটা নতুনত্ব ধরে রাখতে পেরেছি রিয়েলমি কোম্পানিটি ।
গেমিং পারফরমেন্স
বর্তমান সময়ে আলোচিত বিষয়বস্তু গুলোর ভেতরে অনলাইন গেমসের বিষয়টি সবার উপরে রয়েছে । অনলাইন গেমিং এর বিষয়টি এখন মোটামুটি আলোচিত বিষয় গুলোর উপরেই রয়েছে । অনলাইন গেমিং এর জন্য ল্যাপটপ এবং ডেস্কটপ ব্যবহারের পাশাপাশি বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার অনেকাংশে বেশি । ফ্রী ফায়ার এবং pubg এর মতো আলোচিত যে অনলাইন গেমিং গুলো রয়েছে সেগুলো মানুষ এখন স্মার্টফোনের মাধ্যমেই উপভোগ করতে পারে বা করে থাকে । Realme C67 স্মার্টফোনটিতে গেমিং গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 610 । এই স্মার্টফোনটির ব্যাটারি , সাউন্ড সিস্টেম এবং ব্রাইটনেসের পাশাপাশি আর অন্যান্য দিকগুলো আলোচনা করার পরে আমরা খুব সহজেই বলতে পারি যে অনলাইন জগতের গেম গুলো খেলার জন্য এই স্মার্টফোনটি অনেকটাই পারফেক্ট । তবে এখানে যেহেতু স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে সে দিক আলোচনায় বলা যেতে পারে এই স্মার্টফোনটি দীর্ঘক্ষণ গেমস খেলার পর কিছুটা গরম হয়ে যেতে পারে । তবে সব মিলিয়ে এই স্মার্টফোনটির গেমিং পারফরমেন্স আমার কাছে ইতিবাচক বলেই মনে হয়েছে ।
রেম এবং রোম
স্মার্টফোন সম্পর্কে আমরা যারা একটু ভালো বুঝি বা ভালো ধারণা রাখি তারা অবশ্যই একটি ফোন ব্যবহার করার পূর্বে স্মার্টফোনের মেমোরি পারফরম্যান্স সম্পর্কে ভালোভাবে জেনে নিই । তার কারণ হলো একটি স্মার্টফোনের মেমোরি পারফরম্যান্স যদি ভাল হয় তাহলে সেখান থেকে আমরা খুবই ভালো অ্যাডভান্টেজ এবং ভালো মানের ফিচার পেতে পারি । যার কারণে লো কোয়ালিটির মেমোরি পারফরম্যান্স এর স্মার্টফোনগুলোর বিভিন্ন ধরনের অসুবিধা গুলো আমাদের জানা রয়েছে । Realme C67 স্মার্টফোনের মেমোরি পারফরম্যান্সে 8 GB Ram এর সাথে ব্যবহার করার সুবিধা রয়েছে 128/256 GB ROM । মিডিয়াম বাজেটের স্মার্টফোন হিসেবে ভালো মানের মেমোরি পারফরম্যান্স পাওয়ার ইচ্ছেটা কমবেশি সবারই থাকে । realme কোম্পানির C67 মডেলটির মধ্য দিয়ে আমাদের সেই স্বপ্নটি অনেকেরই বাস্তবায়িত হতে পারে । আপনি যদি মিডিয়াম বাজেটের ভেতরে ভালো মানের একটি মেমোরি পারফরমেন্স এর স্মার্টফোন ব্যবহার করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই স্মার্টফোনটি ব্যবহারের সাজেশন থাকছে আমার পক্ষ থেকে ।
প্রাইস বা মূল্য
যেহেতু উপরের আলোচনায় বলা হয়েছে এই স্মার্টফোনটি একটি মিডিয়াম বাজেটের স্মার্টফোন সেই হিসেবে আপনারা আনুমানিক ধরে ফেলেছেন এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে কত টাকা খরচ করতে হতে পারে । Realme C67 মডেলের স্মার্টফোনটি ব্যবহার করার জন্য আপনাকে গুনতে হবে 22,999 টাকা । সেম বাজেটে মার্কেটে আরো অনেক স্মার্টফোন লঞ্চ হয়েছে তবে আমি আশা করি সেগুলো থেকে এই স্মার্টফোনটির প্রতি আপনাদের নজর একটু বেশিই পড়বে । তার কারণ হলো মিড রেঞ্জে থাকা পারফরম্যান্স এবং অপরচুনিটি । ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 16,999 রুপি । ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য রয়েছে 8/128 জিবি $169 এবং 8/256 জিবি $195 ডলার । Realme C67 স্মার্টফোনটি মালয়েশিয়ার মার্কেটপ্লেসে নির্ধারিত মূল্য রয়েছে 629 রিঙ্গিত । মোটামুটি এই স্মার্টফোনটির সম্পর্কে আমার একটি ভালো ধারণা পেলাম এখন এই স্মার্টফোনটির পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে সে বিষয়টি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে ।