টেকনো সিরিজের ব্যাটারির বাদশা । Tecno pova 6 pro bangla review

Tecno কোম্পানিটি দারুন এবং ঝাঁকজমাট পারফরমেন্স নিয়ে মার্কেটে উদয় হল দারুন আকর্ষণীয়তার মধ্য দিয়ে । Tecno Pova 6 Pro মডেলটির মাধ্যমে কোম্পানিটির মার্কেটপ্লেসে কাম ব্যাক অনেকটাই দেখার মতো । ইতিমধ্যেই স্মার্টফোনটি অনলাইনে রিলিজ হওয়ার পর থেকে মডেলটির পক্ষে অনেক ইতিবাচক মন্তব্য লক্ষ্য করা গেছে । অনেকেই আবার এই স্মার্টফোনটিকে পাওয়ার হাউজের বাদশা বলে অভিহিত করেছে । এছাড়াও আরো বিভিন্ন ক্যাটাগরির দিক থেকে এই স্মার্টফোনটি অনেকটা নাম অর্জন করে ফেলেছে ।  বিশেষ করে এই স্মার্টফোনটির ক্যামেরা ফিচার এবং ব্যাটারি পারফরম্যান্স দেখার মত এক কথায় জাস্ট অ্যামেজিং । এছাড়াও বডি ডিজাইন এবং ডিসপ্লের মত আরো যে দিকগুলো এই মোবাইল ফোনটি অফার করেছে সেগুলো গ্রাহকদের মনোরঞ্জন করার মতোই বলা চলে । এক নজরে আমরা এই স্মার্টফোনটির ফিচারগুলো সম্পর্কে আলোচনা করে ফেলি । স্মার্টফোনটির সম্পূর্ণ ডকুমেন্ট এবং তথ্যগুলো জানার জন্য আমাদের সাথে থাকতে পারেন । 



টেকনো সিরিজের ব্যাটারির বাদশা । Tecno pova 6 pro bangla review


বডি ডিজাইন

Tecno Pova 6 Pro স্মার্টফোনটিতে দারুন এবং চমৎকার লেভেলের একটি বডি ডিজাইন রাখা হয়েছে । সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি এখানে ব্যবহার করা হয়েছে ডায়নামিক টেক বডি ডিজাইন । স্মার্টফোনটির পিছনের দিকে এক আকর্ষণীয় কারুকার্য রাখা হয়েছে যেটা লাইটিং সিস্টেমের আওতাভুক্ত । বডি ডিজাইন এক কথায় আউটস্ট্যান্ডিং এবং চোখ ধাঁধানো । যদিও এই ডিজাইনটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি হওয়ার কারণে যেকোনো সময় স্কেচ বা দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । বডি ডিজাইনের রাইট হ্যান্ড সাইটে ভলিউম এবং মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে । Tecno Pova 6 Pro স্মার্টফোনটির ওজন 193 গ্রাম । এটা ব্যবহার করার সময় তেমন কোন সমস্যা হবে না বলে আশা করছি । Green এবং Grey কালারের ভিতরে আমার কাছে green কালারের মডেলটি খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ আলোচনায় এই স্মার্টফোনটির বডি ডিজাইন আমার কাছে অনেকটাই অসাধারণ বলে মনে হয়েছে । 


ডিসপ্লে ফাংশন

Tecno Pova 6 Pro স্মার্টফোনটিতে AMOLED 
টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । ডিসপ্লেটির আকর্ষণীয় যে দিক রয়েছে সেটি হল ডিসপ্লের সাইডে এবং উপরে বেজেলের পরিমাণ অনেকটা সামান্য থাকার কারণে ডিসপ্লেটির লুকিং অনেকটাই বৃদ্ধি পেয়েছে । এছাড়াও উপরে সংযুক্ত করা হয়েছে একটি পাঞ্চ হোল যেটা অনেকটাই Mind blowing । 6.78 ইঞ্চি সাইজের ডিসপ্লের ব্যবহার সচরাচর এখন আমরা খুব বেশি দেখতে পেয়ে থাকি । যারা একটু বড় সাইজের ডিসপ্লে পছন্দ করে থাকে তাদের জন্য এটি ওভারঅল বেস্ট । ফুল এইচডি রেজুলেশনের সাথে এখানে দেখা মিলবে 120 HZ রিফ্রেশেরেটর দেখা । 1300 nits ব্রাইটনেসের ফিচারটি অনেকটাই অসাধারণ লাগতে পারে । লু লাইটিং মোমেন্ট এর পাশাপাশি ডিরেক্ট সানলাইটে স্মার্টফোনটি ব্যবহারে তেমন কোন ঝুঁকি থাকছে না । 393 পিপিআই পিক্সেল ডেন্সিটির সাথে আরো থাকছে 16M কালার সাপোটেড । 



পাওয়ার হাউস বা ব্যাটারি

Tecno Pova 6 Pro স্মার্টফোনটির মূল যে আকর্ষণ সেটি হলো এই স্মার্টফোনটির ব্যাটারি পারফরমেন্স । এই স্মার্টফোনটির ব্যাটারি ফিচারে আমি অনেকটাই মুগ্ধ হয়েছি । এই সময়ে এসে মিড রেঞ্জের ভিতরে থাকা সত্ত্বেও স্মার্টফোনটি আমাদেরকে পারফরমেন্স দিয়েছে 6000mAh পাওয়ার এর অত্যন্ত শক্তিশালী একটি পাওয়ার হাউস । এই বিষয়টি আমাদের মনে কিছুটা হলেও আস্থার প্রদীপ জ্বালাতে সক্ষম হয়েছে । 6000 mAh ব্যবহার করার পরেও এই স্মার্টফোনটি দেখতে অনেকটা স্লিম । এই বিষয়টি আমাদের অনেকেরই ভাবনার বাইরে ছিল তবে যাহোক Tecno আমাদেরকে অফার করেই ফেললো । শুধুমাত্র এখানেই শেষ নয় এখানে আমরা আরো পেয়ে যাব 70 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম । সহজ কথায় বলতে গেলে ব্যাটারি পারফরম্যান্সের দিক দিয়ে এই স্মার্টফোনটি একের ভেতর সব । ওভারঅল পারফরম্যান্স জাস্ট দেখার মতো ।


ক্যামেরা ডিজাইন

এই স্মার্টফোনটির ক্যামেরা ডিজাইনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো প্রাইমারি ক্যামেরা গুলোকে এতটাই ভালোভাবে সজ্জিত করে রাখা হয়েছে যেগুলো দেখতেই অনেকটা নজর কারা । মিড রেঞ্জের বাজারে অন্যান্য স্মার্টফোন গুলোর মত Tecno কোম্পানিটি এদিকে অনেকটা ভালোভাবেই নজর দিয়েছে । সব মিলিয়ে ক্যামেরা ডিজাইন বেশ ভালোই বলা যেতে পারে । প্রাইমারি ক্যামেরায় নতুন আকর্ষণ যেখানে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ভালো মানের ক্যামেরা সেন্সর । বাজেট সিগমেন্ট অনুযায়ী এটিকে অনেকটাই ভালো বলা যেতে পারে । এর সাথে 2 মেগাপিক্সেলের আরো একটি Depth সেন্সর রয়েছে । হ্যাঁ, তবে দুঃখজনক বিষয়টি হল এখানে কোন আল্ট্রা ওয়াইড থাকছে না । এদিকে কিছুটা নজর দিলে হয়তোবা আরো ভালো হতে পারতো । 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলিয়ারি লেন্স সাথে সংযুক্ত থাকছে । স্মার্টফোনটির সামনের দিকে সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল । মনোরঞ্জক ছবি এবং আকর্ষণীয় দৃশ্য ক্যাপচার করার জন্য প্রাইমারি এবং সেলফি ক্যামেরা গুলো মোটামুটি ভালই কাজে আসবে বলে ধারণা করা যাচ্ছে । 


অপারেটিং সিস্টেম এবং প্রসেসর

গুগলের লেটেস্ট ভার্সন Android 14 এর মাধ্যমে এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেমকে রানিং করা হয়েছে । এদিক দিয়ে কিন্তু আমরা আপডেট ভার্সন পেয়েছি এজন্য টেকনো কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ । এখানে আকর্ষণীয় আরো একটি বিষয় রয়েছে আর সেটি হল এই কোম্পানিটি অপারেটিং সিস্টেমে অফার করেছে HIOS 14 । নতুনত্বের ছোঁয়া এবং দারুন পারফরমেন্সের দিক দিয়ে অপারেটিং সিস্টেমের মধ্য দিয়ে কোম্পানিটি অনেক গ্রাহকের মন জয় করতে সাফল্য অর্জন করতে পেরেছে । Mediatek Dimensity 6080 মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে আর এটি মূলত 6 ন্যানোমিটারের তৈরি । এই প্রসেসরটি কিন্তু আমাদের অনেকেরই চেনা ‌। মিডিয়াম বাজেটের ভিতরে থাকা অনেক স্মার্টফোনের ক্ষেত্রেই আমরা এই প্রসেসরটির ব্যবহার লক্ষ্য করতে পারি ‌। এই প্রসেসরটির ব্যবহারের ক্ষেত্রে কতটুকু যৌক্তিকতা রয়েছে ? এই বিষয়টি জানাতে ভুলবেন না । 


অনলাইন গেমিং

এই স্মার্টফোনটির বিষয়ে বেশ কিছু প্রশ্ন থাকলেও সেগুলোর মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে এই স্মার্টফোনটির মাধ্যমে অনলাইন গেমিং কেমন পারফরমেন্স করবে । স্মার্টফোনের মাধ্যমে আমরা যারা অনলাইন গেমপ্লে করে থাকি তারা মূলত ইনজয় এবং টুকটাক ব্যবহারের ক্ষেত্রে গেম প্লে করার জন্য স্মার্টফোন চয়েজ করে থাকে । তবে এই স্মার্টফোনটির পারফরম্যান্স আলোচনা করার পর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে মোটামুটি ব্যবহারের ক্ষেত্রে অনলাইন গেম গুলো স্মার্টফোনটি বেশ ভালই পারফরম্যান্স দিতে পারবে । বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন গেমস গুলো যেমন pubg এবং ফ্রি ফায়ার এর মতো অন্যান্য জনপ্রিয় গেমসগুলো ভালো মানের গ্রাফিক্সের সাথে গেম প্লে করা যাবে । স্মার্টফোনটির ব্যাটারি পারফরম্যান্স একটু বেশি থাকার কারণে বডি ডিজাইন কিছুটা মোটা যার কারণে গেম প্লে করার সময় কিছুটা অসুবিধা হলেও হতে পারে । 


মেমোরি এবং নেটওয়ার্ক

Tecno Pova 6 Pro স্মার্টফোনটির মেমোরি পারফরমেন্সে 8 জিবি এবং 12 জিবি রেম রয়েছে এবং এক্সটার্নাল মেমোরিতে 256 জিবি রোম রয়েছে । অন্যান্য মিডিয়াম বাজেটের স্মার্টফোনগুলো থেকে এই স্মার্টফোনটির মেমোরি পারফরম্যান্স কিছুটা এগিয়ে এটা কিন্তু বলা যেতে পারে । মেমোরি পারফরম্যান্স ভালো থাকার কারণে এই স্মার্টফোনটিকে অনেকটা ক্লিন এবং স্বাচ্ছন্দভাবেই ব্যবহার করা যেতে পারে । এছাড়াও এই স্মার্টফোনটির নেটওয়ার্কিং সিস্টেমের দিকে যদি একটু তাকাই , তাহলে দেখতে পারবো এই স্মার্টফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্টেড । ইউএসবি টাইপ সি , এনএফসি এবং ইনফারেড পোর্ট এবং 5.3 মডেলের ব্লুটুথ ।  


রিলিজ ডেট এবং প্রাইস

Tecno Pova 6 Pro স্মার্টফোনটি দেশের মার্কেটে 4 এপ্রিল , 2024 তারিখে রিলিজ হয় ‌। এখন পর্যন্ত মার্কেটে টেকনো কোম্পানিটি যে কয়টি স্মার্টফোন রিলিজ করেছে সেগুলোর মধ্য থেকে এই স্মার্টফোনটি জনপ্রিয়তার দিক দিয়ে গ্রাহকের কাছে বেশ সাড়া ফেলতে পারে । তার প্রধান কারণ হলো এই স্মার্টফোনটির বেস্ট ফিচার এবং পারফরম্যান্স । আমরা যারা টেকনো লাভার হয়েছি বা মিড রেঞ্জের ভিতরে টেকনো কোম্পানির একটি আপডেট স্মার্টফোন ব্যবহার করতে ইচ্ছুক তাদের জন্য এই স্মার্টফোনটি মার্কেটের সেরা হতেই পারে । Tecno Pova 6 Pro স্মার্টফোনটির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে বাংলাদেশের মার্কেটগুলোতে 26,000 টাকা20-30 হাজারের ভেতরে থাকা অন্যান্য স্মার্ট ফোনগুলো থেকে কিছু কিছু ফিচার রয়েছে যেগুলোতে বেস্ট পারফরমেন্সের ছোঁয়া এসেছে । আন্তর্জাতিক মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য রয়েছে 379 ডলার । ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 19,999 রুপি । সব মিলিয়ে স্মার্টফোনটির পারফরমেন্স ডিটেলস আপনাদের মাঝে আলোচনা করা হলো এখান থেকে স্মার্টফোনটির ভালো দিকগুলো এবং যে বিষয়ে আরো কিছুটা আপডেট আনলে ভালো হতো সে বিষয়গুলো কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ । 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন