শাওমি পোকো এম 6 প্রো বাংলা রিভিউ | Xiaomi Poco M6 pro price and Review

মিডিয়াম বাজেটের ভেতরে থাকা সত্ত্বেও প্রিমিয়াম পারফরমেন্সের স্মার্টফোন এখন আমরা এক নজরেই মার্কেটগুলোতে দেখতে পাই । আর যেহেতু এখানে মিডিয়াম বাজেটের কথা বলা হয়েছে সেহেতু এখন আমাদের অনেকের মাথায় শাওমি কোম্পানির নাম ঘুরাঘুরি করছে । বর্তমানে আমরা যদি মার্কেট গুলোর দিকে একটুও নজর দেই তাহলে খুব সহজেই দেখতে পাবো , অন্যান্য কোম্পানিগুলোর পাশাপাশি শাওমি কোম্পানির বেশ ভালো জনপ্রিয়তা রয়েছে । আমি পার্সোনালি মনে করি এর কারণ হল মিড রেঞ্জের ভিতরে ভালো অ্যারেঞ্জমেন্টPoco সিরিজের মধ্য দিয়ে শাওমির আরও একটি নতুন স্মার্টফোন মার্কেটে ইতিমধ্যে রিলিজ হয়েছে । মডেলটির নাম হলো Xiaomi Poco M6 Pro । আজকের এই রিভিউ এর মাধ্যমে আমরা এই স্মার্টফোনটি সম্পর্কে আলোচনা করবো । এই স্মার্টফোনটির সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ রিভিউ এর সাথে থাকতে পারেন । 



শাওমি পোকো এম 6 প্রো বাংলা রিভিউ | Xiaomi Poco M6 pro price and Review


ক্যামেরা পারফরমেন্স

সবার প্রথমেই আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে আলোচনা করে ফেলি । এই মোবাইল ফোনের প্রাইমারি ক্যামেরা সেকশনে 3 টি ক্যামেরাযুক্ত করা হয়েছে । প্রাইমারি ক্যামেরা গুলো কিছুটা ব্যতিক্রম ভাবে যুক্ত করা থাকলেও দেখতে অনেকটা ভালই লাগবে আশা করছি । এক কথায় বলা যায় এখানে প্রাইমারি ক্যামেরা সেকশনে কিছুটা আপডেট আনা হয়েছে । যাহোক প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সরের দেখা মিলবে । এর সাথে 8 মেগাপিক্সেলের আরো একটি আল্ট্রা ওয়াইড সেন্সর থাকছে । সেম  বাজেট এর ভেতরে থাকা পিছনের স্মার্টফোনগুলোতে আল্ট্রা ওয়াইড এর আরো ভালো পারফরম্যান্স এর আগেও পেয়েছি । এখানে  আমি মনে করছি মিনিমাম 16 মেগা পিক্সেল রাখলে ভালো হতো । এর পাশাপাশি 2 মেগাপিক্সেলের আরো একটি ম্যাক্রো সেন্সর রয়েছে । সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় যুক্ত রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা । সব মিলিয়ে ক্যামেরা পারফরম্যান্স আমার কাছে বাজেট সাপেক্ষ না হলেও মোটামুটি ভালোই বলা যেতে পারে । 


ব্যাটারি পাওয়ার

Xiaomi Poco M6 Pro স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে রাখা হয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারি । যেখানে ব্যবহার করা হয়েছে 5000 mAh পাওয়ারের ব্যাটারি । ব্যাটারি পাওয়ার নিয়ে মোটামুটি সন্তুষ্ট থাকার মতো সিচুয়েশন রয়েছে তার কারণ হলো ব্যাটারীটি ফার্স্ট চার্জিং একসেপ্টেবল । 67 ওয়াট দ্রুতগতিতে চার্জিং এর সুবিধা পাওয়া যাবে । এই বিষয়টি ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি আশা করছি আপনাদের কাছেও অনেকটা ভালো লাগবে ‌। এমনকি ধারণা করা হচ্ছে এই 67 ওয়াট দ্রুত গতিকে কাজে লাগিয়ে এই স্মার্টফোনটিকে ফুল চার্জিং করা যাবে মাত্র 44 মিনিটের ভিতরেই ‌। এটা কিন্তু খুবই ভালো একটি সুবিধা , আর এই সুবিধা ব্যবহার করে আমরা অনেকটা কম সময়ের ভিতরেই ফুল চার্জিং সার্ভিস পেয়ে যাচ্ছি । ব্যাটারি টাইপ এবং ব্যাটারি পারফরম্যান্স কেমন লেগেছে সেটা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে । 


ডিসপ্লে ডিজাইন

এবার আমরা যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে একটু নজর রাখি তাহলে দেখতে পাবো এমোলেড টাইপের একটি আকর্ষণীয় ডিসপ্লে । আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই ডিসপ্লেটি 1B কালার সাপোর্টেড । এখন আমরা খুব সহজে বুঝতে পারলাম ডিসপ্লেটি আসলে অনেকটা ঝাঁকজমাট । 6.67 ইঞ্চি সাইজের মোটামুটি বেশ বড় একটি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে ‌। মোটামুটি বড় সাইজের ডিসপ্লে যাদের পছন্দ তাদের জন্য এটি একটি পারফেক্ট সাইজের ডিসপ্লে হতেই পারে । এর পাশাপাশি থাকছে ফুল এইচডি রেজুলেশন এর সাথে 395 পিপিআই পিক্সেল ডেনসিটি । এছাড়াও কোম্পানিটি কিন্তু এই ডিসপ্লেটির প্রটেকশনের ক্ষেত্রে অনেকটা গুরুত্ব দিয়েছে এটা বলা যায় । তার কারণ হলো এখানে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রটেকশন । 120 Hz রিফ্রেশ রেট এর সাথে দেখা মিলবে 1300 nits ব্রাইটনেস । ওভার অল টোটাল ডিসপ্লে অ্যারেঞ্জমেন্ট খুবই চমৎকার বলা যেতে পারে । 


অপারেটিং সিস্টেম

অপারেটিং সিস্টেমে এক দারুন ধামাকা নিয়ে সকলের মাঝে হাজির Xiaomi Poco M6 Pro । এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমকে রানিং করানো হয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর মধ্য দিয়ে । আর মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে এই অপারেটিং সিস্টেমকে আমরা গুগলের অ্যান্ড্রয়েড ভার্সন 14 এর মাধ্যমে আপডেট করে নিতে পারব । গুগলের লেটেস্ট মডেল ব্যবহার করার মজাই একটু আলাদা । আর সেই মজার ফিলিংসটা আমরা এই স্মার্টফোনের মাধ্যমে পেয়ে যাব । প্রসেসরে দেখতে পাওয়া যাবে Mediatek Helio G99 ultra । এছাড়াও অপারেটিং সিস্টেমের গেমিং গ্রাফিক্সে থাকছে Mali-G57 । এখানে আমরা দেখতে পেয়েছি অপারেটিং সিস্টেমে বেশি ভালো আপডেট আনা হয়েছে । আর এই কারণেই স্মার্টফোনটি জনপ্রিয়তার দিক দিয়ে অনেকের ফেভারেট হতে পারে । 


বডি ডিজাইন 

বডি ডিজাইনের দিক দিয়ে এই স্মার্টফোনটি দেখতেও কিন্তু অনেকটা নজর কারা । নজর নন্দিত এবং কালারফুল লুকিং এর কারণে এই স্মার্টফোনটির বডি ডিজাইন অনেকটাই বেস্ট বলে মনে হয়েছে । 179 গ্রামের এই স্মার্টফোনটি ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই একহাতে হ্যান্ডবল । আশা করছি একহাতে ব্যবহার করার জন্য তেমন কোনো অসুবিধা হবে না । এই মোবাইলটিকে আমরা তিনটি কালারে মার্কেটে দেখতে পেয়ে যাব ।
ব্ল্যাক , ব্লু এবং পার্পল কালারের আলাদা তিনটি ভিন্ন লুকিং । স্মার্টফোনটির ভেতরে আলাদাভাবে একটি ফিচার আমাদের নজরে এসেছে আর সেটি হল এই হ্যান্ডসেটটি IP54 ধুলোবালি রোধক । আর বডি ডিজাইনের সবচেয়ে নজরকারা যে বিষয়টি সেটি হল স্মার্টফোনটির বডি ডিজাইনের পিছনের দিকে প্রাইমারি ক্যামেরা গুলোর সাথে Poco কোম্পানিটির ব্রান্ডিং লেখা রয়েছে । এটি বডি ডিজাইনের সুবিধা বাড়াতে অনেকটাই উপকারে এসেছে । 


মেমোরি

স্মার্টফোন সম্পর্কে আমাদের যাদের একটু ভালো নলেজ বা আইডিয়া রয়েছে তারা সবসময় এটি স্মার্টফোন ব্যবহার করার পূর্বে স্মার্টফোনটির মেমোরি পারফরম্যান্স সম্পর্কে অবগত থাকে । তার কারণ হলো একটি স্মার্টফোনের মেমোরি পারফরমেন্স যতটা উন্নত হবে সেই স্মার্টফোনটি ব্যবহার করে ঠিক ততটাই সুবিধা পাওয়া যাবে । এই বিষয়টি অনেকেরই জানা থাকতে পারে । শাওমির নতুন এই স্মার্টফোনটিতে তারা তাদের কাস্টমারদের অফার করেছে এক বিশাল অফার । মেমোরি পারফরম্যান্সে তারা রেখেছে দুই ধরনের সুবিধা । Xiaomi Poco M6 Pro স্মার্টফোনটির ইন্টারনাল মেমোরিতে রয়েছে 256 এবং 512 GB ব্যবহারের সুবিধা । RAM পাওয়া যাবে 8 GB এর পাশাপাশি 12 GB । আমাদের চাহিদা অনুযায়ী এই স্মার্টফোনটিতে মেমোরি পারফরমেন্স মোটামুটি ভালই রয়েছে । এখান থেকে আমরা আমাদের চাহিদা অনুযায়ী পছন্দের অফারটি চয়েস করে নিতে পারব । 


গেমিং পারফরমেন্স

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো অনলাইন গেমিং । অনলাইন গেমিং এখন পৃথিবী জুড়ে বহুল আলোচিত একটি বিষয় । আমাদের মধ্য থেকে অনেকেই অনলাইন গেমিং লাভার রয়েছে যারা স্মার্টফোনের মাধ্যমে অনলাইন গেম গুলো এনজয় করে থাকে । অনলাইন গেমিং এর লাইভ স্ট্রিম থেকে শুরু করে প্রায় সকল কার্যক্রম এখন স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই করা যায় । এখন শাওমির নতুন এই স্মার্টফোনটির মাধ্যমে অনলাইন গেমিং পারফরম্যান্স ঠিক কতটা পাওয়া যাবে ? এই বিষয়ে একটি প্রশ্ন কিন্তু আমাদের থাকতেই পারে । স্মার্টফোনটির সার্বিক আলোচনায় আমরা দেখতে পেয়েছি অপারেটিং সিস্টেম থেকে শুরু করে প্রায় সকল জায়গায় মোটামুটি আপডেট রাখা হয়েছে । সেখান থেকে বলা যেতে পারে এই স্মার্টফোনটির মাধ্যমে আমরা অনলাইন গেমিং গুলো রানিং করাতে পারবো অনেকটা অনায়াসে । ফ্রী ফায়ার এবং pubg এর কথা যদি বলা হয় তাহলে সেগুলো আমরা মোটামুটি ভালো মানের গ্রাফিক্সের সাথে ইনজয় করতে পারব । 


প্রাইস বা মূল্য

Xiaomi Poco M6 Pro স্মার্টফোনটি সম্পর্কে আমরা তুলনামূলক কিছু বিস্তারিত আলোচনা জানতে পারলাম উপরের রিভিউ এর মাধ্যমে । সেখান থেকে আমরা জানতে পেরেছি কিছু কিছু জায়গায় স্মার্টফোনটি খুবই ভালো এবং চমৎকার লেভেলের আপডেট এনেছে আবার বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে আরো একটু আপডেট থাকলে হয়তোবা অনেকটাই ভালো হতো । উদাহরণ স্বরূপ বলা যেতে পারে ক্যামেরা পারফরমেন্সে অনেকেই কিন্তু কাঙ্খিত ফলাফল পায়নি । আমার কাছে মনে হয়েছে এদিকে কিছুটা আপডেটের প্রয়োজন ছিল । তো এখন আমরা এই স্মার্টফোনটির প্রাইস বা মূল্য সম্পর্কিত তথ্য সকলের মাঝে তুলে ধরবো । বাংলাদেশের মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির বর্তমান মার্কেট মূল্য রয়েছে 38,000 টাকামালয়েশিয়ার মার্কেটে এই স্মার্টফোনটির মূল্য রিলিজের শুরু থেকে নির্ধারণ করা হয়েছে 798 RM । ইন্টারন্যাশনাল মার্কেটে এই স্মার্টফোনটির 8/256 জিবি মডেলটির প্রাইস রয়েছে 167$ এবং 12/512 জিবি মডেলটির প্রাইস মূল্য 289 $ । স্মার্টফোনটির ফুল ফিচার এবং পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন । 
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন